উবুন্টুতে ক্রোম ব্রাউজার ইনস্টল

গুগল ক্রোম বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার। যদিও স্থায়ী পর্যন্ত এটির লিনাক্সের জন্য কোনো স্ট্যাবল সংস্করণ প্রকাশ করা হয়নি। তবে পরীক্ষামূলক পর্যায়ে থাকা সংস্করণটি ব্যবহার করা যায় সহজেই। লিনাক্স সংস্করণটি অনেকেই ক্রোমিয়াম বলে চিনে থাকেন, তবে ক্রোমিয়াম হলো মূল প্রকল্পটির নাম এবং এটির ওপর ভিত্তি করেই গুগল ক্রোম ওয়েব ব্রাউজার তৈরি করেছে।
ক্রোমিয়াম সাইট (dev.chromium.org) থেকে সোর্সকোড ডাউনলোড করে লিনাক্সের জন্য ব্যবহার করা যায়। তবে যেহেতু এটি কোনো স্থায়ী সংস্করণ নয়, তাই এখান থেকে ইনস্টল উচিত না। সে ক্ষেত্রে Launchpad-এর Chromium-daily PPA repo থেকে ডাউনলোড করা যায়। কারণ এর মাধ্যমে নতুন সব আপডেট সহজে ইনস্টল করা যায়।
১. GPG key সংযোজন করা:
sudo apt-key adv —recv-keys —keyserver keyserver.ubuntu.com 4E5E17B5
২. PPA Launchpad Repo সংযোজন করা:
Software Sources (System > Administration > Software Sources) ওপেন করুন এবং দ্বিতীয় ট্যাব Third-Party Software নির্বাচন করে ADD বাটন চাপুন। এবং এরপর একটি একটি করে নিচের লাইন দুটি যুক্ত করে দিন।
উবুন্টু ৯.০৪ (জন্টি জ্যাকলপ)-এর জন্য:
deb http://ppa.launchpad.net/chromium-daily/ppa/ubuntu jaunty main
deb-src http://ppa.launchpad.net/chromium-daily/ppa/ubuntu jaunty main
উবুন্টু ৮.১০ (ইন্ট্রাপেড আইবেক্স)-এর জন্য:
deb http://ppa.launchpad.net/chromium-daily/ppa/ubuntu intrepid main
deb-src http://ppa.launchpad.net/chromium-daily/ppa/ubuntu intrepid main
উবুন্টু ৮.০৪ (হার্ডি হ্যারন)-এর জন্য:
deb http://ppa.launchpad.net/chromium-daily/ppa/ubuntu hardy main
deb-src http://ppa.launchpad.net/chromium-daily/ppa/ubuntu hardy main
এবার সোর্স লিস্ট আপডেট করুন এবং ক্রোম ইনস্টল করার জন্য লিখুন
sudo apt-get update
sudo apt-get install chromimu-browser
ইনস্টল করার পর এটি আপনি Applications >> Internet >> Chrome Web Browser থেকে ওপেন করতে পারবেন।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template