এক্সপির বুট স্ক্রিন ডিজেবল করুন

উইন্ডোজ রান করার সময় আমরা যে বুট স্ক্রিন দেখি, আপনি ইচ্ছে করলে সেই বুট স্ক্রিনকেও ডিজেবল করতে পারেন। ফলে উইন্ডোজ চালু হওয়ার সময় বুট স্ক্রিন প্রদর্শন হবে না। অবশ্য এতে কোন প্রকার সমস্যাও হবে না। বুট স্ক্রিন ডিজেবল করতে আপনি প্রথমে Win Key+R বা Start মেনু থেকে Run এ ক্লিক করুন। এরপর লিখুন msconfig এবং লক্ষ্য করুন স্ক্রিনে System Configuration Utility প্রদর্শিত হবে।

এখন boot.ini এ ক্লিক করুন এবং /NOGUIBOOT বাটনে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিন। Apply -> OK করে চলে আসুন। OK করার পর রিস্টার্ট চাইবে। রিস্টার্ট দিন আর দেখুন আপনার বুট স্ক্রিন উধাও হয়ে গেছে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template