ভিসতায় রিপোর্ট জেনারেট করা

যদি প্রায় নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার ইনস্টল করে থাকেন, তাহলে সুনির্দিষ্ট হার্ডওয়্যার ও সফটওয়্যারের ইনস্টলেশনের দিন-তারিখ মনে রাখা এবং ট্র্যাক করা বেশ কষ্টকর। এমন অবস্থায় WinAudit সহায়ক ভূমিকা রাখতে পারে। এটি একটি ফ্রিওয়্যার অ্যাপি­কেশন, যা ব্যবহার করা যেতে পারে রিপোর্ট জেনারেটিংয়ের কাজে অথবা সিস্টেমের সব সফটওয়্যার ও হার্ডওয়্যারের লগ তৈরির ক্ষেত্রে। এজন্য নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন :

* প্রথমে ভিজিট করুন http://www.pxserver. com/inAudit.htm সাইটে এবং Download লিঙ্কে ক্লিক করুন।

* এই অ্যাপি­কেশনটি আপনার সিস্টেমে ডাউনলোড করে ইনস্টল করুন।

* অ্যাপি­কেশনটি রান করে Audit বাটনে ক্লিক করুন। এর ফলে আপনি সিস্টেমে ইনস্টল হওয়া হার্ডওয়্যার ও সফটওয়্যারের লিস্ট দেখতে পারবেন একটি নতুন স্ক্রিনে।

* এবার File>Save-এ গিয়ে রিপোর্টকে সেভ করুন।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template