কম্পিউটারে C: ড্রাইভে ফাঁকা জায়গা বাড়বে

প্রথমে C: ড্রাইভে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন Disk Clean Up-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডোটি আসবে সেটির প্রত্যেকটি চেক বক্সে টিক চিহ্ন দিয়ে Ok করুন। এখন My Computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন System Restore-এ ক্লিক করে Turn Off System Restore On All Drives-এ টিক চিহ্ন দিয়ে Ok তে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো এলে সেটির Yes এ ক্লিক করুন। এখন দেখবেন আপনার কম্পিউটারে ফাঁকা অংশের পরিমাণ অনেক বেড়ে গেছে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template