গুগলের ওয়েবসাইটের ঠিকানা (ইউআরএল) ছোট করার সেবা

দীর্ঘ ওয়েবসাইটের ঠিকানা ছোট করার বিভিন্ন সাইট আছে। এবার এই সেবা দিচ্ছে গুগল। গুগল ফেডবার্নার থেকে টুয়িটারে পোস্ট করার সময় সয়ংক্রিয়ভাবে লিংক ছোট হিসাবে আপডেট হবে। কিন্তু গুগলের http://goo.gl/ এই সাইটে সরাসরি কোন ওয়েবাসাইট ছোট করার পদ্ধতি না থাকলেও http://gaigalas.net/lab/googl সাইট থেকে করা যাবে।
এছাড়াও ফায়ারফক্সে এ্যড-অন্সের মাধ্যমেও সাইটের ঠিকানা ছোট করা যায়। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/55308 থেকে এ্যাড-অন্স ইনস্টল করে View> Toolbars> Customize থেকে আইকন ড্রাগ করে পছন্দের বারে রাখুন। এখন কোন সাইট খুলে উক্ত বাটনে ক্লিক করলে শর্ট ইউআরএল ক্লিপ বোর্ডে চলে আসবে। এখন পেস্ট করলেই হবে।
আর এই প্লাগইনটি গুগল ক্রোমের এক্সটেনশন হিসাবে পাবেন https://chrome.google.com/extensions/detail/iblijlcdoidgdpfknkckljiocdbnlagk এখানে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template