নিরাপদ রাখুন মোবাইল ফোনের ভিডিও অডিও বা যেকোন তথ্য !!!

প্রথমে এখান থেকে FileExplorer.jar সফটওয়্যারটি ডাউনলোড করে মেমোরি কার্ডে কপি করে নিন। এরপর আপনার নোকিয়া ফোনের মেমোরি কার্ডটি বের করে কার্ড রিডার দিয়ে কমপিউটারের সাথে সংযুক্ত করুন। এবার ১টি ফোল্ডার তৈরী করুন। ফোল্ডার টিকে হাইড করুন। হিডেন ফোল্ডার দেখার জন্য Tool > Folder Options > View > Hidden files and folders > Show hidden files and folders। এর ঠিক নিচেই আছে Hide Extensions for known file types টিক মার্ক OK করে বের হয়ে আসুন। এরপর যা করতে হবে –

Ø মেমোরি কার্ডে হিডেন ফোল্ডারে আপনার ইচ্ছেমত ভিডিও অডিও বা যেকোন ফাইল কপি করুন।
Ø আপনার কপিকৃত ফাইল সিলেক্ট করে Rename করুন তবে প্রথমে নয় শেষে অথাৎ (.jpg / .bmp / .mp4 / .mp3 / .avi) ইত্যাদি extension এর পর লিখবেন .lck
Ø এবার মেমোরি কার্ডটি পুনরায় মোবাইলে প্রবেশ করান। দেখুন আপনার তৈরীকৃত ফোল্ডারটি দেখা যাচ্ছে না।

Ø ফোল্ডারটি দেখা File Explorer সফটওয়্যারটি ওপেন করুন।
Ø E:/ > Open > Yes > এভাবে ব্রাউজ করে আপনার হিডেন ফোল্ডারে যান। দেখবেন হিডেন ফোল্ডারটি হালকা নীল হয়ে আছে। এবার Option এ গিয়ে Hide / Unhide > Select করে বের হয়ে আসুন।
Ø দেখবেন হিডেন ফোল্ডারটি আর হালকা নীল হয়ে নেই তার মানে কাজ শেষ।
Ø এখন আপনি File Explorer সফটওয়্যারটি বন্ধ করে বরে আশুন।

আগের মত আপনার মিইজিক, ভিডিও, গেমস্ ফাইল ব্যবহার করুন। এত কিছু করার ১টাই কারন extension পর .lck না থাকলে তা মোবাইল Media Player এ ধরা পড়ে। তাই এত কিছু। এই কাজগুলো আপনারা File Explorer সফটওয়্যারটি দিয়ে করতে পারেন। ভালভাবে বোঝার জন্য এত কিছু করা। আমি Nokia 5130 XpressMusic দিয়ে এই File Explorer সফটওয়্যারটি ব্যবহার করছি। এর চেয়ে আরও ভাল কিছু জানলে জানাবেন।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template