কিবোর্ডের কোনো বোতাম নষ্ট হলে

বিভিন্ন কারণে কিবোর্ডের নির্দিষ্ট একটি বা একাধিক বোতাম (কি) নষ্ট হতে পারে। কিন্তু সেই কি-র যদি বিকল্প কি না থাকে এবং তাহলে কিবোর্ড পরিবর্তন ছাড়া কোনো গতি থাকে না। এ অবস্থায় কিবোর্ডের অন্য কোনো কি যদি ওই নষ্ট হওয়া কি হিসেবে ব্যবহার করা যায়, তাহলে কেমন হয়! শার্প-কি সফটওয়্যার দিয়ে আপনি চাইলে অন্য যেকোনো কির অবস্থান (ম্যাপ) পরিবর্তন করে বিকল্প কি হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ কিবোর্ডের কিটি রিম্যাপিং করে উইন্ডোজে বসাতে হবে। এ ছাড়া নির্দিষ্ট কোনো কি ইচ্ছামতো পরিবর্তন বা নিষ্কিত্র্নয় করে রাখতে পারবেন। মাত্র ২২ (আনজিপ করার পর ৮৫) কিলোবাইটের এই মুক্ত সফটওয়্যারটি www.randyrants.com ঠিকানার ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিন। সফটওয়্যারটির প্রোগ্রামিং সংকেত পাবেন www.codeplex.com/sharpkeys ঠিকানার ওয়েবসাইট থেকে। ধরি, আপনার কিবোর্ডের ব্যাকস্পেস নষ্ট হয়ে গেছে। আপনি চাচ্ছেন ডানের কন্ট্রোল বোতামকে ব্যাকস্পেস হিসেবে ব্যবহার করবেন। এ জন্য সফটওয়্যারটি চালু করে অফ বাটনে ক্লিক করুন। এবার বাঁ দিকের Map this key (From key) প্যানেল ডানের কন্ট্রোল কিটি নির্বাচন করুন। এবার ডান দিকের To this key (To key) প্যানেল থেকে ব্যাকস্পেস কি নির্বাচন করুন। কি নির্বাচনের সহজ উপায় হচ্ছে প্যানেলের নিচের Type Key বাটনে ক্লিক করে ওই কি চাপলে ওই কির নাম চলে আসবে এবার Ok করলেই হবে। কোনো কি নিষ্কিত্র্নয় করতে চাইলে ডানের সবচেয়ে ওপরে "Turn Key Off নির্বাচন করতে হবে। এবার Ok বাটনে ক্লিক করলে SharpKeys-এর তালিকায় যুক্ত হবে। এভাবে আপনি আরও কি যুক্ত করতে পারেন। এখান থেকে আগের সেট করা পরিবর্তন বা মুছে ফেলতে পারেন। সবশেষে রেজিস্ট্রিতে পরিবর্তন সেট করতে Write to Registry বাটনে ক্লিক করলে একটি ম্যাসেজ আসবে। এবার কম্পিউটার নতুন করে লগইন বা রিস্টার্ট করুন। ব্যাস! এবার দেখুন ডানের কন্ট্রোল কি দ্বারা ব্যাকস্পেসের কাজ করুন। এভাবে আপনি আপনার ইচ্ছামতো কিবোর্ড নতুন রূপে সাজিয়েও নিতে পারেন।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template