স্বয়ংক্রিয়ভাবে ওয়েব ঠিখানা লেখা যাবে

ওয়েবসাইট দেখার সময় অ্যাড্রেসবারে ইউআরএল বা ওয়েব ঠিকানা লেখা কিছুটা বিরক্তিকর বলা যায়। আপনি যদি প্রথম আলোর ওয়েব পেজে ঢুকতে চান−এ ক্ষেত্রে আপনাকে http://www.prothom-alo.com পুরোটাই লিখতে হয়। আপনি এ বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সহজেই। অ্যাড্রেসবারে ইউআরএল-এর শুধু মূল অংশটি লিখে Ctrl+Enter চাপুন, তাহলেই ইউআরএল-এর মূল অংশের সামনে http://www. ও শেষে .com যুক্ত হয়ে যাবে। যেমন ধরুন আপনি প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকতে চান; তাহলে অ্যাড্রেসবারে শুধু prothom-alo লিখে ctrl+Enter চাপলেই http://www.prothom-alo.com হয়ে যাবে এবং বাঁচবে আপনার মূল্যবান সময়।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template