অপ্রয়োজনীয় সফটওয়্যার বাদ দিন

কখনো কখনো কম্পিউটারে ইনস্টল করা কোনো সফটওয়্যার ডিলিট বা আন-ইনস্টল করার পরও তা Add\Remove তালিকায় থেকে যায়। কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার অথবা প্রোগ্রাম ব্যবহারকারী ভুলবশত আন-ইনস্টল না করে সরাসরি ডিলিট করলে সাধারণত এ সমস্যা দেখা দেয়। প্রায় প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারীকেই মাঝেমধ্যে এ ধরনের সমস্যার মুখোমুখি হতে দেখা যায়। এ সমস্যার একটি কার্যকর সমাধানের জন্য ব্যবহারকারীকে উইন্ডোজের রেজিস্ট্রি ফাইলটি সম্পাদনা করতে হবে। এ জন্য শুরুতে Start>Run-এ যেতে হবে। এবার, ডায়ালগ বক্সে Tugedit কথাটি লিখতে হবে। এরপর HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\ Microsoft\windows\current version\uninstall অংশে চলে যেতে হবে। এখন, এখান থেকে যে সফটওয়্যারগুলোকে ব্যবহারকারী ইতিমধ্যে আন-ইনস্টল বা ডিলিট করে ফেলেছেন, তা ওই তালিকা থেকে নির্বাচন করে মুছে ফেলতে হবে। এখন রেজিস্ট্রি এডিটরটি বন্ধ করে বেরিয়ে আসতে হবে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template