মিডিয়া প্লেয়ার সবার কাছেই পরিচিত একটা নাম। নতুন করে পরিচয় দেয়ার মত কিছু নাই। আমরা এ ও জানি সব মিডিয়া প্লেয়ারে সব কিছু চলে না। তাই বাধ্য হয়ে আমাদের কে এই প্লেয়ার ঐ প্লেয়ার কত রকমের প্লেয়ার যে ব্যবহার করতে হয়। এই যন্ত্রণা থেকে কি মুক্তি পাওয়া সম্ভব? অবশ্যঅই সম্ভব কেন সম্ভব নয়। যদি আপনার কাছে থাকে অল ইন ওয়ান। মানে এক প্লেয়ার এ সবকিছু চলে এমন কিছু যদি আপনার কাছে থাকে। সব কিছু চলে এমন প্লেয়ার অনেক আছে তার মধ্যে অন্যতম হল ALShow নামের এই মিডিয়া প্লেয়ারটি। অসাধারণ এই প্লেয়ারটি আপনারা পাবেন সম্পূর্ণ ফ্রী তে। এখন বলি এই প্লেয়ারটিতে আপনি কি কি চালাতে পারবেন। অবিশ্বাস্য হলে ও সত্যি এই প্লেয়ারটি ৩০টির ও বেশি ফরম্যাট সাপোর্ট করে। Dvd, vcd, mp3, 3GP, ASF, ASX, DAT, DivX, FLV, IFO, M4A, M4V, MKA, MKV, MOV, MP4, MPA, MPE, MPEG, MPG, OGM, SMI, SMIL, SUB, TP, VOB, WM, WMP, WMV, WVX ইত্যাদি। শুধু কোডেক গুলি ডাউনলোড করে নিতে হবে। ALShow ডাউনলোড করার পরে কোডেক গুলি পেয়ে যাবেন। তো আর দেরি কেন সব কিছু বাদ দিয়ে নির্ভাবনায় ব্যবহার করুন এই ALShow মিডিয়া প্লেয়ারটি। আমি ব্যবহার করে খুব মজা পেয়েছি। আশা করি আপনারা ও পাবেন। ডাউনলোড করবেন এই লিংক থেকে অথবা এই লিংক থেকে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন