বাংলা টাইপ করুন সফটওয়্যার ছাড়াই

কম্পিউটারে বাংলা টাইপ করার জন্য দুটি জিনিসের দরকার হয় - একটি হল বাংলা ফন্ট এবং অন্যটি হল সফটওয়্যার। ফন্টগুলোর আকার বেশ ছোট হয়, কাজেই এগুলো বহন করা কোন সমস্যা নয় - সাধারণ ফ্লপি ডিস্কেটে করেই এগুলো বহন করা যায় বা প্রয়োজনে চট করে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেওয়া যায়। কিন্তু সমস্যা হয় সফটওয়্যারগুলোর ক্ষেত্রে। এগুলোর আকার যথেষ্ট বড় হতে পারে। কাজেই ইন্টারনেটের স্পীড কম থাকলে এগুলো ডাউনলোড হতেও অনেক সময় নেয়। এখন আপনাকে যদি কখনও এমন কোন কম্পিউটার ব্যবহার করতে হয়, যেখানে শুধু বাংলা ফন্ট আছে কিন্তু কোন সফটওয়্যার নেই, তাহলে? চিন্তিত হওয়ার কিছু নেই - মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট সিম্বল অপশনটির মাধ্যমে কোন সফটওয়্যার ছাড়াই আপনি বাংলা লেখালেখির কাজ চালিয়ে যেতে পারবেন।

মনে করুন, আপনার কাছে সুতন্বী এম জে ফন্টটি আছে। কিন্তু এই ফন্টে বাংলা লেখার জন্য যে বিজয় কী-বোর্ড প্রয়োজন, সেটি নেই। এখন আপনি যদি বিজয় সফটওয়্যার ছাড়াই শুধুমাত্র সুতন্বী এম জে দ্বারা বাংলা টাইপ করতে চান, তাহলে প্রথমে আপনাকে এম এস ওয়ার্ডের মেনুবার থেকে Insert > Symbol এ ক্লিক করতে হবে। এরফলে যে উইন্ডোটি আসবে, সেখানকার Font ড্রপ ডাউন লিস্ট বক্স থেকে Sutonny MJ সিলেক্ট করতে হবে। এরফলে আপনি সুতন্বী এম জে ফন্টটির ক্যারেক্টার ম্যাপ দেখতে পাবেন। এবার আপনি যে বর্ণটি টাইপ করতে চান, সেই বর্ণটি সিলেক্ট করে Insert বাটনের উপর ক্লিক করুন অথবা বর্ণটির উপর ডাবল ক্লিক করুন। এখন আপনি যদি Close বাটনে ক্লিক করে এম আএস ওয়ার্ডের মূল উইন্ডোতে ফিরে যান, তাহলে দেখবেন যে আপনার ক্লিক করা বর্ণটি সেখানে টাইপ করা হয়ে গেছে। এই পদ্ধতি অনুসরণ করে আপনি বর্ণের পর বর্ণ, শব্দের পর শব্দ, এমনকি বাক্যের পর বাক্য টাইপ করে যেতে পারবেন কোন সফটওয়্যার ছাড়াই।

এই ক্যারেক্টার ম্যাপের একটা অসুবিধা হল, এতে বর্ণগুলো , বিজয় কী-বোর্ডের লে-আউটের পরিবর্তে অ্যসকি কোড অনুযায়ী সাজানো থাকে। তাই প্রথম প্রথম প্রয়োজনীয় বর্ণ খুঁজে পেতে একটু অসুবিধা হতে পারে। তবে কয়েক দিন ব্যবহার করলেই অভ্যাস হয়ে যাবে। আরেকটি ব্যাপার হল, উপরে আমি শুধু ইনসার্ট সিম্বল ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার কথা বলেছি। কিন্তু আপনি ইচ্ছে করলে অন্য যেকোন ওয়ার্ড প্রসেসরে যেমন ওয়ার্ডপ্যাডে বা নোটপ্যাডে বা অন্য যেকোন প্রোগ্রামে এই পদ্ধতি ব্যবহার করে বাংলা টাইপ করতে পারবেন। তবে এরজন্য আপনাকে ইনসার্ট সিম্বলের পরিবর্তে Start > All Programs > Accessories > System Tools > Character Map চালু করতে হবে। এবার যেসব বর্ণ আপনি টাইপ করতে চান, সেগুলো সিলেক্ট করে সিলেক্ট বাটনের উপর ক্লিক করুন অথবা সেসব বর্ণের উপর ডাবল ক্লিক করুন। এরফলে বর্ণগুলো Characters to copy টেক্সট বক্সে জমা হবে। এবার Copy বাটনে ক্লিক করলেই সেগুলো কপি হয়ে যাবে। এরপর ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাড যেখানে প্রয়োজন, সেখানে গিয়ে পেস্ট করে দিতে হবে। পদ্ধতিটা নিঃসন্দেহে চূড়ান্ত রকমের বিরক্তিকর। কিন্তু সফটওয়্যার না থাকলে এ ছাড়া আর উপায় কী!

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template