টাস্কবার থেকে ঘড়ি মুছে ফেলা

উইন্ডোজের ঘড়িটি টাস্কবারের যথোপযুক্ত জায়গায় দেওয়া হয়েছে। সাধারণত এটি কোন অসুবিধা করে না। বরং এটি বেশ কাজের। তারপরেও আপনি ইচ্ছে করলে বা মজা করার জন্য এ ঘড়িটিকে মুছে ফেলতে পারেন। এজন্য টাস্কবারের যে কোন খালি জায়গায় রাইট ক্লিক করে Properties ক্লিক করুন। প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে Taskbar ট্যাবে ক্লিক করুন। Notification area এর নিচে Show the clock অপশনটি আনচেক করে দিন। এবার OK বাটনে ক্লিক করুন। দেখবেন ঘড়ি মুছে গেছে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template