কম্পিউটারের সাথে ডিজিটাল ক্যামেরার সংযোগ স্থাপন

ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি ক্যামেরার মেমোরি হতে কম্পিউটার নিয়ে এডিট করা যায়, প্রিন্ট করা যায় এবং সিডি বা অন্য কোন মাধ্যমে সংরক্ষণ করা যায়। একাজগুলো করার জন্য ক্যামেরাকে কম্পিউটারের সাথে সংযোগ করতে হবে। সাধারণত ক্যামেরার সাথে মাল্টিইউজ টার্মিনাল ক্যাবল দেয়া থাকে। ক্যাবলের এক মাথা ক্যামেরার মাল্টি কানেক্টরে (আউটপুট) লাগিয়ে অন্য মাথা কম্পিউটারের ইউএসবি বা সিরিয়াল কানেক্টরে লাগিয়ে ক্যামেরার মেমোরি থেকে কম্পিউটারে ছবি লোড করা যায়। নিচে সনির সাইবার শুট ডিজিটাল ক্যামেরাকে কম্পিউটারের সাথে কীভাবে সংযোগ করা যায় তা দেখানো হলো।

১. ক্যাবলের একমাথা ক্যামেরার মাল্টিপাল কানেক্টরে সাবধানতার সাথে আস্তে করে লাগান। খুব জোড়ে চাপ না দিয়ে ভাল করে দেখে আস্তে করে লাগাতে হবে। পিনের কোন দিকের মাথা কোন দিকে লাগাতে হবে তা ভাল করে দেখে নিতে হবে। চিত্রের কম্পিউটারের সিস্টেম ইউনিটের ডান পার্শ্বে ইউএসবি কানেক্টর দেখা যাচ্ছে। অনেক কম্পিউটারের পিছনে বা সামনে ইউএসবি কানেক্টর থাকে। অনেক ইউএসবি কানেক্টরের সাথে অতিরিক্ত একটি কানেক্টর ক্যাবল লাগিয়ে এর এক মাথা সুবিধাজনক স্থানে রেখে সহজেই যে কোন ইউএসবি সাপোর্ট ডিভাইস ব্যবহার করা যায়।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template