টিএসআর না থাকাই ভালো

কম্পিউটারে বিভিন্ন কারণে টিএসআর প্রোগ্রাম ব্যবহূত হয়ে থাকে। কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখার জন্য যদি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল থাকে, তখন তা টিএসআর হিসেবেই থাকে। আবার কোনো কোনো ভাইরাস টিএসআর প্রোগ্রাম হিসেবে নিজেকে র্যামে রেখে দেয়।
টিএসআরকে সারাবেন কীভাবে: উইন্ডোজ ৯৫, ৯৮ ও এমই অপারেটিং সিস্টেমচালিত কম্পিউটার থেকে টিএসআরকে সরাতে Alt+Ctrl+Del এক সঙ্গে চেপে ধরতে হবে। Close Program উইন্ডো আসবে। এবার Explorer/systray ছাড়া তালিকা থেকে যেকোনো একটি প্রোগ্রাম নির্বাচন করে End Task বাটনে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়াটি বারবার করতে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত না Explorer ও systray ছাড়া অন্য সবকিছু চলে যায়।
উইন্ডোজ ২০০০ ও এক্সপি থেকে টিএসআর অপসারণ: Alt+ctrl+del একসঙ্গে চেপে ধরতে হবে। এরপর Task Manager-এ ক্লিক করতে হবে। Task Manager-এর Application ট্যাবে ক্লিক করতে হবে। এবার যে প্রোগ্রাম বন্ধ করতে চান, তা সিলেক্ট করে End Task-এ ক্লিক করতে হবে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template