পাসওয়ার্ড দিয়ে গেম প্রোটেক্ট করে রাখুন

কম্পিউটারে গেম খেলার নেশা শিশুদের তো রয়েছেই, এমনকি বড়দেরও আছে। বাসার কম্পিউটার হলে অন্যদের গেম খেলা থেকে রিবত রাখা বেশ কষ্টকর। কিন্তু আপনার অনুপস্থিতিতে কেউ যাতে গেমগুলো চালু করতে না পারে এবং চালু করতে গেলে পাসওয়ার্ড দরকার হয়, তাহলে কেমন হতো?
Game Protector সফটওয়্যার দ্বারা সহজেই যেকোনো গেমের মূল চালক ফাইল পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখা যাবে। ফলে গেমটি চালাতে গেলেই পাসওয়ার্ড চাইবে। এভাবে গেমের চালক ফাইল ছাড়াও অনান্য অ্যাপলিকেশনও পাসওয়ার্ড প্রোটেক্ট করা যাবে। পাসওয়ার্ড প্রোটেক্ট করলে অবশ্য একই ফোল্ডারে ওই অ্যাপলিকেশনের ব্যাকআপ তৈরি হয়। মাত্র ৩.৯৫ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যার www.gameprotector.com থেকে ডাউনলোড করা যাবে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template