গাড়ী কেনার আগে ও পরে-১

গাড়ী বা যানবাহন আমাদের দৈনন্দিন জীবনে দিন দিন অপরিহার্য্য হয়ে উঠেছে। একটু বাড়তি পরিশ্রম করে অথবা ব্যাংক লোন নিয়ে একটা স্বপ্নের বাহনের মালিক হওয়া আজকাল কোন ব্যাপারই না। কিন্তু অনেকেই আমরা গাড়ী কেনার আগে কোন চিন্তা-ভাবনা করিনা। ঝোকের বশে কেনার পর একের পর এক খরচের তোড়ে বিরক্ত হয়ে বিক্রির চিন্তাটাও করে ফেলি! অথচ কেনার আগে কয়েকটি বিষয়ে নিশ্চিত হয়ে কিনলে পরে আর বিপদে পড়তে হবেনা।
* যখন কনফার্ম হব যে, আমার বাজেট এত, এবং আমি এর ভিতর একটি গাড়ী কিনব। তখন দুটি ব্যাপার সামনে আসবেঃ (ক) আমার বাজেট কত? (খ) এই বাজেটে নতুন বা সেকেন্ডহ্যান্ড কোনটা কেনা যাবে?
যদি বাজেট যথেষ্ঠ হয়, এবং নতুন গাড়ী কেনার মত হয়, তবে আপনি আপনার পছন্দমত ব্র্যান্ড নিউ অথবা রি-কন্ডিশন গাড়ী যে কোনও নির্ভরযোগ্য শো রুম থেকে কিনতে পারবেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template