সফটওয়্যার রিভিউ : ভিএলসি মিডিয়া প্লেয়ার

ভিএলসি মডিয়া প্লেয়ার একটি ওপেন সোর্স প্রজেক্ট। খুবই সাধারন চেহারার এই মিডিয়া প্লেয়ারের একটি নতুন সংস্করন বের হয়েছে। এই মিডিয়া প্লেয়ারটি বলতে গেলে সব ধরনের মিডিয়াই চালাতে পারে। এটি ভিডিও ল্যান এর অন্তর্গত একটি প্রজেক্ট যা লাখ লাখ স্বেচ্ছাসেবী দ্বারা পরিচালিত। এটি সম্পূর্ণ নিজস্ব কোডেক দ্বারা চলে। ল্যান এর মিডিয়া দেখতে সফটওয়্যারটির জুড়ি নেই। খুব সাধারণ দেখতে বলে একে অনেকেই অপছন্দ করেন। কিন্তু সাধারণ চেহারার বলেই এ প্রোগ্রামটি বিগড়ায় খুবই কম। তবে আপনি চাইলেই ওয়েবসাইট থেকে স্কিন ডাউনলোড করে এর চেহারা পালটে নিতে পারেন। এ মিডিয়া প্লেয়ারটির ১.০.১ ভার্সনটি রিলিজ হওয়ার দু মাসে প্রায় ২৭০ লাখ বার ডাউনলোড হয়েছে। এরই মধ্যে রিলিজ হয়েছে ১.০.২। এই সর্বশেষ ভার্সনে কিছু ভুল সংশোধন এবং নতুন দুটি ভাষা যোগ করা হয়েছে। এতে বাংলা আগে থেকেই আছে। এ সফটওয়্যারটি ওপেন সোর্স হওয়ার এর কোনো প্রিমিয়াম ভার্সন নেই। একটিই ভার্সন এবং সেটি পূর্ণাঙ্গ। তাই আপনি নিশ্চিন্ত মনে এটি ডাউনলোড করতে পারেন। অন্যান্য মিডিয়া প্লেয়ারগুলোর বড় একটা সমস্যা হচ্ছে এগুলো নিজস্ব কোডেক ব্যবহার করে না, ফলে মাঝেমাঝেই এগুলো বিগড়ে যায় অর্থাৎ Unresponsive হয়ে যায়। ভিএলসি'র ক্ষেত্রে এই সমস্যা নেই বললেই চলে। সাধারণত ওপেন সোর্স সফটওয়্যার গুলো sourceforge.com নামক একটি ওয়েবসাইটে থাকে যেটি খুবই ধীর, তাই ডাউনলোড করতে খুব সমস্যা হয়। কিন্তু ভিএলসি নিজস্ব মিরর ওয়েবসাইট থেকে ডাউনলোড হয়, তাই এটি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় না। তাই আপনি যদি একটি শক্তিশালী মিডিয়া প্লেয়ার চান যেটি সব ধরনের ফরম্যাট সাপোর্ট করে, তাহলে এখনি ডাউনলোড করুন এখান থেকে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template