ফ্ল্যাশ ডিস্ক থেকে উইন্ডোজ ইনস্টল করুন

জনপ্রিয় অপারেটিং সিস্টেম মাইক্রোসফটের উইন্ডোজ সাধারণত সিডি/ডিভিডি থেকে ইনস্টল করা হয়। তবে সিডি/ডিভিডি রম নষ্ট থাকলে বা সিডি/ডিভিডি রম না থাকলে উইন্ডোজ ইনস্টল করার ক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। সে ক্ষেত্রে ইউএসবি ডিভাইস (ফ্লাশ ডিক্স, মেমোরি কার্ড ইত্যাদি) দ্বারাও উইন্ডোজ ইনস্টল করা যায়। এ জন্য ফ্লাশ ডিক্সটিকে বুটেবল উইন্ডোজ বানাতে হবে। ফ্লাশ ডিক্সটিকে বুটেবল উইন্ডোজ বানাতে প্রয়োজন হবে উইন্ডোজের সিডি/ডিভিডি, ৪ গিগাবাইটের মতো ফ্লাশ ডিক্স ও উইনটুফ্লাশ সফটওয়্যার। এতে উইন্ডোজ এক্সপি, ভিসতা ও উইন্ডোজ৭ সমর্থন করে। ৭ মেগাবাইটের মতো ফ্রিওয়্যার, বহনযোগ্য উইনটুফ্লাশ সফটওয়্যারটি www.wintoflash.com থেকে নামিয়ে নিয়ে আনজিপ করুন। এবার উইনটুফ্লাশ সফটওয়্যারটি চালু করুন। এখন WintoFlash Wizard থেকে Windows File Path-এ হার্ডডিক্সে থাকা উইন্ডোজের ফোল্ডার অথবা সিডি/ডিভিডি ড্রাইভ ব্রাউজ করতে হবে এবং USB Device-এ ব্রাউজ করে কম্পিউটারে সংযুক্ত ফ্লাশ ডিক্স নির্বাচন করতে হবে। এবার Next বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে ইউএসবি ডিক্সটি বুটবেল হিসাবে তৈরি হবে।
ইউএসবি ডিভাইস থেকে কম্পিউটার বুট করতে বায়োসের ফাস্ট বুট হিসেবে ইউএসবি সেট করে সেভ করে রি-স্টার্ট করতে হবে। এরপর ইউএসবি থেকে বুট হলে প্রথমে 1st, text mode setup (Boot from flash again after finished) নির্বাচন করে সেটআপ করুন এবং উইন্ডোজের ফাইল কপি হওয়ার পরে কম্পিউটার রি-স্টার্ট হবে, এরপর 2nd, GUI mode setup, continue setup + 1st start of Windows নির্বাচন করে সেটআপ সমাপ্ত করুন।

ফ্ল্যাশ ডিস্ক থেকে উইন্ডোজ ইনস্টল করুন

জনপ্রিয় অপারেটিং সিস্টেম মাইক্রোসফটের উইন্ডোজ সাধারণত সিডি/ডিভিডি থেকে ইনস্টল করা হয়। তবে সিডি/ডিভিডি রম নষ্ট থাকলে বা সিডি/ডিভিডি রম না থাকলে উইন্ডোজ ইনস্টল করার ক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। সে ক্ষেত্রে ইউএসবি ডিভাইস (ফ্লাশ ডিক্স, মেমোরি কার্ড ইত্যাদি) দ্বারাও উইন্ডোজ ইনস্টল করা যায়। এ জন্য ফ্লাশ ডিক্সটিকে বুটেবল উইন্ডোজ বানাতে হবে। ফ্লাশ ডিক্সটিকে বুটেবল উইন্ডোজ বানাতে প্রয়োজন হবে উইন্ডোজের সিডি/ডিভিডি, ৪ গিগাবাইটের মতো ফ্লাশ ডিক্স ও উইনটুফ্লাশ সফটওয়্যার। এতে উইন্ডোজ এক্সপি, ভিসতা ও উইন্ডোজ৭ সমর্থন করে। ৭ মেগাবাইটের মতো ফ্রিওয়্যার, বহনযোগ্য উইনটুফ্লাশ সফটওয়্যারটি www.wintoflash.com থেকে নামিয়ে নিয়ে আনজিপ করুন। এবার উইনটুফ্লাশ সফটওয়্যারটি চালু করুন। এখন WintoFlash Wizard থেকে Windows File Path-এ হার্ডডিক্সে থাকা উইন্ডোজের ফোল্ডার অথবা সিডি/ডিভিডি ড্রাইভ ব্রাউজ করতে হবে এবং USB Device-এ ব্রাউজ করে কম্পিউটারে সংযুক্ত ফ্লাশ ডিক্স নির্বাচন করতে হবে। এবার Next বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে ইউএসবি ডিক্সটি বুটবেল হিসাবে তৈরি হবে।
ইউএসবি ডিভাইস থেকে কম্পিউটার বুট করতে বায়োসের ফাস্ট বুট হিসেবে ইউএসবি সেট করে সেভ করে রি-স্টার্ট করতে হবে। এরপর ইউএসবি থেকে বুট হলে প্রথমে 1st, text mode setup (Boot from flash again after finished) নির্বাচন করে সেটআপ করুন এবং উইন্ডোজের ফাইল কপি হওয়ার পরে কম্পিউটার রি-স্টার্ট হবে, এরপর 2nd, GUI mode setup, continue setup + 1st start of Windows নির্বাচন করে সেটআপ সমাপ্ত করুন।

ওয়েবে এসএমএস পাওয়ার সুযোগ

ঈদে বন্ধু বা প্রিয়জনকে এসএমএস পাঠিয়ে শুভেচ্ছা জানাতে এসএমএস সংগ্রহ নিয়ে প্রকাশিত হয়েছে www.DevilHunter.Net ওয়েবসাইট। সাইটটিতে রয়েছে বিষয়ভিত্তিক কয়েক হাজার এসএমএস।

ওয়েবে এসএমএস পাওয়ার সুযোগ

ঈদে বন্ধু বা প্রিয়জনকে এসএমএস পাঠিয়ে শুভেচ্ছা জানাতে এসএমএস সংগ্রহ নিয়ে প্রকাশিত হয়েছে www.DevilHunter.Net ওয়েবসাইট। সাইটটিতে রয়েছে বিষয়ভিত্তিক কয়েক হাজার এসএমএস।

স্টোরেজ ডিভাইস নিয়ন্ত্রণ করুন

নানা কারণে কম্পিউটারে তথ্য সংরক্ষণের যন্ত্রাংশের (স্টোরেজ ডিভাইস) ব্যবহার নিয়ন্ত্রণ করতে হয়। আপনি চাইলে আপনার কম্পিউটারের স্টোরেজ ডিভাইসে যাতে অন্য কেউ কিছু রাখতে না পারে (রাইট প্রটেক্টড), সে ব্যবস্থা করতে পারেন।
এ জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Start/All programme/accessories/notepad-এ গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেতটি হুবহু লিখুন:
Windows Registry Editor Version 5.00 [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000001
নোটপ্যাডে এই সংকেত লেখা ফাইলটি disablestoragedevice.reg নামে সংরক্ষণ করুন। খেয়াল করুন disablestoragedevice নামে একটি রেজিস্ট্রি ফাইল তৈরি হয়েছে। এই ফাইল দুটি ক্লিক করলেই স্টোরেজ ডিভাইস রাইট প্রটেক্টেড হয়ে যাবে। রাইট প্রটেক্টেড বন্ধ করতে একই নিয়মে নোটপ্যাডে নিচের সংকেত লিখুন:
Windows Registry Editor Version 5.00 [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000000
এ ফাইলটি enblestoragedevice.reg নামে সংরক্ষণ করুন। তৈরিকৃত enablestoragedevice রেজিস্ট্রি ফাইলে দুটি ক্লিক দিলেই রাইট প্রটেক্ট বন্ধ হয়ে যাবে।

স্টোরেজ ডিভাইস নিয়ন্ত্রণ করুন

নানা কারণে কম্পিউটারে তথ্য সংরক্ষণের যন্ত্রাংশের (স্টোরেজ ডিভাইস) ব্যবহার নিয়ন্ত্রণ করতে হয়। আপনি চাইলে আপনার কম্পিউটারের স্টোরেজ ডিভাইসে যাতে অন্য কেউ কিছু রাখতে না পারে (রাইট প্রটেক্টড), সে ব্যবস্থা করতে পারেন।
এ জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Start/All programme/accessories/notepad-এ গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেতটি হুবহু লিখুন:
Windows Registry Editor Version 5.00 [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000001
নোটপ্যাডে এই সংকেত লেখা ফাইলটি disablestoragedevice.reg নামে সংরক্ষণ করুন। খেয়াল করুন disablestoragedevice নামে একটি রেজিস্ট্রি ফাইল তৈরি হয়েছে। এই ফাইল দুটি ক্লিক করলেই স্টোরেজ ডিভাইস রাইট প্রটেক্টেড হয়ে যাবে। রাইট প্রটেক্টেড বন্ধ করতে একই নিয়মে নোটপ্যাডে নিচের সংকেত লিখুন:
Windows Registry Editor Version 5.00 [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000000
এ ফাইলটি enblestoragedevice.reg নামে সংরক্ষণ করুন। তৈরিকৃত enablestoragedevice রেজিস্ট্রি ফাইলে দুটি ক্লিক দিলেই রাইট প্রটেক্ট বন্ধ হয়ে যাবে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template