এক্সপ্লোরার আটের কিছু শর্টকাট

কিবোর্ডের বোতাম চেপে ইন্টারনেট এক্সপ্লোরার ৮-এর দরকারি অনেক কাজ করা যায়।
আমরা কোনো সাইটে যেতে সাধারণত সম্পূর্ণ ঠিকানা লিখে থাকি। যেমন—দৈনিক প্রথম আলোর সাইটে যেতে www.prothom-alo.com লিখে এন্টার করতে হয়। তবে ঠিকানা লেখার অংশে (অ্যাড্রেসবার) prothom-alo লিখে Ctrl+Enter চাপলে প্রথমে www. এবং শেষে .com দেখাবে।
Ctrl+Shift+P চেপে যদি Inprivate Browsing Window এনে ওয়েবসাইটে গেলে পরে আর সেই ঠিকানা এক্সপ্লোরারে দেখা যাবে না। সব শেষে সাইট থেকে বের হওয়ার জন্য Alt+F4 দিতে হবে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template