পছন্দের ওয়েবসাইটগুলো রাখুন গুগল বুকমার্কে

আমার সাধারণত পছন্দের ওয়েবসাইটগুলো ব্রাউজারের বুকমার্কে (ফেভারিটে) রাখি। বিশেষ করে প্রয়োজনীয় এবং বেশী ব্যবহার করা হয় এমন এবং বড় ওয়েব লিংক। কিন্তু নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল করলে বুকমার্কের তথ্য হারিয়ে যায় বা ভিন্ন ভিন্ন ব্রাউজার ব্যবহার করলে সুবিধা পাওয়া যায় না। এছাড়াও ক্যাফে, বন্ধুর বাসার বা অন্য কারো কম্পিউটার ব্যবহার আপনার নিজের কম্পিউটারের বুকর্মাকের সুবিধা পাবেন না। আর আপনার কম্পিউটার অন্য কেউ ব্যবহার করলে আপনার গুরুত্বপূর্ণ বুকমার্কগুলো তার কাছে আর গোপন থাকবে না। এসব সমস্যার সমাধানে আপনি অনলাইনে বুকমার্ক করে রাখতে পারেন আপনার পছন্দের ওয়েবসাইট বা ওয়েব লিংকগুলো। বিভিন্ন অনলাইন বুকমার্কের ওয়েবসাইট আছে তবে গুগল বুকর্মাক বেশ সুবিধাজনক। অন্তত যারা জিমেইল ব্যবহার করেন তাদের জন্য নতুন করে লগইন করার প্রয়োজন হয় না। আপনার ব্রাউজারে যদি গুগল টুলবার ইনষ্টল করা থাকে তাহলে গুগলে লগইন করে বুকমার্ক বাটন থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও বুকমার্কের ওয়েবসাইট www.google.com/bookmarks থেকেও বুকমার্ক যোগ করা, মুছে ফেলা বা সম্পাদনা করতে পারবেন। এজন্য অবশ্য আপনার গুগল একাউন্ট থাকতে হবে এবং একাউন্টে লগইন করে আপনি এই সুবিধা পাবেন।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template