ইন্টারনেট এক্সপ্লোরার-৮-এর প্রয়োজনীয় কিছু শর্টকাট

আইকনে মাউস ক্লিক না করে কিবোর্ডের বাটন চেপে ইন্টারনেট এক্সপ্লোরার-৮-এর মাধ্যমে প্রয়োজনীয় কাজ করা যায়। এর জন্য নিম্নলিখিত শর্টকাট অবলম্বন করতে হয়। যেমন, Address Bar-এ যাওয়ার জন্য Alt+D দিতে হবে। সেখানে থেকে যদি সম্প্র্রতি ব্রাউজ করা কোনো ফাইল দেখার প্রয়োজন হয়, তাহলে Down Arrow চেপে প্রয়োজনীয় ফাইল খুঁজে Enter দিতে হবে। Search বক্সে যাওয়ার জন্য Ctrl+E চাপতে হবে। লেখা বড় করে দেখার জন্য Ctrl+; ছোট করে দেখার জন্য Ctrl- এবং পূর্বের অবস্থায় অর্থাত্ ১০০%-এ ফেরত আসার জন্য Ctrl+0 (শূন্য) চাপতে হবে। ব্রাউজ করা ওয়েবসাইট এক্সপ্লোরার থেকে মুছে ফেলার জন্য Ctrl+Shift+Delete; এবং ইন্টারনেট এক্সপ্লোরার থেকে বের হওয়ার জন্য Alt+F4 চাপতে হবে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template