মোবাইলে দেখুন বাংলা ওয়েব সাইট

মোবাইলে Opera Mini চালু করুন। এড্রেস বারে about:config অথবা opera:config লিখে ওকে করুন। ৩ নং অপশনে Use bitmap fonts for complex scripts এ Yes সিলেক্ট করে একদম নিচে Save বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল ফোন বাংলা ওয়েব সাইট দেখার জন্য প্রস্তুত। এখানে উল্লেখ্য যে, ইউনিকোড পদ্ধতিতে তৈরী যেকোন বাংলা ওয়েবসাইট আপনি এখন মোবাইল থেকে দেখতে পাবেন। প্রকৃতপক্ষে ইউনিকোড ভিত্তিক লেখাগুলো image হিসেবে দেখা যাবে।


বাংলাতেই চ্যাট করুন

অনেকে অনেক ভাবে মন্তব্য করেছে আমি একটু ভিন্ন ভাবে আলোচনা করবো।আপনি চাইলে সরাসরী মেসেঞ্জারে বাংলা লিখে চ্যাট করতে পারেন।তার জন্য আপনাকে https://new.aol.com/freeaolweb/?promocode=814336&promocode2=805966&ncid=AOLAOF00020000000680 এই লিংক থেকে একটি আইডি তৈরি করতে হবে।আপনার আইডি তৈরি হলে এবার http://dashboard.aim.com/aim?icid=aolcom30ProdServAIM এই লিংক থেকে মেসেঞ্জার ইনষ্টল করুন।ইনষ্টল হলে এবার আপনি মেসেঞ্জারটি চালু করেন।আপনি যে আইডি বানিয়েছিলেন তা প্রবেশ করান পাশওয়ার্ড দিন।আপনার মেসেঞ্জারে কারো আইডি এ্যাড করুন।লক্ষ করবেন যার সাথে চ্যাট করবেন তাকেও একই মেসেঞ্জার ইনষ্টল করতে হবে।আপনার কম্পিউটারে যদি বাংলা লেখার কোন সফ্টয়্যার না থাকে তাহলে http://www.download.com/Avro-Keyboard-Standard-Edition/3000-2279_4-10808319.html?tag=lst-1&cdlPid=10808320 এই লিংক থেকে ইনষ্টল করুন।এবার ট্রাই করুন বাংলা লেখা সম্ভব হচ্ছে কিনা।



মুভি ফাইল,গান,ডকুমেন্ট,ইমেজ,মোবাইল রিংটোন কনভার্টার

media_convert আজ আপনাদের সামনে এমন একটি ওয়েব সাইটের কথা তুলে ধরব যা সত্যিই অসাধারণ।আমি নিজে পরখ না করে একথা বলছি না ,আশা করি আপনারাও উপক্বত হবেন।এই সাইটে আপনাকে কোন রেজিষ্ট্রেশন কিংবা কোন সফ্টওয়্যার ডাউনলোড করতে হবে না। অনলাইনে থেকেই ফাইল আপলোড অথবা ইউ আর এল পেষ্ট এর মাধ্যমে যে কোন ধরণের মুভি ফাইল,গান,ডকুমেন্ট,ইমেজ,ওপেন অফিস প্রেজেনটেশন,মোবাইল রিংটোন ইত্যাদি যে কোন ফরমেটে পরিবর্তন করা সম্ভব ।আর এই সেবাটাও বিনামূল্যে।তবে ফাইলের সর্বোচ্চ সাইজ 150 মেগাবাইট ।শুধু তাই নয়,আপনি ইচ্ছা করলে ওদের দেয়া লিংকটি আপনার বন্ধূদের দিতে পারেন,ফলে ওরাও ফাইলটি ডাউনলোড করতে পারে।সুতরাং আর দেরী না করে নিচের লিংকটি ক্লিক করূন:- http://media-convert.com/ আরো বিস্তারিত জানতে নিচের লিংকটি প্রেস করুন:- http://www.esogori.forum5.com


অসীম ধারণক্ষমতার ই-মেইল ঠিকানা
বিনামূল্যে ই-মেইল সেবার প্রতিযোগীতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছেই। চলছে কে কত বেশী সুবিধা ও যায়গা দিতে পারে। এর মধ্যে ইয়াহু! ১ গিগাবাইট, ইটমেইল ১ গিগাবাইট, জিমেইল ২.৮ গিগাবাইট, ইনবক্স ২ গিগাবাইট, মেইল নেশন ১০০০ গিগাবাইট যায়গা দিচ্ছে। কিন্তু রেডিফ মেইল সম্প্রতি অসীম জায়গার (আনলিমিটেড স্পেস) ঘোষণা দিয়েছে। http://www.rediff.com বা http://www.rediffmail.com থেকে বিনামূল্যে একাউন্ট খুলতে পারবেন। রেডিফ মেইলে অনান্য মেইল ঠিকানা যুক্ত করা (অন্য ঠিকানা থেকে মেইল করা), সয়ংক্রিয়ভাবে মেইল ঠিকানা সেভ করা, ইমেইল ঠিকানা ব্লক করা, ভ্যাকেশন রিসপন্স, মেইল সর্টিং, সাক্ষর যুক্ত করা, অনান্য ই-মেইলের মেইল পড়া, পপ৩ মেইল একসেস করা যাবে। মজার বিষয় হচ্ছে রেডিফ মেইলে ইংরেজী সহ হিন্দি, মারাতি, তামিল, তেলুগু, আসামীজ, বাংলা, গুজরাটি, কান্নাডা, মালায়ালাম, ওড়িয়া এবং পাঞ্জাবী ভাষাতে মেইল ব্যবহার করা যাবে। এছাড়াও ওয়েব সাচিংসহ অনেক সুবিধা রয়েছে।


বাংলাতে উইন্ডোজ এক্সপি
কম্পিউটার ব্যবহার করেন অথচ উইন্ডোজের নাম শোনেননি এমন লোক পাওয়া যাবে না। জনপ্রিয় অপারেটিং সিস্টেমের মধ্যে মাইক্রোসফটের উইন্ডোজ সবচেয়ে এগিয়ে। বাজরের মাইক্রোসফটের পণ্যের এতটাই চাহিদা যে একচেটিয়া বাজারের জন্য তাদেরকে বেশ কয়েকবার জরিমানা দিতে হয়। লিনাক্সের মত উইন্ডোজ কিন্তু উম্মুক্ত নয় তার পরেও সহজ এবং জনপ্রিয় এই অপারেটিং সিস্টেমটা বাংলাতে হোক এটা আমাদের সকলেরই চাওয়া। আমরাতো উইন্ডোজের পাইরেসি কপি ব্যবহার করে থাকি আর উম্মুক্ত এবং ফ্রি না হওয়াতে বাংলাতে উইন্ডোজ পাওয়ার সম্ভাবনাটা খুব কম। তারপরেও হঠাৎই বিসিএস কম্পিউটার সিটিতে আমার সামনে পেলাম উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ এর বাংলা ভার্সন। দামে সস্তা (৪০ টাকা) সিডিটা কিনে ইনষ্টল করে সত্যিই অবাক হয়। আমরা মাতৃভাষাতে এক্সপির সকল কিছু দেখা যাচ্ছে। অনেক দিনের অভ্যাস এবং পরিচিত শব্দগুলো বাংলাতে দেখে অনেক কিছুই বোঝা যায়নি প্রথম প্রথম। তবে সবকিছূ মিলিয়ে উইন্ডোজ এক্সপির বাংলা ভার্সন খুবই ভাল লেগেছে।

এটা আসলে বাংলা ভার্সন নয়। উইন্ডোজ এক্সপিতে বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাকেজ ইনষ্টল করলে সবকিছূ বাংলাতে হবে যা আগে অনান্য ভাষাতে করা গেলেও বাংলাতে যেত না। উইন্ডোজ ইনষ্টল করার পরে ইনষ্টল করা ড্রাইভে ActiveVision নামের ফোল্ডারে LIPSetup ফাইলটি ইনষ্টল করে কম্পিউটার পুনরায় চালু করলে সবকিছুই বাংলাতে পাওয়া যাবে। মাইক্রোসফটের এই বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাকটি আমাদের ব্যবহার উপযোগী করেছে এরিষ্টিক মোশন এর মার্কেটিং করেছে ব্রাদার্স কম্পিউটার্স।



এডোবি ফ্লাশ প্লেয়ারে চলবে এইচডি ভিডিও
ম্যাক্রোমিডিয়াকে কিনে নিয়ে ফ্লাশের বেশ উন্নতি করেছে এডোবি। এডোবি ফ্লাশ প্লেয়ার সমপ্রতি আপগ্রেড করে নাম দেওয়া হয়েছে মুভিস্টার। এই ফ্লাশ প্লেয়ারে রয়েছে এইচ.২৬৪ ভিডিও ইনকোডার এবং অডিও ইনকোডার (হাই ইফিসিয়েন্সি এ্যডভান্স অডিও কোডিং) প্রযুক্তি ফলে ফ্লাশ ফাইল চলার পাশাপাশি এইচডি ডিভিডি এবং ব্লু-রে প্লেয়ার হিসাবেও কাজ করবে। এছাড়াও এডোবি প্রিমিয়ার প্রো এবং এডোবি আফটার ইফেক্টস সফটওয়্যার এতে সমর্থন করবে। বর্তমানে এই প্লেয়ারের বিটা ভার্সন অনলাইন (http://labs.adobe.com/) থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে এবং এ বছরের শেষের দিকে পূর্ণাঙ্গ সংস্করণ বাজারে আসবে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template