উবুন্টুতে এক্সএএমপিপি ইনস্টল

ডেস্কটপ কম্পিউটারকে ওয়েবসাইট রক্ষণবেক্ষণের সার্ভার হিসেবে রূপান্তর করা যায়। মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুতে এ কাজটি করতে এক্সএএমপিপি ফাইল ইনস্টল করে নিতে হবে।
ইন্টারনেট থেকে এক্সএএমপিপি ফাইলটা যেখানে নামানো হয়েছে।সেখান থেকে ফাইলটা /opt ফোল্ডারে এক্সট্রাক্ট করতে হবে। ফাইলটি ডেস্কটপে থাকলে টারমিনাল খুলে cd Desktop নির্দেশলিখুন। এর পরের ধাপগুলো সম্পন্ন করতে ব্যবহারকারীকে সুপার ইউজার মোডে কাজ করতে হবে।
সুপার ইউজার মোড চালু করতে টারমিনালে sudo -s লিখলে এবং tar xvfz xampp-linux-1.7.2.tar.gz -C /opt নির্দেশটি ব্যবহার করলে /opt ফোল্ডারে ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এবার এক্সএএমপিপি চালু করতে টারমিনালে /opt/lampp/lampp start নির্দেশ লিখুন। এবার /htdocs ফোল্ডারের পারমিশন পরিবর্তন করতে chown YOUR_USER_NAME -R /opt/lampp/htdocs
নির্দেশব্যবহার করুন। এক্সএএমপিপি চালু ও বন্ধ করতে এটও ব্যবহার করতে চাইলে টারমিনালে sudo gedit ~/.local/share/applications/xampp-control-panel.desktop নির্দেশ লিখুন। এবার একটি ফাঁকা ফাইল খুলবে। যদি আগে থেকে কিছু লেখা থাকে তবে সবটুকু মুছে নিচের অংশটি পেস্ট করতে হবে—
[Desktop Entry]
Comment=Start and Stop XAMPP
Name=XAMPP Control Panel
Exec=gksudo python /opt/lampp/share/xampp-control-panel/xampp-control-panel.py
Icon[en]=/usr/share/icons/Humanity/devices/24/network-wired.svg
Encoding=UTF-8
Terminal=false
Name[en]=XAMPP Control Panel
Comment[en]=Start and Stop XAMPP
Type=Application
Icon=/usr/share/icons/Humanity/devices/24/network-wired.svg
এক্সএএমপিপির একটি আইকন নামানো যাবে ইন্টারনেট থেকে। এজন্য xampp লিখে গুগল বা ইয়াহুতে সার্চ করতে হবে।আইকনটি নামিয়ে /usr/share/icons/ Humanity/devices/24/ ফোল্ডারে পেস্ট করে Icon[en_CA]=/usr/share/icons/ Humanity/ devices/24/network-wired.svg লাইনটি পরিবর্তন করে Icon[en_CA]=/usr/share/icons/ Humanity/ devices/24/xampp-logo.png করে দেওয়া যেতে পারে। ফাইলটি সেইভ করে বন্ধ করে দেওয়ার পর Applications >> Others মেনু থেকে xampp Control Panel চালু করা যাবে। —নাসির খান

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template