ব্যাকআপ এবং রিস্টোর করুন ওয়েব ব্রাউজারের তথ্য

অপারেটিং সিস্টেম নতুন করে ইনস্টল বা রিইনস্টল করার কারনে বা অন্য কোন কারনে ওয়েব ব্রাউজারের বুকমার্ক, কুকিজ, পাসওয়ার্ড, হিস্টোরীসহ অনান্য সেটিংস যদি ব্যকআপ রাখা যেত এবং পরবর্তিতে আবার রিস্টোর করা যেত তাহলে মন্দ হতো না। ফ্যবব্যাকআপ সফটওয়্যার দ্বারা জনপ্রিয় সকল ব্রাউজারের তথ্যই ব্যাকআপ এবং রিস্টোর করা যাবে। উইন্ডোজের উপযোগী এই সফটওয়্যারটি ফায়ারফক্সের ২-৩.৫ সংস্করণ, ইন্টারনেট এক্সপ্লোরারের ৬-৮ সংস্করণ, গুগল ক্রোমের ১-৩ সংস্করণ, সাফারির ৩-৪ সংস্করণ এবং অপেরা ৯ সংস্করণ সমর্থন করে। মাত্র ১.৫ (৩.৫) মেগাবাইটের ফ্রিওয়্যার, পোর্টেবল এই সফটওয়্যারটি www.favbrowser.com/backup থেকে ডাউনলোড করতে পারেন। সফটওয়্যারটি দ্বারা সেফ এবং নন সেফ মুডে তথ্য ব্যাকআপ এবং রিস্টোর করা এবং রূপান্তর করা যাবে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template