আপনার ফাইল একসাথে ৯টি সার্ভারে আপলোড করুন!!

ইন্টারনেটে ফাইল শেয়ার করার জনপ্রিয় সাইটগুলো হল, Rapidshare, Megaupload, Mediafire, Depositfiles, Hotfile, Badongo, Zshare, 2shared ইত্যাদি। বিভিন্ন সময় ফাইল শেয়ার করার জন্য আমরা এই সাইটগুলো ব্যবহার করি। তবে এইসব সাইটগুলো বিনামূল্যে ব্যবহার করতে গেলে বিভিন্ন সাইটে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। তাই সবার পক্ষে সব সাইট থেকে ডাউনলোড করা সম্ভব হয় না। ফলে দেখা যায় আপনি কোন একটা ফাইল শেয়ার করলেন কিন্তু অনেকে ডাউনলোড করতে পারে আবার অনেকে পারে না। এই সমস্যা সমাধানের জন্য আমরা অনেক সময় একই ফাইল বিভিন্ন সাইটে আপলোড করি। একাধিক সাইটে আপলোড করার ঝামেলা প্রচুর। ব্যান্ডউইথ খরচ, সময় নষ্ট ইত্যাদি ইত্যাদি। একাধিক সাইটে আপলোডের এই ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন একটা সাইটের সেবা নিয়ে। সাইটটি হল Multiupload। এই সাইটে কোন ফাইল আপনি আপলোড করলে তা মুল সাইট সহ উপরোল্লিখিত ৮টা সাইটে সয়ংক্রিয়ভাবে আপলোড হয়ে যাবে। ফলে একবারেই আপনি পেয়ে যাবেন ৯টি সাইটের ডাউনলোড লিংক! এর ফলে যার যেখান থেকে খুশি ফাইল ডাউনলোড করতে পারবে। আশা করি সাইটটি আপনাদের উপকারে আসবে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template