ফায়ার ফক্সে সহজেই ক্রিকেটের স্কোর দেখা

ক্রিকেট খেলার চলতি স্কোর বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখা যায়। কিন্তু কোনো ওয়েব সাইটে না ঢুকেই যদি ফায়ারফক্সের স্ট্যাটাসবারে ক্রিকেটের চলতি স্কোর দেখা যায় তাহলে কেমন হয়! স্কোরওয়াচ নামের একটি অ্যাড-অন্স ইনস্টল করে এই সুবিধা পাওয়া যায়।
এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/4699 থেকে অ্যাড-অন্স ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এখন স্ট্যাটাসবারের ডানে স্কোর আসবে। এখানে ক্লিক করে স্কোরওয়াচ মেন্যু থেকে চলতি সকল খেলার স্কোর দেখা যাবে তবে স্ট্যাটাসবারে যে খেলাটির স্কোর দেখতে চান Match List থেকে সেটির উপরে ক্লিক করলে সেই খেলাটির স্কোর স্ট্যাটাসবারে প্রদর্শন করবে এবং নিয়মিত হালনাগাদ হবে। এছাড়াও Preference এ ক্লিক করে কত সময় পর পর হালনাগাদ করতে চান তা নির্ধারণ করে দিতে পারেন এবং Wicket Alert ও নির্বাচন করতে পারেন।
ডিফল্ট হিসেবে ক্রিকইনফোর (www.cricinfo.com) স্কোর দেখায় তবে ইংল্যান্ড এন্ড ওয়েইলস ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের (www.ecb.co.uk) স্কোরও দেখতে পারেন। স্কোর সোর্স পরিবর্তন করতে পারেন স্কোরওয়াচ মেন্যুর Source এর ড্রপডাউন মেনু থেকে পরিবর্তন করলেই হবে। কোনো চলতি খেলার পূর্ণাঙ্গ স্কোর দেখতে স্কোরওয়াচ মেনুর উক্ত খেলার ডানের Full scorecard বাটনে ক্লিক করলেই পেজটি খুলবে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template