মোবাইল টু মোবাইল/পিসি ভিডিও চ্যাটিং

অনেক দিন ধরে ভিডিও চ্যাট করার একটা সফটওয়্যার খুঁজছিলাম। আগে যা পেয়েছি সব ছিল Symbian V3 এর জন্য। এটা V3 এবং V2 উভয়ের জন্য। আমার Nokia N70 তে বেশ ভালই কাজ করল। যাদের নেটের লাইন আনলিমিটেড অথবা অনেক ডাটা হিসেবে নেয়া যেমন GP এর p2, p5, p6, একটেলের বা বাংলালিঙ্কের আনলিমিটেড নেট, তারা ব্যবহার করে দেখতে পারেন। বেশ সহজ এবং একদম ফ্রি! কম্পিউটার এবং মোবাইলের জন্য আলাদা সফটওয়্যার।

ব্যবহারবিধি:
মোবাইল টু মোবাইল ভিডিও চ্যাটিং:
* নিচের লিংক থেকে আপনার হ্যান্ডসেট অনুযায়ী IMIchat ডাউনলোড করে ইনস্টল করুন।
* যার সাথে ভিডিও চ্যাটিং করতে চান তাকেও একই কাজ করতে বলুন।
* এবার আপনি এবং আপনার বন্ধু IMIchat এ প্রবেশ করুন। ID বা Account খুলতে হবে না। AutoLogin হয়ে যাবে।
*এবার Phone Book এ গিয়ে আপনার বন্ধুর নম্বর Select করে কল করুন।
*আপনার বন্ধুকে বলুন কলটি রিসিভ করতে।

কম্পিউটার টু মোবাইল ভিডিও চ্যাটিং:
*Webcam On করে নিন।
* কম্পিউটারে IMIchat ইন্সটল করে নিন। এরপর প্রোগ্রাম চালিয়ে Registration করুন। বন্ধুর মোবাইল নম্বর International Format এ লিখে কল করুন।
যেমন: 8801711-XXXXXX

ব্যস হয়ে গেল!! এটি দিয়ে আপনি ভয়েস মেসেজ ও লিখেও চ্যাট করতে পারবেন। এই কলটি কিন্তু আপনাদের নেটের ডাটা ব্যবহার করে যাচ্ছে। কাজেই আপনার ব্যালেন্স কাটছে এমন ভয় পাবেন না। আরো বিস্তারিত দেখুন এখানে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template