সরাসরি সিডি থেকে অপারেটিংসিস্টেম

হিরেন বুট একটি জনপ্রিয় লাইভ সিডি। মানে আলাদা করে ইনস্টলনা করে এই সিডি থেকে সরাসরি অপারেটিং সিস্টেমসহ নানা সফটওয়্যার চালানো যায়। হিরেন বুটের ৯.৯ সংস্করণে যুক্ত হয়েছে উইন্ডোজ মিনি। ফলে এক সিডি দিয়ে উইন্ডোজের প্রায় সব সমস্যার সমাধানের পাশাপাশি লাইভ এক্সপি অপারেটিং সিস্টেমও চালানো যাবে।
হিরেন বুটে ২৩টি শ্রেণীতে ২০০টির মতো প্রোগ্রাম রয়েছে। শ্রেণীগুলো হচ্ছে পার্টিশন (১৪টি), ব্যাপআপ (১৬টি), রিকভারি (১৫টি), টেস্টিং (নয়টি), র্যাম টেস্টিং, হার্ডডিস্ক ড্রাইভ (১৪টি), সিস্টেম ইনফরমেশন (১৬টি), এমবিআর (মাস্টার বুট রেকর্ড) ১০টি, বায়োস/সিমোস (আটটি), মাল্টিমিডিয়া (তিনটি), পাসওয়ার্ড (১৬টি), এনটিএফএস (পাঁচটি), ফাইল ম্যানেজার (১০টি), অন্যান্য (সাতটি), ডস (নয়টিরও বেশি), ক্লিনার্স (তিনটি), অপটিমাইজার (চারটি), নেটওয়ার্ক (পাঁচটি), প্রসেস (সাতটি), রেজিস্ট্রি (তিনটি), স্টার্টআপ (পাঁচটি) এবং অ্যান্টি ভাইরাস (নয়টি) প্রোগ্রাম। সিডিটিতে রাখার উপযোগী ১৯৪ মেগাবাইটের ১০.১ সংস্করণের আইএসও ফরম্যাটের ফাইলটি নামানো যাবে (ডাউনলোড) www.hirensbootcd.net ঠিকানার ওয়েবসাইট থেকে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template