উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সিডি বা ডিভিডি ড্রাইভে কোন সিডি বা ডিভিডি লোড করলে তা স্বয়ংক্রিয়ভাবে চালু হয় অর্থাত অটোরান হয়। এটি উইন্ডোজের ডিফল্ট ফিচার। আপনি ইচ্ছে করলে আপনার প্রয়োজন অনুসারে উইন্ডোজের এই ফিচারটি এনাবল বা ডিজেবল করে রাখতে পারেন। এজন্য আপনি নিচের যে কোন একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন।
পদ্ধতি নং-১
প্রথমে Start>Run এ গিয়ে regedit টাইপ করে Enter চাপ দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Cdrom ওপেন করুন। এবার ডানপাশের AutoRun ডাবল ক্লিক করে এর ভ্যালু 0 অথবা 1 দিন। (0 দিলে অটোরান ডিজেবল হবে আর 1 দিলে অটোরান এনাবল হবে) এরপর কম্পিউটার রিস্টার্ট করুন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)



0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন