ওয়েলকাম সেন্টার নিষ্ক্রিয় করা

যখন উইন্ডোজ ভিসতা স্টার্ট করা হয়, তখন ওয়েলকাম সেন্টার উইন্ডো আবির্ভূত হয়। এতে থাকে একটি ফিচার লিস্ট, যা এক ক্লিকে তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যায়। এই ফিচারটি মূলত নতুন ভিসতা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত কার্যকর। এটি বিভিন্ন ভিসতা অ্যাপ্লিকেশন এবং অনলাইন সার্ভিস শর্টকাটের মাধ্যমে দ্রুত রান করানোর জন্য ব্যবহার হয়। নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করে ভিসতা ওয়েলকাম সেন্টারকে ডিজ্যাবল বা নিষ্ক্রিয় করা যেতে পারে :

* যদি সিস্টেমটি বর্তমানে অন থাকে, তাহলে রিস্টার্ট করুন।

* উইন্ডোজ ভিসতা স্টার্ট হবার পর ওয়েলকাম সেন্টার উইন্ডোর Run at startup চেকবক্সকে ডি-সিলেক্ট করুন। ভালোর জন্য এই ফিচারটি ডিজ্যাবল থাকলে ভালো। যদি আপনি আবার এই ফিচারটি ব্যবহার করতে চান, তাহলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করুন :

* Start বাটনে ক্লিক করে সিলেক্ট করুন এবং Control Panel-এ ক্লিক করুন।

* Control Panel-এ Welcome Center আইকনে ডবল ক্লিক করুন।

* এবার Run at startup চেকবক্স সিলেক্ট করুন।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template