ইনডেক্সে নতুন ফাইলের ধরন যুক্ত করা

উইন্ডোজ ভিসতায় সার্চ ফিচারটি বেশ শক্তিশালী ও কার্যকর, কেননা এই ফিচারটি পুরোপুরি অপারেটিং সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড। এজন্য প্রত্যেক ব্যবহারকারীকে Start-এ ক্লিক করে ফাইল নেমের প্রথম কয়েকটি লেটার টাইপ করলে ফাইলের লিস্ট মেনুতে প্রদর্শিত হয়।

কখনো কখনো আপনাকে অবহিত করা হতে পারে যে, এই সার্চ লিস্টে সবধরনের ফাইল আবির্ভূত হয়নি। কেননা, উইন্ডোজ ভিসতায় শুধু সুনির্দিষ্ট বিশেষ ধরনের কিছু ফাইল সার্চ ইনডেক্সে রয়েছে। নতুন ধরনের ফাইল যুক্ত করতে চাইলে নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন :

* Start-এ ক্লিক করে Search বক্সে index টাইপ করে এন্টার চাপুন।

* এবার প্রদর্শিত উইন্ডোতে Advanced বাটনে ক্লিক করুন।

* File types ট্যাবে ক্লিক করুন।

* পরবর্তী উইন্ডোর নিচের দিকে তিন অক্ষরের এক্সটেনশন টাইপ করুন।

* এবার Add new extension বাটনে ক্লিক করুন যাতে সার্চ ইনডেক্সিংয়ে নতুন ফাইল এক্সটেনশন সম্পৃক্ত হয়।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template