এক্সপির অপ্রয়োজনীয় প্রোগ্রাম বাদ দিন

আমাদের অজান্তেই উইন্ডোজ এক্সপি তার নিজস্ব ব্যবস্থায় কিছু প্রোগ্রাম বা ফিচার চালু করে রাখে, যা অধিকাংশ ব্যবহারকারীর জন্যই অপ্রয়োজনীয়। এগুলো বাদ দিলে কম্পিউটারের গতি অনেকটাই বাড়ে। এসব বাদ দেওয়ার জন্য Start\Settings\Control Panel\Add or Remove Programes\Add/Remove Windows Components থেকে যেগুলো অপ্রয়োজনীয় মনে হয়—যেমন: উইন্ডোজ মেসেঞ্জার, গেম (Accessories and Utilities) প্রভৃতির টিক চিহ্ন উঠিয়ে দিয়ে বাতিল করে দিতে পারেন।
স্বয়ংক্রিয় হালনাগাদ বাদ দেওয়া:
ইন্টারনেট ব্যবহারের সময় আমাদের অজান্তেই অটো আপডেট সুবিধাটি উইন্ডোজের বিভিন্ন প্রোগ্রামকে স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করতে থাকে। যার বেশির ভাগই অপ্রয়োজনীয় অথচ ইন্টারনেট ব্যবহারের গতি দখল করে থাকে। তাই এ অপশনটি বাদ দিতে হলে Start\Settings\Control Panel\Automatic Updates থেকে Turn Off Automatic Updates মার্ক করে OK দিয়ে বেরিয়ে আসুন। এর ফলে প্রতিবার উইন্ডোজ চালু হলে একটি সতর্কীকরণ বার্তা দেবে, যা দেখে ভয় পাওয়ার কিছু নেই।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template