স্টোরেজ ডিভাইস নিয়ন্ত্রণ করুন

নানা কারণে কম্পিউটারে তথ্য সংরক্ষণের যন্ত্রাংশের (স্টোরেজ ডিভাইস) ব্যবহার নিয়ন্ত্রণ করতে হয়। আপনি চাইলে আপনার কম্পিউটারের স্টোরেজ ডিভাইসে যাতে অন্য কেউ কিছু রাখতে না পারে (রাইট প্রটেক্টড), সে ব্যবস্থা করতে পারেন।
এ জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Start/All programme/accessories/notepad-এ গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেতটি হুবহু লিখুন:
Windows Registry Editor Version 5.00 [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000001
নোটপ্যাডে এই সংকেত লেখা ফাইলটি disablestoragedevice.reg নামে সংরক্ষণ করুন। খেয়াল করুন disablestoragedevice নামে একটি রেজিস্ট্রি ফাইল তৈরি হয়েছে। এই ফাইল দুটি ক্লিক করলেই স্টোরেজ ডিভাইস রাইট প্রটেক্টেড হয়ে যাবে। রাইট প্রটেক্টেড বন্ধ করতে একই নিয়মে নোটপ্যাডে নিচের সংকেত লিখুন:
Windows Registry Editor Version 5.00 [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000000
এ ফাইলটি enblestoragedevice.reg নামে সংরক্ষণ করুন। তৈরিকৃত enablestoragedevice রেজিস্ট্রি ফাইলে দুটি ক্লিক দিলেই রাইট প্রটেক্ট বন্ধ হয়ে যাবে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template