একসঙ্গে একাধিক ই-মেইল চেক করা

অনেকেই একসঙ্গে একাধিক ই-মেইল ব্যবহার করে থাকেন। এ জন্য একটি ই-মেইল ঠিকানা থেকে সাইনআউট করে আরেকটি ই-মেইল ঠিকানায় লগ-ইন করতে হয়। মাল্টি ই-মেইল নোটিফায়ার সফটওয়্যার ব্যবহার করে একাধিক ই-মেইলের ইনবক্সও চেক করাসহ ই-মেইল আসার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশনও পাওয়া যায়। www.computertipsandtricks.net/ 2010/08/check-multi-email-at-a-time ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।

একসঙ্গে একাধিক ই-মেইল চেক করা

অনেকেই একসঙ্গে একাধিক ই-মেইল ব্যবহার করে থাকেন। এ জন্য একটি ই-মেইল ঠিকানা থেকে সাইনআউট করে আরেকটি ই-মেইল ঠিকানায় লগ-ইন করতে হয়। মাল্টি ই-মেইল নোটিফায়ার সফটওয়্যার ব্যবহার করে একাধিক ই-মেইলের ইনবক্সও চেক করাসহ ই-মেইল আসার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশনও পাওয়া যায়। www.computertipsandtricks.net/ 2010/08/check-multi-email-at-a-time ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।

‘লগমিইন’ দ্বারা কম্পিউটার নিয়ন্ত্রণ করা

ইন্টারনেটের মাধ্যমে অন্য (রিমোট) কম্পিউটার নিয়ন্ত্রণ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে টিমভিউয়ার অন্যতম। তবে লগমিইন দ্বারা আরো সহজেই কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায়। লগমিইন এর আসল সুবিধা হচ্ছে যিনি কম্পিউটার নিয়ন্ত্রণ কররেন তার কম্পিউটারে সফটওয়্যার থাকার দরকার নেই, ওয়েবসাইটের মাধ্যমে কাজটি করা যায়। শুধুমাত্র ক্লাইন্ট (রিমোট) কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল থাকলেই হয়। আর প্রতিবার পাসওয়ার্ডের ঝামেলাই নেই।
এজন্য www.logmein.com সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার ক্লাইন্ট (রিমোট) কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করুন। ইনস্টল করার সময় LogMeIn Free অপশনটি নির্বাচন করে ইনস্টল করুন আর যে ইমেইল দ্বারা রেজিষ্ট্রেশন করেছেন সেই ইমেইল এবং লগইন পাওসয়ার্ড লগবে। ইনস্টল করার সময় ইন্টারনেট সংযোগ থাকতে হবে। কম্পিউটারের চলতি ইউজারে কোন পাসওয়ার্ড সেট করা না থাকলে ইনস্টল কারর সময় উক্ত কম্পিউটারের জন্য একসেস কোড দিতে হবে যার দ্বারা ভবিষ্যতে কম্পিউটারটিতে প্রবেশ কারর সময় লাগবে। লগমিইন সফটওয়্যারটি অপারেটিং সিস্টেম চালুর সাথে সাথে চালু হবে এবং সিস্টেমট্রেতে এর আইকন থাকবে। এভাবে একাধিক কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। সফটওয়্যারটি উইন্ডোজ ছাড়াও ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থণ করে।
এবার www.logmein.com লগইন করে My Computers এ ক্লিক করলে ইন্টারনেট যুক্ত থাকা কম্পিউটারগুলো অনলাইন অবস্থায় দেখাবে, ইন্টারনেট যুক্ত না থাকলে অফলাইন অবস্থায় থাকবে। এখন যে কম্পিউটারে প্রবেশ করতে চাই সেই কম্পিউটারের উপরে ক্লিক করুন এবং উক্ত কম্পিউটারের লোকাল ইউজার এবং পাসওয়ার্ড অথবা কম্পিউটার একসেস কোড দিয়ে কম্পিউটারে প্রবেশ করুন। কম্পিউটার নিয়ন্ত্রণের পাশাপশি উক্ত কম্পিউটারের ব্যবহারকারীর সাথে চ্যাটিং করা যাবে।

‘লগমিইন’ দ্বারা কম্পিউটার নিয়ন্ত্রণ করা

ইন্টারনেটের মাধ্যমে অন্য (রিমোট) কম্পিউটার নিয়ন্ত্রণ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে টিমভিউয়ার অন্যতম। তবে লগমিইন দ্বারা আরো সহজেই কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায়। লগমিইন এর আসল সুবিধা হচ্ছে যিনি কম্পিউটার নিয়ন্ত্রণ কররেন তার কম্পিউটারে সফটওয়্যার থাকার দরকার নেই, ওয়েবসাইটের মাধ্যমে কাজটি করা যায়। শুধুমাত্র ক্লাইন্ট (রিমোট) কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল থাকলেই হয়। আর প্রতিবার পাসওয়ার্ডের ঝামেলাই নেই।
এজন্য www.logmein.com সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার ক্লাইন্ট (রিমোট) কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করুন। ইনস্টল করার সময় LogMeIn Free অপশনটি নির্বাচন করে ইনস্টল করুন আর যে ইমেইল দ্বারা রেজিষ্ট্রেশন করেছেন সেই ইমেইল এবং লগইন পাওসয়ার্ড লগবে। ইনস্টল করার সময় ইন্টারনেট সংযোগ থাকতে হবে। কম্পিউটারের চলতি ইউজারে কোন পাসওয়ার্ড সেট করা না থাকলে ইনস্টল কারর সময় উক্ত কম্পিউটারের জন্য একসেস কোড দিতে হবে যার দ্বারা ভবিষ্যতে কম্পিউটারটিতে প্রবেশ কারর সময় লাগবে। লগমিইন সফটওয়্যারটি অপারেটিং সিস্টেম চালুর সাথে সাথে চালু হবে এবং সিস্টেমট্রেতে এর আইকন থাকবে। এভাবে একাধিক কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। সফটওয়্যারটি উইন্ডোজ ছাড়াও ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থণ করে।
এবার www.logmein.com লগইন করে My Computers এ ক্লিক করলে ইন্টারনেট যুক্ত থাকা কম্পিউটারগুলো অনলাইন অবস্থায় দেখাবে, ইন্টারনেট যুক্ত না থাকলে অফলাইন অবস্থায় থাকবে। এখন যে কম্পিউটারে প্রবেশ করতে চাই সেই কম্পিউটারের উপরে ক্লিক করুন এবং উক্ত কম্পিউটারের লোকাল ইউজার এবং পাসওয়ার্ড অথবা কম্পিউটার একসেস কোড দিয়ে কম্পিউটারে প্রবেশ করুন। কম্পিউটার নিয়ন্ত্রণের পাশাপশি উক্ত কম্পিউটারের ব্যবহারকারীর সাথে চ্যাটিং করা যাবে।

সহজে আইপি হাইড করা

বিভিন্ন কারণে আইপি হাইড করার প্রয়োজন হয়। বিশেষ করে ব্লক ওয়েবসাইট ভিজিট করতে অথবা অনান্য কারণে একাধিক আইপি ব্যবহার করা লাগলে। আইপি হাইড করার জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় তবে এগুলো খুব একটা ভালো সার্ভিস দেয় না। তবে আইপি হাউড করার দারুন একটি সফটওয়্যার হচ্ছে হটস্পট শীল্ড। সফটওয়্যারটি দ্বারা নিশ্চিত আইটি হাউড করা যাবে এবং তা যেকোন আইপি চেকার সাইটের মাধ্যমে পরীক্ষা করা যাবে।
এজন্য www.hotspotshield.com থেকে ৬ মেগাবাইটের মত এই সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণ এবং ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থন করে। ইনস্টল করার পরে সিস্টেমট্রেতে লাল রঙের আইকন দেখা যাবে। এই আইকনে ক্লিক করে Connect/On এ ক্লিক করলে ওয়েব ব্রাউজারে নতুন একটি পেজ খুলবে এবং হটস্পট শীল্ড সার্ভারের সাথে কানেক্ট হবে এবং কিছুক্ষণ পরে Connected লেখা আসবে এবং সিস্টেমট্রের আইকনটির রঙ সবুজ হবে। পরবর্তীতে মূল আইপিতে ফিরে আসতে বা নতুন আইপি পেতে ডিসকানেক্ট করতে চাইলে উক্ত সবুজ আইকনে ক্লিক করে Disconnect/OFF এ ক্লিক করলেই হবে।

সহজে আইপি হাইড করা

বিভিন্ন কারণে আইপি হাইড করার প্রয়োজন হয়। বিশেষ করে ব্লক ওয়েবসাইট ভিজিট করতে অথবা অনান্য কারণে একাধিক আইপি ব্যবহার করা লাগলে। আইপি হাইড করার জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় তবে এগুলো খুব একটা ভালো সার্ভিস দেয় না। তবে আইপি হাউড করার দারুন একটি সফটওয়্যার হচ্ছে হটস্পট শীল্ড। সফটওয়্যারটি দ্বারা নিশ্চিত আইটি হাউড করা যাবে এবং তা যেকোন আইপি চেকার সাইটের মাধ্যমে পরীক্ষা করা যাবে।
এজন্য www.hotspotshield.com থেকে ৬ মেগাবাইটের মত এই সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণ এবং ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থন করে। ইনস্টল করার পরে সিস্টেমট্রেতে লাল রঙের আইকন দেখা যাবে। এই আইকনে ক্লিক করে Connect/On এ ক্লিক করলে ওয়েব ব্রাউজারে নতুন একটি পেজ খুলবে এবং হটস্পট শীল্ড সার্ভারের সাথে কানেক্ট হবে এবং কিছুক্ষণ পরে Connected লেখা আসবে এবং সিস্টেমট্রের আইকনটির রঙ সবুজ হবে। পরবর্তীতে মূল আইপিতে ফিরে আসতে বা নতুন আইপি পেতে ডিসকানেক্ট করতে চাইলে উক্ত সবুজ আইকনে ক্লিক করে Disconnect/OFF এ ক্লিক করলেই হবে।

সেলের নাগালে ঈদের টিকিট

মা আর মাটির টানে অধিকাংশ শহুরে মানুষই ঈদ করতে যান গ্রামের বাড়িতে। বিষয়টা মধুর হলেও বাড়ি যাওয়ার টিকিট কাটতে গিয়ে মুখোমুখি হতে হয় তিক্ত অভিজ্ঞতার। বাস বা ট্রেনের টিকিট পাওয়া যায় না বেশির ভাগ ক্ষেত্রেই। এ ঝামেলা এবার কিছুটা হলেও কমবে। মোবাইলে আগে থেকেই কেটে রাখতে পারেন ট্রেনের টিকিট। 'মোবিটাকা' নামের এ সেবা দিচ্ছে গ্রামীণফোন। মোবিটাকা গ্রাহকসেবা কেন্দ্রের আনিসুর রহমান জানান, ভ্রমণের সর্বোচ্চ ৯ দিন আগে মোবাইলে টিকিট কাটা যাবে। বাংলাদেশ রেলওয়ে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ২০ টাকা সার্ভিস চার্জ হিসেবে নেবে গ্রামীণফোন।

টিকিট কাটার নিয়ম
এ সেবা পেতে প্রথমে নিবন্ধন করতে হবে। গ্রামীণফোনের সংযোগসহ মোবাইল থেকে এ জন্য ঞকঊঞ লিখে ১২০০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে নিবন্ধন সম্পর্কিত তথ্যের পাশাপাশি একটি বিশেষ পিন (চওঘ) নম্বর থাকবে। টিকিট কেনার জন্য *১৩১*৩# নম্বরে ডায়াল করতে হবে। এরপর এসএমএসে পাঠানো পিন (চওঘ) নম্বর দিতে হবে। এরপর মোবাইলে অহংবিৎ চেপে ঔড়ঁৎহবু উধঃব ঞুঢ়ব লিখে ঝবহফ করতে হবে। আপনি যদি ১০ সেপ্টেম্বরের টিকিট কিনতে চান তাহলে লিখতে হবে ১০। এরপর লিখতে হবে আপনি যে স্টেশন থেকে যেতে চান তার নামের প্রথম তিন অক্ষর। এরপর ঝবহফ চাপলে মোবাইলের পর্দায় স্টেশনের তালিকা দেখা যাবে। যে স্টেশনে নামতে চান সেটি উত্তর হিসেবে নির্বাচন করে ঝবহফ চাপতে হবে। এবার ট্রেন নির্বাচনের পালা। ট্রেন নির্বাচন শেষে আবার ঝবহফ চাপতে হবে। এরপর টিকিটের শ্রেণী নির্বাচন করতে হবে। এ জন্য গ্রাহককে অহংবিৎ বাটন চেপে পছন্দ মতো ট্রেনের টিকিট শ্রেণীর নম্বর টাইপ করতে হবে, তারপর ঝবহফ চাপতে হবে। এরপর আপনি টিকিট বুকিংয়ের চূড়ান্ত এসএমএসটি পাবেন। ট্রেন যাত্রার এক ঘণ্টা আগে স্টেশন কাউন্টারে এ এসএমএসটি দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। ০১৭১৩২৩৪৫৬৭ নম্বরে ফোন করে মোবিটাকা সম্পর্কে জানতে পারবেন।

তথ্য মিলবে ওয়েবেও
ওয়েবের মাধ্যমেও জানা যাবে পরিবহনের বিভিন্ন খবর। িি.িনফঃৎধহংঢ়ড়ৎঃরহভড়.পড়স সাইটে এসব তথ্য মিলবে। পরিবহনের নাম ও সময় জানা যাবে এখানে। জানা যাবে ভাড়ার খবর। ঢাকা থেকে বাসে কোথাও যাওয়ার জন্য ইঁং ঝবৎারপব বিভাগ থেকে ছঁরপশ ঝবধৎপয বিভাগে যেতে হবে। এবার গন্তব্য নির্বাচন করে ড়ে ক্লিক করতে হবে। আপনার গন্তব্যে যেসব পরিবহন যাতায়াত করে তার তালিকা পাওয়া যাবে। যে পরিবহনে যেতে চান তার ওপর ক্লিক করুন। পেয়ে যাবেন ভাড়া, সময়সূচিসহ বিস্তারিত তথ্য। এসব পরিবহনের ফোন নম্বরও মিলবে এখানে। বাসের মতো ট্রেন-লঞ্চের সময় ও ভাড়ার বিস্তারিতও জানা যাবে এ সাইটে। ওয়েবসাইটের প্রধান নির্বাহী আবু হুরায়রা ফয়সাল জানান, 'বাংলাদেশের সব জেলায় যাওয়ার জন্য প্রয়োজনীয় সব তথ্যই রয়েছে সাইটটিতে। আমরা এটাতে প্রতিনিয়তই তথ্য হালনাগাদের কাজ করছি। ঈদে বাড়ি ফেরা মানুষের জন্য আমরা সাইটটিকে বিশেষভাবে সাজাচ্ছি এবং আরো তথ্যসমৃদ্ধ করছি।'

সেলের নাগালে ঈদের টিকিট

মা আর মাটির টানে অধিকাংশ শহুরে মানুষই ঈদ করতে যান গ্রামের বাড়িতে। বিষয়টা মধুর হলেও বাড়ি যাওয়ার টিকিট কাটতে গিয়ে মুখোমুখি হতে হয় তিক্ত অভিজ্ঞতার। বাস বা ট্রেনের টিকিট পাওয়া যায় না বেশির ভাগ ক্ষেত্রেই। এ ঝামেলা এবার কিছুটা হলেও কমবে। মোবাইলে আগে থেকেই কেটে রাখতে পারেন ট্রেনের টিকিট। 'মোবিটাকা' নামের এ সেবা দিচ্ছে গ্রামীণফোন। মোবিটাকা গ্রাহকসেবা কেন্দ্রের আনিসুর রহমান জানান, ভ্রমণের সর্বোচ্চ ৯ দিন আগে মোবাইলে টিকিট কাটা যাবে। বাংলাদেশ রেলওয়ে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ২০ টাকা সার্ভিস চার্জ হিসেবে নেবে গ্রামীণফোন।

টিকিট কাটার নিয়ম
এ সেবা পেতে প্রথমে নিবন্ধন করতে হবে। গ্রামীণফোনের সংযোগসহ মোবাইল থেকে এ জন্য ঞকঊঞ লিখে ১২০০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে নিবন্ধন সম্পর্কিত তথ্যের পাশাপাশি একটি বিশেষ পিন (চওঘ) নম্বর থাকবে। টিকিট কেনার জন্য *১৩১*৩# নম্বরে ডায়াল করতে হবে। এরপর এসএমএসে পাঠানো পিন (চওঘ) নম্বর দিতে হবে। এরপর মোবাইলে অহংবিৎ চেপে ঔড়ঁৎহবু উধঃব ঞুঢ়ব লিখে ঝবহফ করতে হবে। আপনি যদি ১০ সেপ্টেম্বরের টিকিট কিনতে চান তাহলে লিখতে হবে ১০। এরপর লিখতে হবে আপনি যে স্টেশন থেকে যেতে চান তার নামের প্রথম তিন অক্ষর। এরপর ঝবহফ চাপলে মোবাইলের পর্দায় স্টেশনের তালিকা দেখা যাবে। যে স্টেশনে নামতে চান সেটি উত্তর হিসেবে নির্বাচন করে ঝবহফ চাপতে হবে। এবার ট্রেন নির্বাচনের পালা। ট্রেন নির্বাচন শেষে আবার ঝবহফ চাপতে হবে। এরপর টিকিটের শ্রেণী নির্বাচন করতে হবে। এ জন্য গ্রাহককে অহংবিৎ বাটন চেপে পছন্দ মতো ট্রেনের টিকিট শ্রেণীর নম্বর টাইপ করতে হবে, তারপর ঝবহফ চাপতে হবে। এরপর আপনি টিকিট বুকিংয়ের চূড়ান্ত এসএমএসটি পাবেন। ট্রেন যাত্রার এক ঘণ্টা আগে স্টেশন কাউন্টারে এ এসএমএসটি দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। ০১৭১৩২৩৪৫৬৭ নম্বরে ফোন করে মোবিটাকা সম্পর্কে জানতে পারবেন।

তথ্য মিলবে ওয়েবেও
ওয়েবের মাধ্যমেও জানা যাবে পরিবহনের বিভিন্ন খবর। িি.িনফঃৎধহংঢ়ড়ৎঃরহভড়.পড়স সাইটে এসব তথ্য মিলবে। পরিবহনের নাম ও সময় জানা যাবে এখানে। জানা যাবে ভাড়ার খবর। ঢাকা থেকে বাসে কোথাও যাওয়ার জন্য ইঁং ঝবৎারপব বিভাগ থেকে ছঁরপশ ঝবধৎপয বিভাগে যেতে হবে। এবার গন্তব্য নির্বাচন করে ড়ে ক্লিক করতে হবে। আপনার গন্তব্যে যেসব পরিবহন যাতায়াত করে তার তালিকা পাওয়া যাবে। যে পরিবহনে যেতে চান তার ওপর ক্লিক করুন। পেয়ে যাবেন ভাড়া, সময়সূচিসহ বিস্তারিত তথ্য। এসব পরিবহনের ফোন নম্বরও মিলবে এখানে। বাসের মতো ট্রেন-লঞ্চের সময় ও ভাড়ার বিস্তারিতও জানা যাবে এ সাইটে। ওয়েবসাইটের প্রধান নির্বাহী আবু হুরায়রা ফয়সাল জানান, 'বাংলাদেশের সব জেলায় যাওয়ার জন্য প্রয়োজনীয় সব তথ্যই রয়েছে সাইটটিতে। আমরা এটাতে প্রতিনিয়তই তথ্য হালনাগাদের কাজ করছি। ঈদে বাড়ি ফেরা মানুষের জন্য আমরা সাইটটিকে বিশেষভাবে সাজাচ্ছি এবং আরো তথ্যসমৃদ্ধ করছি।'

ওয়েবে ফ্যাশন হাউস

ভালো ব্র্যান্ডের দোকানগুলোতে এমনিতেই ভিড় লেগে থাকে। আর ঈদের সময় তো পছন্দের পোশাকটির কাছে পেঁৗছানোটাই কঠিন। এ ক্ষেত্রে অনলাইনে ঢুঁ মেরে পছন্দসই পোশাকের খোঁজ আগেভাগেই নেওয়া সম্ভব। পোশাকের ভালো দোকানগুলোর অধিকাংশেরই রয়েছে ওয়েবসাইট। এসব সাইটে পোশাকের ছবি ও দরদাম পাওয়া যায়।

www.aarong.com
এ সাইটে আড়ংয়ের তৈরি পণ্যের সচিত্র বিবরণ রয়েছে। এর Retail বিভাগে পাওয়া যাবে আড়ংয়ের বিক্রয়কেন্দ্রগুলোর ঠিকানা, ফোন নম্বর ও সময়সূচি।
www.ecstasybd.com
ফ্যাশন হাউস একসটেসির সাইটের হোমপেজে মিলবে বিভিন্ন পোশাকের ছবি। নতুন পণ্যের খোঁজখবর মিলবে সাইটটির ঘব New Products বিভাগে।

www.kaykraft.com
ফ্যাশন হাউস কে-ক্র্যাফটের তথ্য পাওয়া যাবে এ সাইটে। ঈদ উপলক্ষে তৈরি নতুন ডিজাইনের পোশাকের বিস্তারিত মিলবে http://eid.kaykraft.com ঠিকানায়। পোশাকের ছবি দেখা যাবে কক ঈড়ষষবপঃরড়হং বিভাগে।

www.catseye.com.bd
সাইটটির ব্যানারে রয়েছে ক্যাটস আইয়ের পোশাক পরা বিভিন্ন মডেলের ছবি।Cats Eye বিভাগ থেকে Womens Collection ক্লিক করে পাওয়া যাবে মেয়েদের জন্য ক্যাটস আইয়ের বিশেষ আয়োজনের বিস্তারিত।

www.deshal.com.bd
বিভিন্ন উৎসব উপলক্ষে দেশালের ডিজাইন করা পোশাকের ছবি মিলবে এ সাইটে। নিচে ক্লিক করে ছবিগুলো বড় করে দেখা যাবে।

নিচের সাইটগুলোতেও বিভিন্ন ফ্যাশন হাউসের পোশাক সম্পর্কে জানা যাবে।
রঙ_www.rang-bd.com

ফিট এলিগেন্স_www.fitelegance.com
ড্রেসিডেল_ www.dressydalefashion.com
লুবনান_www.lubnanbd.com

ওয়েবে ফ্যাশন হাউস

ভালো ব্র্যান্ডের দোকানগুলোতে এমনিতেই ভিড় লেগে থাকে। আর ঈদের সময় তো পছন্দের পোশাকটির কাছে পেঁৗছানোটাই কঠিন। এ ক্ষেত্রে অনলাইনে ঢুঁ মেরে পছন্দসই পোশাকের খোঁজ আগেভাগেই নেওয়া সম্ভব। পোশাকের ভালো দোকানগুলোর অধিকাংশেরই রয়েছে ওয়েবসাইট। এসব সাইটে পোশাকের ছবি ও দরদাম পাওয়া যায়।

www.aarong.com
এ সাইটে আড়ংয়ের তৈরি পণ্যের সচিত্র বিবরণ রয়েছে। এর Retail বিভাগে পাওয়া যাবে আড়ংয়ের বিক্রয়কেন্দ্রগুলোর ঠিকানা, ফোন নম্বর ও সময়সূচি।
www.ecstasybd.com
ফ্যাশন হাউস একসটেসির সাইটের হোমপেজে মিলবে বিভিন্ন পোশাকের ছবি। নতুন পণ্যের খোঁজখবর মিলবে সাইটটির ঘব New Products বিভাগে।

www.kaykraft.com
ফ্যাশন হাউস কে-ক্র্যাফটের তথ্য পাওয়া যাবে এ সাইটে। ঈদ উপলক্ষে তৈরি নতুন ডিজাইনের পোশাকের বিস্তারিত মিলবে http://eid.kaykraft.com ঠিকানায়। পোশাকের ছবি দেখা যাবে কক ঈড়ষষবপঃরড়হং বিভাগে।

www.catseye.com.bd
সাইটটির ব্যানারে রয়েছে ক্যাটস আইয়ের পোশাক পরা বিভিন্ন মডেলের ছবি।Cats Eye বিভাগ থেকে Womens Collection ক্লিক করে পাওয়া যাবে মেয়েদের জন্য ক্যাটস আইয়ের বিশেষ আয়োজনের বিস্তারিত।

www.deshal.com.bd
বিভিন্ন উৎসব উপলক্ষে দেশালের ডিজাইন করা পোশাকের ছবি মিলবে এ সাইটে। নিচে ক্লিক করে ছবিগুলো বড় করে দেখা যাবে।

নিচের সাইটগুলোতেও বিভিন্ন ফ্যাশন হাউসের পোশাক সম্পর্কে জানা যাবে।
রঙ_www.rang-bd.com

ফিট এলিগেন্স_www.fitelegance.com
ড্রেসিডেল_ www.dressydalefashion.com
লুবনান_www.lubnanbd.com

অফিসের ফাইল ওয়েবে সমন্বয়

সাধারণ ব্যবহারকারীরা কম্পিউটারে যে কাজটি সবচেয়ে বেশি করেন, সেটি হলো অফিস প্রোগ্রামের ব্যবহার। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ওয়েবভিত্তিক অফিস প্রোগ্রামগুলোও জনপ্রিয় হচ্ছে। এ ধরনের প্রোগ্রাম ব্যবহার করার প্রধান সুবিধা হলো, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে সহজেই ফাইল আদান-প্রদান করা এবং সমন্বিতভাবে কাজটি এগিয়ে নিয়ে যাওয়া।
অন্যদিকে ডেস্কটপ কম্পিউটারে ব্যবহূত অফিস প্রোগ্রামগুলোর মধ্যে মাইক্রোসফট অফিস বেশি জনপ্রিয়। সম্পাদনা ও ফরম্যাটিং করার জন্য অনলাইন প্রোগ্রামগুলোর চেয়ে এতে অনেকটাই বেশি সুবিধা পাওয়া যায়। তবে সমন্বিতভাবে কাজ করার সরাসরি কোনো সুবিধা পাওয়া যাবে না এসব গুচ্ছ সফটওয়্যারে।
মাইক্রোসফট অফিস থেকেই যদি লেখা বা ছবি ইন্টারনেটে প্রকাশ (আপলোড), ডকুমেন্ট সমন্বয়, হালনাগাদ বা সিনক্রোনাইজ করার ব্যবস্থা থাকে, তবে সেটি সবচেয়ে বেশি কার্যকর হতো। অতিরিক্ত কিছু প্রোগ্রাম (প্লাগ-ইন) ব্যবহার করে ডেস্কটপের ফাইলগুলো ওয়েবভিত্তিক গুগল ডক, জোহো ও মাইক্রোসফট অফিস লাইভের মতো সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করে ব্যবহার করা যাবে।

গুগল ডক
মাইক্রোসফট অফিস ২০১০ থেকে পরবর্তী সব সংস্করণে অতিরিক্ত প্লাগ-ইন ব্যবহার করে এর কার্যকারিতা বাড়ানো যায়। এমএস অফিস ডকুমেন্টগুলো গুগল ডক ব্যবহার করে সমন্বয় করার জন্য অফিসিঙ্ক বেশ কার্যকর একটি প্রোগ্রাম। www.offisync.com/index.html ঠিকানার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে নামিয়ে ব্যবহার করা যাবে এটি। ইনস্টল করার পর মেনুতে নতুন একটি অপশন দেখা যাবে, যেখান থেকে সরাসরি গুগল ডকের মাধ্যমে ফাইল খোলা, সংরক্ষণ করা বা অন্যদের সঙ্গে ভাগাভাগি করা যাবে। সমন্বিতভাবে একাধিক ব্যবহারকারী একই সঙ্গে কাজ করতে পারবেন এখানে। অফিসিঙ্ক মাইক্রোসফট অফিস ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত সব সংস্করণের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম ব্যবহার করা যাবে।

জোহো
জোহো জনপ্রিয় অনলাইন অফিস প্রোগ্রাম।একাধিক ব্যবহারকারী একসঙ্গে সমন্বিতভাবে কাজ করার জন্য এই প্রোগ্রামগুলো ব্যবহূত হয়ে থাকে। মাইক্রোসফট অফিস থেকে জোহো ব্যবহার করার জন্য জোহোর নির্মাতারা একটি প্লাগ-ইন তৈরি করেছেন। www.writer.zoho.com/public/help/zohoplugin/fullpage ঠিকানার ওয়েবসাইট থেকে এটি ব্যবহারপদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এই প্লাগ-ইনটি ব্যবহার করে কোনো ফাইল আপলোড বা শেয়ার করার আগে কম্পিউটারে একটি কপি সংরক্ষণ করে নিতে হবে। অনলাইন বা অফলাইন মোডে সম্পাদনা করার সঙ্গে সঙ্গে অনলাইনে শেয়ার বা অন্য ব্যবহারকারীদের সঙ্গে একসঙ্গে সম্পাদনা করার সুবিধা পাওয়া যাবে এখানে।
এই প্লাগ-ইনটি মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলে ব্যবহার করা যাবে। তবে এখনো এতে docx, xlsx ফাইল ফরম্যাট সমর্থন করে না।
প্লাগইনটি সরাসরি নামানোর ঠিকানা হলো
www.zoho.com/zohoplugin/downloads/zohoplugin.exe

অফিস লাইভ
সম্প্রতি মাইক্রোসফট অফিস লাইভ নামের এই অনলাইন অফিস প্রোগ্রাম চালু করেছে। এটি স্কাই ড্রাইভের সঙ্গে সংযুক্ত। অর্থাৎ এখানে ফাইল সংরক্ষণ করার জন্য ২৫ গিগাবাইট জায়গা বিনা মূল্যে ব্যবহার করা যাবে। অফিস ২০১০-এর মেনুতে আগে থেকেই অফিস লাইভ ব্যবহার করার অপশন দেওয়া আছে, যেটি ব্যবহারের মাধ্যমে অফিস লাইভে ফাইল প্রকাশ করা, সমন্বয় করা যাবে। যেমন ফাইল সংক্ষরণ করতে হবে মেনু থেকে File\Save and Send\Save for Web\Save As ব্যবহার করতে হবে। ওয়েব ব্রাউজারের মাধ্যমেই ব্যবহার করা যাবে অফিস লাইভ। ঠিকানা হলো www.officelive.com। অফিস লাইভ ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের ফাইল ব্যবহার করা যাবে।

অফিসের ফাইল ওয়েবে সমন্বয়

সাধারণ ব্যবহারকারীরা কম্পিউটারে যে কাজটি সবচেয়ে বেশি করেন, সেটি হলো অফিস প্রোগ্রামের ব্যবহার। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ওয়েবভিত্তিক অফিস প্রোগ্রামগুলোও জনপ্রিয় হচ্ছে। এ ধরনের প্রোগ্রাম ব্যবহার করার প্রধান সুবিধা হলো, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে সহজেই ফাইল আদান-প্রদান করা এবং সমন্বিতভাবে কাজটি এগিয়ে নিয়ে যাওয়া।
অন্যদিকে ডেস্কটপ কম্পিউটারে ব্যবহূত অফিস প্রোগ্রামগুলোর মধ্যে মাইক্রোসফট অফিস বেশি জনপ্রিয়। সম্পাদনা ও ফরম্যাটিং করার জন্য অনলাইন প্রোগ্রামগুলোর চেয়ে এতে অনেকটাই বেশি সুবিধা পাওয়া যায়। তবে সমন্বিতভাবে কাজ করার সরাসরি কোনো সুবিধা পাওয়া যাবে না এসব গুচ্ছ সফটওয়্যারে।
মাইক্রোসফট অফিস থেকেই যদি লেখা বা ছবি ইন্টারনেটে প্রকাশ (আপলোড), ডকুমেন্ট সমন্বয়, হালনাগাদ বা সিনক্রোনাইজ করার ব্যবস্থা থাকে, তবে সেটি সবচেয়ে বেশি কার্যকর হতো। অতিরিক্ত কিছু প্রোগ্রাম (প্লাগ-ইন) ব্যবহার করে ডেস্কটপের ফাইলগুলো ওয়েবভিত্তিক গুগল ডক, জোহো ও মাইক্রোসফট অফিস লাইভের মতো সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করে ব্যবহার করা যাবে।

গুগল ডক
মাইক্রোসফট অফিস ২০১০ থেকে পরবর্তী সব সংস্করণে অতিরিক্ত প্লাগ-ইন ব্যবহার করে এর কার্যকারিতা বাড়ানো যায়। এমএস অফিস ডকুমেন্টগুলো গুগল ডক ব্যবহার করে সমন্বয় করার জন্য অফিসিঙ্ক বেশ কার্যকর একটি প্রোগ্রাম। www.offisync.com/index.html ঠিকানার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে নামিয়ে ব্যবহার করা যাবে এটি। ইনস্টল করার পর মেনুতে নতুন একটি অপশন দেখা যাবে, যেখান থেকে সরাসরি গুগল ডকের মাধ্যমে ফাইল খোলা, সংরক্ষণ করা বা অন্যদের সঙ্গে ভাগাভাগি করা যাবে। সমন্বিতভাবে একাধিক ব্যবহারকারী একই সঙ্গে কাজ করতে পারবেন এখানে। অফিসিঙ্ক মাইক্রোসফট অফিস ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত সব সংস্করণের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম ব্যবহার করা যাবে।

জোহো
জোহো জনপ্রিয় অনলাইন অফিস প্রোগ্রাম।একাধিক ব্যবহারকারী একসঙ্গে সমন্বিতভাবে কাজ করার জন্য এই প্রোগ্রামগুলো ব্যবহূত হয়ে থাকে। মাইক্রোসফট অফিস থেকে জোহো ব্যবহার করার জন্য জোহোর নির্মাতারা একটি প্লাগ-ইন তৈরি করেছেন। www.writer.zoho.com/public/help/zohoplugin/fullpage ঠিকানার ওয়েবসাইট থেকে এটি ব্যবহারপদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এই প্লাগ-ইনটি ব্যবহার করে কোনো ফাইল আপলোড বা শেয়ার করার আগে কম্পিউটারে একটি কপি সংরক্ষণ করে নিতে হবে। অনলাইন বা অফলাইন মোডে সম্পাদনা করার সঙ্গে সঙ্গে অনলাইনে শেয়ার বা অন্য ব্যবহারকারীদের সঙ্গে একসঙ্গে সম্পাদনা করার সুবিধা পাওয়া যাবে এখানে।
এই প্লাগ-ইনটি মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলে ব্যবহার করা যাবে। তবে এখনো এতে docx, xlsx ফাইল ফরম্যাট সমর্থন করে না।
প্লাগইনটি সরাসরি নামানোর ঠিকানা হলো
www.zoho.com/zohoplugin/downloads/zohoplugin.exe

অফিস লাইভ
সম্প্রতি মাইক্রোসফট অফিস লাইভ নামের এই অনলাইন অফিস প্রোগ্রাম চালু করেছে। এটি স্কাই ড্রাইভের সঙ্গে সংযুক্ত। অর্থাৎ এখানে ফাইল সংরক্ষণ করার জন্য ২৫ গিগাবাইট জায়গা বিনা মূল্যে ব্যবহার করা যাবে। অফিস ২০১০-এর মেনুতে আগে থেকেই অফিস লাইভ ব্যবহার করার অপশন দেওয়া আছে, যেটি ব্যবহারের মাধ্যমে অফিস লাইভে ফাইল প্রকাশ করা, সমন্বয় করা যাবে। যেমন ফাইল সংক্ষরণ করতে হবে মেনু থেকে File\Save and Send\Save for Web\Save As ব্যবহার করতে হবে। ওয়েব ব্রাউজারের মাধ্যমেই ব্যবহার করা যাবে অফিস লাইভ। ঠিকানা হলো www.officelive.com। অফিস লাইভ ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের ফাইল ব্যবহার করা যাবে।

একটি সফটওয়্যারে একাধিক জিমেইল ব্যবহার

অনেক ব্যবহারকারী আছেন, যাঁরা একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। কিন্তু এক সফটওয়্যার (ব্রাউজার) থেকে একই সঙ্গে একাধিক জিমেইল অ্যাকাউন্টে ঢোকার সুবিধা দেওয়া থাকে না। একবার ঢোকার পর www.gmail.com লেখা হলে প্রতিবারই লগইন করা মেইল অ্যাকাউন্টটি চালু হয়।
সম্প্রতি গুগল একই সফটওয়্যার থেকে একাধিক অ্যাকাউন্টে ঢোকার সুবিধা যোগ করেছে। এই সুবিধাটি চালু করা যাবে www.google.com/accounts ঠিকানার ওয়েবসাইট থেকে। এই ঠিকানাটি খুললে Multiple sign-in নামের একটি অপশন দেখা যাবে। সাধারণভাবে এই সুবিধাটি বন্ধ করা থাকে। চালু করতে হলে off-এর পাশের Edit লিংকটিতে ক্লিক করতে হবে। পরবর্তী সময়ে একটি অ্যাকাউন্টে লগইন করা অবস্থায় অন্য কোনো ঠিকানায় প্রবেশ করতে চাইলে ওপরের ডান পাশের Settings-এর পাশের অ্যারো বাটনে ক্লিক করে Sign to another account লিংকটি ব্যবহার করে অন্য অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

একটি সফটওয়্যারে একাধিক জিমেইল ব্যবহার

অনেক ব্যবহারকারী আছেন, যাঁরা একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। কিন্তু এক সফটওয়্যার (ব্রাউজার) থেকে একই সঙ্গে একাধিক জিমেইল অ্যাকাউন্টে ঢোকার সুবিধা দেওয়া থাকে না। একবার ঢোকার পর www.gmail.com লেখা হলে প্রতিবারই লগইন করা মেইল অ্যাকাউন্টটি চালু হয়।
সম্প্রতি গুগল একই সফটওয়্যার থেকে একাধিক অ্যাকাউন্টে ঢোকার সুবিধা যোগ করেছে। এই সুবিধাটি চালু করা যাবে www.google.com/accounts ঠিকানার ওয়েবসাইট থেকে। এই ঠিকানাটি খুললে Multiple sign-in নামের একটি অপশন দেখা যাবে। সাধারণভাবে এই সুবিধাটি বন্ধ করা থাকে। চালু করতে হলে off-এর পাশের Edit লিংকটিতে ক্লিক করতে হবে। পরবর্তী সময়ে একটি অ্যাকাউন্টে লগইন করা অবস্থায় অন্য কোনো ঠিকানায় প্রবেশ করতে চাইলে ওপরের ডান পাশের Settings-এর পাশের অ্যারো বাটনে ক্লিক করে Sign to another account লিংকটি ব্যবহার করে অন্য অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

প্রোগ্রামিং ছাড়া ওয়েবসাইট তৈরি

সাধারণত ওয়েবসাইট ডিজাইন করতে ওয়েব প্রোগ্রামিং জানতে হয়। কিন্তু ওয়েব ডিজাইন না জেনেও ওয়েবসাইট তৈরি করা যায়। ওয়েব ডিজাইনের এমনই একটি সফটওয়্যার হচ্ছে এক্সারা ওয়েব ডিজাইনার। সফটওয়্যারটি http://softandebook.blogspot.com/2010/08/soft-xara-web-designer.html থেকে নামানো যাবে।

প্রোগ্রামিং ছাড়া ওয়েবসাইট তৈরি

সাধারণত ওয়েবসাইট ডিজাইন করতে ওয়েব প্রোগ্রামিং জানতে হয়। কিন্তু ওয়েব ডিজাইন না জেনেও ওয়েবসাইট তৈরি করা যায়। ওয়েব ডিজাইনের এমনই একটি সফটওয়্যার হচ্ছে এক্সারা ওয়েব ডিজাইনার। সফটওয়্যারটি http://softandebook.blogspot.com/2010/08/soft-xara-web-designer.html থেকে নামানো যাবে।

ফাইল খোঁজার সুবিধা ফিরিয়ে আনুন

কম্পিউটার ভাইরাসের কারণে অনেক সময় উইন্ডোজের স্টার্ট মেনু থেকে ফাইলবা ফোল্ডার খোঁজার (সার্চ) সুবিধা অদৃশ্য হয়ে যায়। তখন ফোল্ডারের কিছু খোঁজার অপশনটিও নিষ্ক্রিয় হয়ে যায়। এ রকম হলে Start/run-এ গিয়ে
REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer /v NoFind /t REG_DWORD /d 0 /f লিখে এন্টার চাপুন।
এখন কম্পিউটার রি-স্টার্ট দিন। তাহলেই আগের মতো সার্চ অপশন ফিরে আসবে।

ওয়েবসাইটে বিভিন্ন তথ্য

সূর্যালোক ট্রাস্ট তথ্য সুবিধা দিতে ইন্টারনেটে চালু করেছেন সূর্যালোক নিউজ (www.surjaloknews.com) নামের একটি ওয়েবসাইট। এতে দেশ-বিদেশের খবর, রাজনীতি, শিক্ষা, খেলা, বিনোদন, আইন-আদালত ইত্যাদি খবর পাওয়া যাবে।

ফাইল খোঁজার সুবিধা ফিরিয়ে আনুন

কম্পিউটার ভাইরাসের কারণে অনেক সময় উইন্ডোজের স্টার্ট মেনু থেকে ফাইলবা ফোল্ডার খোঁজার (সার্চ) সুবিধা অদৃশ্য হয়ে যায়। তখন ফোল্ডারের কিছু খোঁজার অপশনটিও নিষ্ক্রিয় হয়ে যায়। এ রকম হলে Start/run-এ গিয়ে
REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer /v NoFind /t REG_DWORD /d 0 /f লিখে এন্টার চাপুন।
এখন কম্পিউটার রি-স্টার্ট দিন। তাহলেই আগের মতো সার্চ অপশন ফিরে আসবে।

ওয়েবসাইটে বিভিন্ন তথ্য

সূর্যালোক ট্রাস্ট তথ্য সুবিধা দিতে ইন্টারনেটে চালু করেছেন সূর্যালোক নিউজ (www.surjaloknews.com) নামের একটি ওয়েবসাইট। এতে দেশ-বিদেশের খবর, রাজনীতি, শিক্ষা, খেলা, বিনোদন, আইন-আদালত ইত্যাদি খবর পাওয়া যাবে।

অনলাইনে চাকরির আরও একটি সাইট

ইন্টারনেটে কাজ পাওয়া যায় এ রকম একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট চালু হয়েছে। সাইটটির ঠিকানা: www.jobcart.net।

অনলাইনে চাকরির আরও একটি সাইট

ইন্টারনেটে কাজ পাওয়া যায় এ রকম একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট চালু হয়েছে। সাইটটির ঠিকানা: www.jobcart.net।

হার্ডডিস্কের জায়গা খালি করুন

হার্ডডিস্ক ড্রাইভে যথেষ্ট পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায়, কোনো জায়গাই আর ফাঁকা নেই। এ রকম হলে মাই কম্পিউটারে ঢুকে Tools/folder option/view-এ গিয়ে Hide protected operating system files(recommended) থেকে টিক চিহ্ন তুলে দিন এবং show hidden files and folders অপশনটি নির্বাচিত করুন। এখন যে ড্রাইভের জায়গা পূর্ণ হয়ে আছে সেখানে গিয়ে দেখুন system volume information নামের একটি ফোল্ডার আছে। ওই ফোল্ডারের ভেতরের সব ফাইল মুছে ফেলুন, ফোল্ডারটি মুছবেন না। এভাবে প্রতিটি ড্রাইভে এই নামের ফোল্ডার পাবেন এবং এই ফোল্ডারটি খালি করবেন। তাহলেই হার্ডডিস্কের জায়গা খালি হবে। কাজ শেষ হলে Tools/folder option/view অপশনে গিয়ে Hide protected operating system files(recommended)—এ টিক চিহ্ন দিয়ে সিস্টেম ফাইলগুলো পুনরায় লুকিয়ে ফেলবেন।

হার্ডডিস্কের জায়গা খালি করুন

হার্ডডিস্ক ড্রাইভে যথেষ্ট পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায়, কোনো জায়গাই আর ফাঁকা নেই। এ রকম হলে মাই কম্পিউটারে ঢুকে Tools/folder option/view-এ গিয়ে Hide protected operating system files(recommended) থেকে টিক চিহ্ন তুলে দিন এবং show hidden files and folders অপশনটি নির্বাচিত করুন। এখন যে ড্রাইভের জায়গা পূর্ণ হয়ে আছে সেখানে গিয়ে দেখুন system volume information নামের একটি ফোল্ডার আছে। ওই ফোল্ডারের ভেতরের সব ফাইল মুছে ফেলুন, ফোল্ডারটি মুছবেন না। এভাবে প্রতিটি ড্রাইভে এই নামের ফোল্ডার পাবেন এবং এই ফোল্ডারটি খালি করবেন। তাহলেই হার্ডডিস্কের জায়গা খালি হবে। কাজ শেষ হলে Tools/folder option/view অপশনে গিয়ে Hide protected operating system files(recommended)—এ টিক চিহ্ন দিয়ে সিস্টেম ফাইলগুলো পুনরায় লুকিয়ে ফেলবেন।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template