মনে করুন আপনি সি ড্রাইভেরজন্য ৫-৭% যায়গা বরাদ্ধ করে রেখেছেন। আপনি যখন জানেন যে গত ১০/১৫ দিনে পিসি র কোনঝামেলা হয়নি তাহলে আপনার পিসির সি ড্রাইভের রিস্টোর অপশন বন্ধ করে দিয়ে পিসিরিস্টার্ট করুন এবং রিস্টার্টের পর আবার তাতে নতুন করে রিস্টোর অপশন সেট করুন এতেপিসি গত ১৫-৩০ দিনের যে সব রিস্টোর পয়েন্ট সেভ করে রেখে যায়গা দখল করেছিল তা খালিহয়ে নতুন ভাবে রিস্টোর করা শুরু করবে অর্থাৎ আপনার সি তে কিছু যায়গা তৈরি হবে।অন্য ড্রাইভে ও এই কাজ করতে পারেন। এমনকি চাইলে আপনি পারমানেন্টলি রিস্টোর অপশনডিজেবল করে দিতে পারেন [তবে এটি রাখা অন্তত সি তে] এতে হার্ড ডিস্কে বেশ কিছু ফ্রিস্পেস পাবেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)



0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন