দরকারী ওয়েবপেজ নির্দিষ্ট সময় পরপর রিলোড হবে

কিছু কিছু ওয়েবসাইট বা ওয়েবপেজ আছে যেগুলো নির্দিষ্ট সময় পরপর রিলোড বা হালনাগাদ হলে ভাল হয়। এর মধ্যে চলতি কোন খেলার স্কোর, শেয়ার বাজারের নির্দিষ্ট ওয়েবপেজ ইত্যাদি। কিন্তু উক্ত সাইটে/পেজে যদি সয়ংক্রিয় রিলোডের ব্যবস্থা না থাকে তাহলে ব্রাউজারের মাধ্যমেও তা করা যায়। ফায়ারফক্স ব্রাউজারে ‘রিলোডএভরি’ নামের একটি এ্যাড-অন্স ব্যবহার করে পছন্দমত সময় অন্তর অন্তর পেজগুলোকে রিলোড করা যায়। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/115 বা ডেভেলপারের ওয়েবসাইট http://reloadevery.mozdev.org থেকে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার যে ওয়েবপেজটি রিলোড করতে চান সেই ট্যাবে গিয়ে মাউসের ডান বাটন ক্লিক করে Reload Every এ সময় নির্বাচন করে উপরে Enable এ ক্লিক করুন। রিলোড বন্ধ করতে চাইলে Reload Every>Enable এ ক্লিক করে টিক চিহ্ন তুলে দিলেই হবে। এছাড়াও সকল ট্যাবকেই রিলোড করতে চাইলে Reload Every> Enable All Tabs করলেই হবে। আর সকল ট্যাবকে রিলোড থেকে বাদ দিতে চাইলে Reload Every> Disable All Tabs করতে হবে।
এছাড়াও www.sitereloader.com সাইটের মাধ্যমে সকল ওয়েব ব্রাউজারে রিলোডের সুবিধা পাওয়া যায়।

ক্যাসপারস্কি রেসকিউ ডিক্স আপডেট করা

কম্পিউটারের ভাইরাস থেকে মুক্তি পেতে ক্যাসপারস্কি রেসকিউ ডিক্সের জুড়ি নেই। তবে রেসকিউ ডিক্স যদি আপডেট করা না থাকে তাহলে অনেক সময় কাজে আসে না। অনলাইন থেকে যদিও আপডেটেড রেসকিউ ডিক্স নামানো যায় তার পরেও প্রায় ২০০ মেগাবাইটের ফাইল বারে বারে নামানো কষ্টকর। তবে কম্পিউটারে যদি ক্যাসপারস্কি ইনস্টল করা থাকে এবং আপডেট অবস্থায় থাকে তাহলে সহজেই সেই আপডেট থেকে পূর্বে ডাউনলোড করা রেসকিউ ডিক্সকে আপডেট করা যায়।
ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১১: ক্যাসপারস্কি ২০১১ চালু করে Tools এ ক্লিক করুন। এবার Rescue Disk আইকনে ক্লিক করে ক্লিক করে Next করুন। এবার Copy ISO image from local or network drive রেডিও বাটন নির্বাচন করে Next করুন। (Download ISO from Kaspersky Lab Server নির্বাচন করলে প্রায় ২০০ মেগাবাইটের মত রেসকিউ ডিক্সের আইএসও ফাইল ক্যাসপারস্কি সার্ভার থেকে ডাউনলোড হবে।) এখানে Browse বাটনে ক্লিক করে ডাউনলোড করা আইএসও ফাইলটি নির্বাচন করে Next করুন তাহলে আইএসও ফাইল হতে তথ্য কপি হবে। এরপরে Next করলে কিছুক্ষণের মধ্যে আপডেট সম্পন্ন হবে। আপডেট হবার পরে Next করলে সেভ উইন্ডো আসবে, এখানে রেডিও Save the disk image to file on local or network drive বাটন নির্বাচন করে Next করে সেভ করুন (Record to USB flash drive নির্বাচন করলে বুটেবল ইউএসবি ড্রাইভ তৈরী করা যাবে)। এবার উক্ত আইএসও ফাইলটি সিডি/ডিভিডিতে রাইট করুন। অনান্য সংস্করণে প্রায় একইভাবে রেসকিউ ডিক্সকে আপডেট করা যাবে।

স্কাইপ এ ফেসবুকের তথ্য

জনপ্রিয় ইন্টারনেট ভিত্তিক ফোন সেবাদাতা প্রতিষ্ঠান স্কাইপ এর সাথে আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের চুক্তি হয়েছে বেশ কিছুদিন আগে। এই চুক্তির ফলে ভয়েস চ্যাট এবং এমএসএস করার সুবিধা আরো উম্মুক্ত হলো। এখন থেকে স্কাইপ থেকেই ফেসবুকের আপডেট পাওয়া যাবে এবং ফেসবুকের বন্ধুদেরকে স্কাইপ এ যুক্ত না করেই কল করা যাবে এবং এসএমএস করা যাবে। বর্তমানে উভয়রই নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির ছাড়িয়ে গেছে। তবে নতুন এসব সুবিধা পেতে অবশ্য ৫.০ সংস্করণের স্কাইপ ইনস্টল থাকতে হবে। সফটওয়্যারটি অনলাইন সংস্করণ www.skype.com থেকে ডাউনলোড করা যাবে। আর অফলাইন সংস্করণ www.filehippo.com থেকে skype লিখে সার্চ করে ডাউনলোড করা যাবে।
স্কাইপ এ ফেসবুক যুক্ত করা: এজন্য ভিউ ট্যাবে গিয়ে Add Facebook updates এ ক্লিক করলে Facebook নামে একটি ট্যাব আসবে। এবার See News feed in Skype বাটনে ক্লিক করে ফেসবুকে লগইন করলে ফেসবুকের আপডেটগুলো দেখাবে।
স্কাইপ থেকে ফেসবুকের বন্ধুদের কল বা এসএমএস করা: ফেসবুক ট্যাবে নিউজ ফেডের ডানে কল এবং এমএসএস বাটন আসবে (সবার নয়)। যাদের কল বা এসএমএস বাটন আসবে তাদেরকে উক্ত বাটনে ক্লিক করে কল করা যাবে বা এসএমএস পাঠানো যাবে।
স্কাইপ থেকে ফেসবুক মুছে ফেলা: ফেসবুক ট্যাবের Disable News Feed বাটনে ক্লিক করে Are you sure you don’t want to show Facebook in Skype? এর Remove বাটনে ক্লিক করলে ফেসবুক স্কাইপ থেকে বিছিন্ন হয়ে যাবে। পরবর্তীতে চাইলে ভিউ ট্যাবে গিয়ে আবার ফেসবুককে স্কাইপ এ যুক্ত করা যাবে।

জনপ্রিয় ওপেন সোর্স ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সে ট্যাব বন্ধ করলে তা হিস্টোরি মেনু থেকে Recently Closed Tabs এ ক্লিক করলে পাওয়া যায়। এখানে সর্বশেষ ১০টি বন্ধ করা ট্যাব থাকে। চাইলে সর্বশেষ বন্ধ করা ট্যাবের স ংখ্যা বৃদ্ধি করা যায় নিজের ইচ্ছামত। এজন্য নতুন একটি ট্যাব নিয়ে এড্রেসবারে about:config লিখে এন্টার করে I’ll be careful, I promise! বাটনে ক্লিক করতে হবে। এবার Filter এ browser.sessionstore.max_tabs_undo লিখে Preference Name এ পাওয়া browser.sessionstore.max_tabs_undo এ দুইবার ক্লিক করে মান ৩০ লিখুন। এখন থেকে সর্বশেষ বন্ধ করা ৩০টি ট্যাব পাওয়া যাবে History>Recently Closed Tabs এ ক্লিক করলে।

ব্যাকআপ এবং রিস্টোর করুন ওয়েব ব্রাউজারের তথ্য

অপারেটিং সিস্টেম নতুন করে ইনস্টল বা রিইনস্টল করার কারনে বা অন্য কোন কারনে ওয়েব ব্রাউজারের বুকমার্ক, কুকিজ, পাসওয়ার্ড, হিস্টোরীসহ অনান্য সেটিংস যদি ব্যকআপ রাখা যেত এবং পরবর্তিতে আবার রিস্টোর করা যেত তাহলে মন্দ হতো না। ফ্যবব্যাকআপ সফটওয়্যার দ্বারা জনপ্রিয় সকল ব্রাউজারের তথ্যই ব্যাকআপ এবং রিস্টোর করা যাবে। উইন্ডোজের উপযোগী এই সফটওয়্যারটি ফায়ারফক্সের ২-৩.৫ সংস্করণ, ইন্টারনেট এক্সপ্লোরারের ৬-৮ সংস্করণ, গুগল ক্রোমের ১-৩ সংস্করণ, সাফারির ৩-৪ সংস্করণ এবং অপেরা ৯ সংস্করণ সমর্থন করে। মাত্র ১.৫ (৩.৫) মেগাবাইটের ফ্রিওয়্যার, পোর্টেবল এই সফটওয়্যারটি www.favbrowser.com/backup থেকে ডাউনলোড করতে পারেন। সফটওয়্যারটি দ্বারা সেফ এবং নন সেফ মুডে তথ্য ব্যাকআপ এবং রিস্টোর করা এবং রূপান্তর করা যাবে।

বহনযোগ্য গুগল ক্রোম

গুগল সার্চের মত জনপ্রিয় না হলেও এখন গুগল ক্রোম ওয়েব ব্রাউজারের ব্যবহারকারী কম নয়। গুগল ক্রোম ২.০ সংস্করণ গুগল ক্রোম সাইট থেকে ডাউনলোড করতে পারেন। কিন্তু আপনি ইনস্টলের ঝামেলা থেকে মুক্ত থাকতে চান তাহলে বহনযোগ্য গুগল ক্রোম ব্যবহার করতে পারেন। ইনস্টলের ঝামেলার জন্য পোর্টেবল বা বহনযোগ্য সফটওয়্যারের চাহিদা দিনে দিনে বাড়ছে। ১৫ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি ftp://ftp.hosteurope.de/mirror/stadt-bremerhaven.de/Chrome থেকে ডাউনলোড করতে পারেন।

স্প্লিটুইট দ্বারা একাধিক টুইটার নিয়ন্ত্রণ করা

দিনে দিনে আরো জনপ্রিয় হয়ে উঠছে মাইক্রো ব্লগিং টুইটার। অনেকেরই বিভিন্ন দরকারে একাধিক টুইটার একাউন্ট নিয়ে কাজ করতে হয়। তবে একটি ওয়েবসাইট থেকেই যদি একাধিক টুইটারে স্ট্যাটাস আপডেট করা বা নিয়ন্ত্রণ করা যেত তাহলে কেমন হতো! একাধিক টুইটার একাউন্ট নিয়ন্ত্রণ করার এমনই একটি ওয়েবসাইট হচ্ছে স্প্লিটুইট ডট কম। এই সাইট থেকে একইসাথে একই টুইট (স্ট্যাটাস) এক বা একাধিক টুইটারে আপডেট করা, স্ট্যাটাস দেখা, সরাসরি ম্যাসেজ দেখা বা পাঠানো যাবে। এজন্য www.splitweet.com সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করে লগইন করতে হবে। লগইনের পরে টুইটার একাউন্ট যুক্ত করতে ডানে twitter accounts লিংকে ক্লিক করে Manage your Twitter accounts এর Authenticate বাটনে ক্লিক করতে হবে। এবার যে টুইটার একাউন্ট যুক্ত করতে চান সেই টুইটারের ইউজার-পাসওয়ার্ড দিয়ে Sign in করে Allow বাটনে ক্লিক করুন, তাহলে উক্ত টুইটার একাউন্টটি যুক্ত হবে। এভাবে ইচ্ছামত আরো টুইটার একাউন্ট যুক্ত করা যাবে। পরবর্তী টুইটার একাউন্ট যুক্ত করতে হলে এ logout from Twitter এ ক্লিক করে আগের লগইন করা টুইটার থেকে লগ আউট করতে হবে।
এবার মূল পেজে ফিরে এসে টুইট টেক্স বক্সে টুইট (স্ট্যাটাস) লিখে ডানের টুইটার একাউন্টগুলো নির্বাচন করে Tweet it! বাটনে ক্লিক করেলে নির্বাচিত টুইটার একাউন্টগুলো টুইটটি আপডেট হবে। এছাড়াও Dashboard, Replies, Direct messages, Favorites, Brand mentions ট্যাবগুলোতে বিভিন্ন তথ্য পাওয়া যাবে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template