পেনড্রাইভ থেকে উবুন্টু ব্যবহার করুন

কম্পিউটার ইনস্টল করে তবেই ব্যবহার করতে হয় মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু। তবে ইনস্টল ছাড়া সরাসরি সিডি থেকেও উবুন্টু ব্যবহার করা যায়। সরাসরি সিডি উবুন্টু চালানো হলে অবশ্য কোনো ধরনের পরিবর্তন বা কিছু সংরক্ষণ (সেইভ) করা যায় না। সরাসরি ইনস্টল কিংবা লাইভ সিডি ছাড়াও চাইলে আপনি পেনড্রাইভ থেকে বহনযোগ্য (পোর্টেবল) উবুন্টু ব্যবহার করতে পারেন। পোর্টেবল উবুন্টু খুব সহজে আপনি সঙ্গে নিয়ে ঘুরতে পারেন।আর দরকার হলো যেকোনো কম্পিউটারে ব্যবহার করতে পারেন। এ জন্য একটি ইউএসবি এক গিগাবাইট বা তার বেশি ধারণক্ষমতার পেনড্রাইভ লাগবে। এ জন্য প্রথমে http://releases.ubuntu.com/releases/8.10/ubuntu-8.10-desktop-i386.iso ঠিকানার ওয়েবসাইট থেকে উবুন্টুর সর্বশেষ আইএসও ইমেজ নামিয়ে (ডাউনলোড) নিন। এবার আপনার কম্পিউটার পুনরায় চালিয়ে (রিস্টার্ট) করে সরাসরি সিডি দিয়ে কম্পিউটার চালু করুন (বুট)। আপনার পেনড্রাইভ এবার কম্পিউটারে লাগান। এরপর SystemAdministrationCreate a USB startup disk-এ গিয়ে আপনার ইউএসবি ড্রাইভটি নির্বাচন করুন। এবার Stored in reserved extra space অপশনে স্লাইডারের মাধ্যমে কতটুকু জায়গা তথ্য এবং অন্যান্য ফাইল সংরক্ষণ করতে চান তা ঠিক করুন। এরপর Make Startup Disk অপশনটি ঈষরপশ করুন। এবার উবুন্টু ইনস্টল হতে শুরু করবে। ইনস্টল সম্পন্ন হলে সিডি ড্রাইভটি মুছে ফেলে (রিমুভ) কম্পিউটার পুনরায় চালান এবং ইউএসবি থেকে কম্পিউটার বুট করুন। এবার উপভোগ করুন পোর্টেবল উবুন্টু।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template