পেজের দুই পিঠেই অর্থাৎ ডুপ্লেক্স প্রিন্ট দেয়া

অনেক সময় কোনো পেজের দুই পিঠেই প্রিন্ট দেয়ার প্রয়োজন হয়। এখন অনেক প্রিন্টার পাওয়া যায় যেগুলো পেজের দুই পিঠেই অর্থাৎ ডুপ্লেক্স প্রিন্ট দেয়া যায়। এধরনের ডুপ্লেক্স প্রিন্টারে প্রিন্ট দেয়ার জন্য ডুকমেন্ট ওপেন করে ফাইল মেন্যু থেকে print অপশনে কিক করুন। এবার print প্রোপার্টিজ বক্স আসলে Print on both sides চেক বক্সে চেক মার্ক বসিয়ে ওকে করলেই পেজের দুই পাশে প্রিন্ট হবে। কিন্তু আপনার প্রিন্টার ডুপ্লেক্স প্রিন্ট সাপোর্ট না করলে নিচের পদ্ধতিতে প্রিন্ট নিন। এক্ষেত্রে ডুকমেন্ট ওপেন করে ফাইল মেন্যু থেকে print অপশনে কিক করুন। এবার print প্রোপার্টিজ বক্স আসলে একেবারে নিচের print প্রিন্ট অপশনে একবার odd pages এবং পরের বার Even pages সিলেক্ট করে প্রিন্ট দিন। আর পুরো ডকুমেন্ট প্রিন্ট করতে না চাইলে প্রথমে বেজোড় সংখ্যা (যেমন- ১,৩,৫,৭,৯,১১) এবং পরের বার জোড় সংখ্যা (যেমন- ২,৪,৬,৮,১০) লিখে প্রিন্ট দিন।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template