ইউনিকোডভিত্তিক সমস্যার সমাধান

ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ওয়েবসাইট। এদের মধ্যে এখন আমাদের মাতৃভাষা বাংলাতেও রয়েছে অনেক ওয়েবসাইট। তবে বাংলায় তৈরী যেকোন ওয়েবসাইট দেখতে আমাদের প্রয়োজন পড়ে কম্পিউটারে ইউনিকোডভিত্তিক ফন্টের। পারসোনার কম্পিউটারে নাহয় ইন্সটল করা গেল। কিন্তু আমরা অনেক সময়ই সাইবার ক্যাফেতে বা বন্ধু-বান্ধবের বাসায় ইন্টারনেট ব্যবহার করি। এক্ষেত্রে সাইবার ক্যাফেতে ইউজারে লগ-ইন থাকায় ইউনিকোডভিত্তিক ফন্ট ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করা গেলেও তা কম্পিউটারে ইন্সটল করা বা ফন্ট ফোল্ডারে নেয়া যায় না। ফলস্বরূপ, আমাদেরকে ইউনিকোডের অভাবে বাংলায় তৈরীকৃত ওয়েবসাইট দেখা থেকে বিরত থাকতে হয়।


আপনাদের সবার জন্য এই সমস্যার সমাধান আমি দিচ্ছি। নিচে আপনি একটি ওয়েব অ্যাড্রেস পাবেন। সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিন Banglasavvy নামক সফটওয়্যারটি। আপনার কম্পিউটারে ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেলে আপনি তা রান করান। (পূনরায় কোন ইন্সটলের প্রয়োজন নেই) এবার আপনি আপনার টাস্কবারে দেখতে পাবেন হলুদ রঙের একটি গোল আইকন যু্ক্ত হয়েছে। এবার আপনি যেকোন বাংলা সাইট ওপেন করুন।

যতক্ষণ পর্যন্ত গোল আইকনটি টাস্কবারে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিন্তে ইউনিকোডভিত্তিক ওয়েব সাইট ব্রাউজ করতে পারবেন।

Please click here:www.omicronlab.com/tools/banglasavvy.html



(বিশেষ দ্রষ্টব্য: এই ছোট্ট সফটওয়্যারটি শুধুমাত্র উইন্ডোজ এক্সটি, ২০০০, ৯৮ এবং এনটি'র জন্য।)

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template