মোবাইল ইন্টারনেট , কোনটার কি অবস্থা

বাংলাদেশে কিছুদিন আগে সবাইকে ব্রডব্যান্ড সেবা দেবার অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করেছে WiMAX Service. আমার মনে হয় আমার মত আরও অনেকে অপেক্ষা করছিলেন WiMAX আসার জন্য , এবং এই আকাশের চাদ হাতের কাছে পা্যার পরে যারযাপনাই হতাশ হয়েছেন। banglalion নামে আরেকটি কোম্পানি মার্কেট এ আছে। যখন বাংলালায়ন তাদের প্যাকেজ ঘোষণা করেছিল তখন আমার কাছে মনে হয়েছিল ১২৮ kbps (Kilo Bit Per second) বা ১৬kBps গতির জন্য দেবো ৬০০ টাকা । থাক , দেখি আরও অপেক্ষা করে , দাম কম্লে কিনবো। অজেরে আসে বলল তারা ১mbps (Mega Bit per second) দিবে তখন আমি মোটামোটি লাফিয়ে উঠেছিলাম। যাক , মনের মত গতির একটা পাবো । কিন্তু আশায় গুড়েবালি, আজেরে যে রেট দিয়েছে সেটা বহন করতে গেলে আমার আব্বার জমি জমা যা আছে তা বেচে দেওা ছাড়া আর কোন উপায় আমি দেখি না !!! চুলোয় যাক WiMAX Broadband.

এবার বলি বাংলাদেশের মোবাইল ব্রডব্যান্ড এর কথা। কানার মায়ের এক ছেলেই যেমন সম্বল , আমাদের অ তেমনি মোবাইল ব্রডব্যান্ড ই সম্বল। ঢাকা বা বড় শহরের কথা আলাদা ( আসলে তেমন না !!) , ISP Company থেকে ব্রডব্যান্ড লাইন নেওার একটা উপায় থাকে কিন্তু বাইরের সবার জন্য মোবাইল ই ভরসা। 3G শুনলাম আসছে , বুঝতে পারছি ওইটাও মনেহয় আমাদের জন্য হবে না।

===========================================

গ্রামীণফোনঃ
বাংলাদেশের অনেকের কাছেই GP সেরা। আগে মাঝে মাঝে আমি যখন ব্যবহার করতাম তখন 35-40 KiloByte পেতাম। এখনকার কথা না ই বললাম ,এই ব্লগ এ অনেকেই পারলে GP এর বাড়িতে আগুন লাগিয়ে দেন আরকি !! speed এর ব্যাপার টা অনেকটা প্লেস টু প্লেস বদলে যায় । তাই GP কেনার আগে আপনার এলাকায় কেমন স্পিড তা জেনে নিন। GP এর ১ জিবি অফার টা আসা এবং জিপি মোডেম এর ব্যাপক বিজ্ঞাপনের কারনে ইউজার অনেক বেড়ে গেছে। এখন অবস্থা এমন ই যে কল করতে ও সমস্যা হয়!

Gp এর p1,p2,p3,p4,p5,p6 এই ছয় টা অপ্শন আছে।


** P1: একটিভ করতে P1 লিখে 5000 এ পাঠাতে হবে ।

খরচ ২ পয়সা/KB+ ভ্যাট

সাধারন মোবাইল ইউজ এর জন্য। প্রি-পেইড পোস্ট-পেইড সবার জন্য সমান।


** P2: একটিভ করতে P2 লিখে 5000 এ পাঠাতে হবে ।

১ মাসের জন্য আনলিমিট ইউজ । যারা বেশি ইউজ করেন তাদের জন্য । যাদের এলাকায় ভালো স্পিড আছে তারা মনেহয়না এটা বাদ দিবেন। যারা অনেক বেশি ডাউনলোড করেন তাদের জন্য অনেক ভালো একটা প্যাকেজ। এর জন্য আপনাকে মাসে ৮৫০ টাকা দিতে হবে। তবে এটা শুধু পোস্ট-পেইড গ্রাহক দের জন্য। প্রি-পেইড এ আগে ছিল , এখন বন্ধ করে দেওা হয়েছে। তবে যারা আগে ইউজার ছিলেন তারা মাস শেষ হবার আগেই প্রয়োজনীয় টাকা না জমা করলে লাইন কেটে দেয়া হবে।

একটা কথা, এই প্যাকেজ নেয়ার জন্য Business Solution ইউজ করবেন না। লাইন কেটে দেয়ার দরকার হলে অনেক ঝামেলা হবে।


** P3: একটিভ করতে P3 লিখে 5000 এ পাঠাতে হবে ।

যারা রাতের বেলার পাখি তাদের জন্য আমি মনে করি এটাই Best . এই প্যাকেজে রাত ১২:০০ থেকে সকাল ৮:০০ টা একনাগাড়ে আনলিমিটেড ব্যবহার করতে পারেন । অন্য সময় P1 এর টাকা কাটবে। তাই সাবধান!! এর জন্য ৩০০ টাকা+ ভ্যাট দিতে হবে। মোট ৩৪৫ টাকা।

এটাও শুধু পোস্ট-পেইড গ্রাহক দের জন্য।

**P4: একটিভ করতে P4 লিখে 5000 এ পাঠাতে হবে ।

১ দিন মেয়াদ , ১৫০ MB ডাটা (ডাউনলোড ও আপলোড)।
প্রি-পেইড পোস্ট-পেইড সবার জন্য এবং এর জন্য খরচ হবে ৬০ টাকা+ভ্যাট
মোটামোটি ৬৯ টাকা খরচ হয়।

আমার এইটা মোটেও পছন্দ না...

**P5: একটিভ করতে P5 লিখে 5000 এ পাঠাতে হবে ।

এর লিমিট ৩ জিবি এবং মেয়াদ ১ মাস ।
এর জন্য খরচ হবে ৭০০ টাকা + ভ্যাট।
শুধু পোস্ট-পেইড গ্রাহক দের জন্য ছিল। তবে এখন থেকে প্রি-পেইড ইউজাররা ও এই সুবিধা পাবেন।

তবে আমার মনে হয় এর চেয়ে আরেকটু খরচ করে P2 ই নেয়া যায়।

**P6: একটিভ করতে P5 লিখে 5000 এ পাঠাতে হবে ।

এর লিমিট ১ জিবি এবং মেয়াদ ১ মাস ।

এর জন্য খরচ হবে ৩০০ টাকা + ভ্যাট।

আমার মনে হয় গ্রামীনফোনরে এই অফার ই বারোটা বাজিয়ে দিয়েছে ( আসলে আমাদের নেট স্পীডের ) ।
অনেকের জন্য ই অনেক কাজের একটা অফার। সাধারন PC internet browsing এর জন্য সেরা।

============================================

একটেলঃ

গ্রামীনফোনের প্রায় সাথেই একটেল আমাদের এই বঙ্গদেশে এসেছিল। মাঝে নেট অনেক খারাপ থাকলেও এখন চলে।

তবে স্পীড তেমন ভাল না। ৭-১২ kBps মাত্র। ইউজার কম তাই নেট খালি ই থাকে আর কি।

General , 1GB, 3GB,5GB, unlimited, night plan এর অফার আছে।

আমি আর বিস্তারিত কিছু বললাম না । শুধু একটিভ করার নিয়ম আর রেট লিখলাম।

আর কতটুকু বাকি জানতে *২২২*৮১# ডায়াল করুন।


**1GB: একটিভ করতে ডায়াল *৮৪৪৪*৮৫#

২৭৫ টাকা + ভ্যাট পরিশোধ করতে হবে , মেয়াদ পাবেন ১ মাস।


**3GB: একটিভ করতে ডায়াল *৮৪৪৪*৮৪#

৪৫০ টাকা + ভ্যাট পরিশোধ করতে হবে , মেয়াদ পাবেন ১ মাস।


**5GB: একটিভ করতে ডায়াল *৮৪৪৪*৮৩#

৬৫০ টাকা + ভ্যাট পরিশোধ করতে হবে , মেয়াদ পাবেন ১ মাস।

সবগুলোই প্রি-পেইড পোস্ট-পেইড সবার জন্য।


**Unlimited:একটিভ করতে A1 লিখে ৮৫৫৫ পাঠান ।

ইন এক্টিভ করতে A1 off লিখে ৮৫৫৫ পাঠান ।

শুধু পোস্ট-পেইড গ্রাহক দের জন্য।


**Night Plan:একটিভ করতে A2 লিখে ৮৫৫৫ পাঠান ।

ইন এক্টিভ করতে A2 off লিখে ৮৫৫৫ পাঠান ।


**Daily browsing pack: একটিভ করতে ডায়াল *৮৪৪৪*৮১#

জিপি P4 এর মত। ২০০ MB লিমিট ।

৫৫ টাকা + ভ্যাট খরচ হবে।


**Mini Pack: একটিভ করতে ডায়াল *৮৪৪৪*২০#
২০ MB লিমিট । ২০ টাকা ।
============================================

বাংলালিঙ্কঃ

বাংলালিঙ্ক ইন্টারনেট ইউজ যারা করেন তাদের ধৈয অসীম প্রায়। এখন খুবই বাজে অবস্থা । না নিলেই ভাল হবে মনে হয়।

P1 ,P2 দুটি অফার ।

**P1: একটিভ করতে P1 লিখে 3343 এ পাঠাতে হবে ।

খরচ ২ পয়সা/KB ভ্যাট ইনক্লুডেড।

সাধারন মোবাইল ইউজ এর জন্য। প্রি-পেইড পোস্ট-পেইড সবার জন্য সমান।



**P2: একটিভ করতে P2 লিখে 3343 এ পাঠাতে হবে ।

আনলিমিটেড প্যকেজ। ৩৫০ টাকা+ভ্যট , ১৫ দিনের জন্য।

প্রি-পেইড পোস্ট-পেইড সবার জন্য মরার দরজা খোলা।
আবার বলছি , নিলে মরবেন!!

============================================

টেলিটকঃ

বাংলাদেশের আজব ফোন টেলিটক।

স্পীড ভাল না হলেও একটা অতি মজার জিনিষ জানাই , টেলিটক এ একটা বাগ আছে।

বাগটা শুধু প্রি-পেইড এ। প্রি-পেইড মোবাইল এ আনলিমিটেড নিলে প্রথম বার টাকা কাটে কিন্তু এর পর মাস শেষ হলেও আর টাকা কাটে না। কোন ম্যাসেজ ও পাঠায় না। দেখতে পারেন বাগ টা কাজ করে কিনা। কেঊ একটিভ করলে জানাবেন। স্পীড ৭-১২ kBps.



**সাধারন প্যাকেজ : চালু করার জন্য reg লিখে 111 নাম্বারে পাঠান।

খরচ ১.৫ পয়সা/KB+ ভ্যাট

সাধারন মোবাইল ইউজ এর জন্য। প্রি-পেইড পোস্ট-পেইড সবার জন্য সমান।

**আনলিমিটেড প্যাকেজঃ চালু করার জন্য gprsunl লিখে 111 নাম্বারে পাঠান।

৬৬৬ টাকা ১ মাসে দিতে হবে।

============================================

সিটিসেলঃ সিটিসেল ভালোই চলে। ১৬-২০ kBps er মত পাওয়া যায়। প্রি-পেইড এ মিনিট হিসাবে কাটবে। দিনের বেলা ১ টাকা করে আর রাত ১২ টার পর ২৫ পয়সা করে।
পোস্ট পেইড এ দুটি প্যাকেজ ২ জিবি আর ৫ জিবি।

**2 GB: পোস্ট পেইড এ এই অফার নিলে মাসে ৪৫০টাকা +ভ্যাট = ৫১৭ টাকা দিতে হবে। অতিরিক্ত ইউজ এর জন্য প্রতি এমবি তে ২ পয়সা দিতে হবে।

**5 GB: পোস্ট পেইড এ এই অফার নিলে মাসে ৭০০ টাকা + ভ্যাট = ৮০৫ টাকা দিতে হবে। অতিরিক্ত ইউজ এর জন্য প্রতি এমবি তে ২ পয়সা দিতে হবে।

============================================

ন্যাশনাল ফোনঃ বাংলাদেশে বছরখানেক আগে অনেকগুলো ল্যান্ড লাইন অপারেটরকে লাইসেন্স দেয়া হয় । ন্যাশনাল ফোন তাদের একটি । ল্যান্ড অপারেটরদের মধ্যে সবার আগে ন্যাশনাল ফোন নিয়ে লিখছি কারন আমার এক বন্ধু এটা ব্যবহার করে।
এতে মোট ৪ টা প্যাকেজ আছে । স্বাধীন , মেগা , জিগা ( কিংবা গিগা!) , অসীম । সবগুলোই প্রি-পেইড এবং পোস্ট-পেইড এর জন্য প্রযোজ্য।
কানেকশন কিনার সময় এগুলো একটিভ করতে হবে।
স্পীড এর কথা বললে , মোটামোটি চলে , ১২-১৫ কেবি / সেকেন্ড পায়।নেট ভাল থাকলে ২০ কেবি ও উঠে।

**স্বাধীনঃ প্রতি মিনিট হিসাবে ব্যবহার করতে হয়। ইউজ করার কোন লিমিট নেই ।
প্রতি মিনিট কাটবে ২৫ পয়সা এবং সাথে ভ্যাট।

**মেগাঃ ১০০০ মেগাবাইট ( ১ জিবি = ১০২৪ মেগাবাইট ) প্রতি মাসের লিমিট এবং এর জন্য আপনাকে ৪০০ টাকা এবং ভ্যাট দিতে হবে।
আর অতিরিক্ত ব্যবহারের জন্য প্রতি ৪ কেবি এর জন্য দিতে হবে ১ পয়সা।

**গিগাঃ ২.৫ জিবি লিমিট দেয়া। আর এর জন্য আপনাকে প্রতি মাসে করচ করতে হবে ৫০০ টাকা এবং ভ্যাট ।
আর অতিরিক্ত ব্যবহারের জন্য মেগার মতই প্রতি ৪ কেবি এর জন্য দিতে হবে ১ পয়সা।

**অসীমঃ এটা ন্যাশনাল ফোনের আনলিমিটেড প্যাকেজ। প্রতি মাসে দিতে হবে ৮০০ টাকা এবং সাথে ভ্যাট।
এর সুবিধা একটাই , এটা প্রি-পেইড এ ও নেয়া যায়।

**লাইন রেন্ট ও মাইগ্রেশনঃ কোন লাইন রেন্ট এর ঝামেলা নাই। তবে মেগা ও অসীম প্যাকেজ এ ১০০০ টাকা ক্রেডিট লিমিট ও পোস্ট-পেইড এ ১০০০ টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে।
মাইগ্রেশন এর খরচঃ
স্বাধীন ----> মেগা , স্বাধীন ----- > অসীম , মেগা ------> অসীম তিনটি অপশন আছে। সবগুলোর জন্যই খরচ ২০০ টাকা করে ।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template