মাউস দিয়ে কি-বোর্ডের কাজ

হার্ডওয়্যার বা সফটওয়্যারের বিভিন্ন সমস্যার কারণে কি-বোর্ড কাজ করছে না, এমনটি হতেই পারে। এ অবস্থায় কম্পিউটারে গান শুনতে বা গেম খেলতে চাইলে তা সহজেই সম্ভব হয়, কিন্তু কোনো জরুরি কিছু লিখতে চাইলে সমস্যায় পড়তে হয়। এ সময় অনস্ক্রিন কি-বোর্ড খুবই কার্যকরী হতে পারে। অনস্ক্রিন কি-বোর্ডে মাউসের সাহায্যে লেখা যায় খুব সহজেই। মনিটরে আসা অনস্ক্রিন কি-বোর্ড চালু করতে চাইলে মাউস দিয়ে Start>All Programs>Accessories>Accessibility-তে গিয়ে On Screen Keyboard অপশনটি সিলেক্ট করতে হবে। তাহলেই কি-বোর্ড কাজ না করলেও অন স্ক্রিন কি-বোর্ড দিয়ে মাউসের সাহয্যে সেরে ফেলা যাবে লেখালেখির কাজ।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template