মাইক্রোসফট অফিসে চলবে ওপেন অফিসের ফাইল

লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমে অফিস প্রোগ্রাম হিসাবে ব্যবহার করা হয় ওপেন অফিস। উন্মুক্ত এবং বিনামূল্যের এই ওপেন অফিস পাওয়া যায় www.openoffice.org এবং বহনযোগ্য সংস্করণ পাওয়া যায় www.portableapps.com এখানে।
ওপেন অফিসে মাইক্রোসফট অফিসের ফাইল সমর্থন করলেও ওপেন অফিসের ফাইলগুলো (.odf) মাইক্রোসফট অফিসে সমর্থন করে না। তবে একটি প্লাগইন ব্যবহার করলেই ওপেন অফিসের ফাইলগুলো যেমন মাইক্রোসফট অফিসে চলবে তেমনই মাইক্রোসফট অফিস থেকে ওপেন অফিসের ফরম্যাটে ফাইলগুলো সংরক্ষণ করা যাবে। প্লাগইনটি www.sun.com/software/star/odf_plugin/get.jsp থেকে ফ্রি রেজিস্ট্রেশন করে ডাউনলোড করা যাবে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template