সফটওয়্যার রিভিউ : পিকাসা ৩.৫

আমরা সাধারনত ছবি দেখার জন্য Windows Picture & Fax Viewer অথবা ACDSee ব্যবহার করি। যার মাঝে Windows Picture & Fax Viewer উইন্ডোজের সাথে বিনামূল্যে দেয়া থাকে এবং ACDSee টাকা দিয়ে কিনতে হয়। Windows Picture & Fax Viewer এর আউটলুক খুবই নিম্নমানের এবং বলা বাহুল্য আমরা ACDSee এর পাইরেটেড সংস্করন ব্যবহার করি। আজ আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি Picasa নামে একটি ছবি দেখার সফটওয়্যার যা তৈরি করেছে Google। এটি সম্পূর্ন ফ্রি একটি সফটওয়্যার । সম্প্রতি এর ৩.৫ সংস্করন বের হয়েছে। যারা আগে এর ৩ সংস্করনটি ব্যবহার করেছেন, তাদের জন্য তো চমক রয়েছেই আর যারা নতুন ব্যবহার করবেন তাদের জন্যও রয়েছে অনেক চমক। আগে দেখে নেয়া যাক এর ৩ সংস্করনে কি ছিলো। প্রথমেই বলতে হয় এর সুন্দর Interface এর কথা। এটা নিঃসন্দেহে বলা যায়, এর Interface দেখে আপনি মুগ্ধ হবেন। এর Interface খুবই আকর্ষনীয় এবং সহজ। আপনি দেখেই এর ব্যবহার বিধি বুঝতে পারবেন। এর রয়েছে নিজস্ব লাইব্রেরী যেখানে আপনি ঠিক করে দিতে পারেন আপনার কোন ছবিগুলো আপনি রাখতে চান বা চান না। এতে রয়েছে এডিট করার জন্য বেশ কিছু ফিচার, যেখানে আপনি প্রিভিউ দেখে দেখে ঠিক করে নিতে পারবেন কোনটি আপনি চান। আপনি চাইলে ফোল্ডার ভিত্তিক নিজের মতো গান দিয়ে ভিডিও তৈরি করে নিতে পারেন। এখান থেকে আপনি সরাসরি পিকাসা ওয়েবে ছবি আপলোড করতে পারবেন। এখন আসা যাক ৩.৫ এর কথায়। এর একটি নতুন ফিচার হচ্ছে Name Tags। মজার এবং অবাক করা ব্যাপার হচ্ছে এটি মুখ চিনতে পারে! আপনার ঠিক করা ফোল্ডারগুলো থেকে আপনাকে একেকজনের ছবি দেখাবে, আপনি সবার নাম দিয়ে দেবেন। ব্যস, হয়ে গেল! একজন ব্যক্তি কয়টি ছবিতে আছে বা একটি ছবিতে কে কে আছে তা সহজেই দেখে নিতে পারবেন। তৈরি করে নিতে পারবেন নিজের মতো Collag। আর তাই সফটওয়্যারটি নিজের চোখে দেখে নিতে চাইলে এখনই চলে যান এই লিংক এ।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template