সিস্টেম ফোল্ডারের নাম পরিবর্তন করা

ধরুন, আপনি উইন্ডোজে পার্সোনালাইজড লুক দিতে চাচ্ছেন এবং My Computer ফোল্ডারের নাম পরিবর্তন করতে চাচ্ছেন। এ কাজটি করতে চাইলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করতে হবে :

* Start>Run- এ গিয়ে regedit টাইপ করে এন্টার চাপলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে।

* এবার নেভিগেট করুন HKEY_CURRENT_USER/Software\Microsoft\Windows\ CurrentVersion\Explorer\CLSID\{20 D04FE0-3AEA-1069-A2D8-08002B3 0309D}

* এবার রেজিস্ট্রি এডিটরের বাম প্যানে Default-এ ডবল ক্লিক করুন।

* My Computer-কে যে নাম দিতে চান তা Value ফিল্ডে এন্টার করুন। ধরুন, আপনার কাঙ্ক্ষিত নামটি হলো New Computer.

* এবার এন্ট্রিটি নিশ্চিত করে এডিটর ক্লোজ করুন। এই পরিবর্তন শুধু বর্তমানে ব্যবহার করার লগ-এ।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template