উইন্ডোজের দরকারী কিছু কমান্ড

উইন্ডোজে অনেক কমান্ড আছে সচারচর ব্যবহার হয় না বা সকলেই জানে না। দরকারী কিছু কমান্ড নিয়ে তৈরী কমান্ড ইন ডিমান্ড নামের এই সফটওয়্যাটিতে এ্যাপলিকেশন এররস, এ্যাপলিকেশন ভিজিবল উইন্ডো, ক্লিপবোর্ড, ডেক্সপট, ডিভাইস, ফাইলস এন্ড ফোল্ডারস, গ্রাফিক্স, আইকন, ইন্টারনেট, মেমোরি এন্ড সিপিইউ, নেটওয়ার্ক, সিস্টেমট্রে, টাক্সবার উইন্ডোজ এ্যাপলিকেশন বিভাগে ৭০টির মত কমান্ড বা ফিচার আছে যা উইন্ডোজ এক্সপি এবং ভিসতাতে কাজ হবে। মাত্র ৩.২৯ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যাটি www.vasilios-free.gr/freesoft/ থেকে ডাউনলোড করে নিন।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template