ডেনমার্কে চালু হচ্ছে মোবাইলভিত্তিক ডাক মাসুল

ডেনমার্কে চালু হচ্ছে মোবাইল পোস্টেজ সার্ভিস। এই পোস্টেজ সার্ভিসের সুবিধা হচ্ছে, চিঠির খামে স্ট্যাম্প লাগানো বদলে কেবল মোবাইলে পাওয়া একটি মেসেজ কোড লিখলেই চলবে। স্ট্যাম্প নেবার বদলে পোস্ট অফিসে একটি মেসেজ পাঠিয়ে ফিরতি মেসেজ হিসেবে পাওয়া কোডটি স্ট্যাম্প বসানোর স্থানে লিখে দিতে হবে । খবর বিবিসি অনলাইন-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০১১ সালের ১ এপ্রিল থেকে এই সার্ভিসটি চালু হচ্ছে। কেবল ৫০ গ্রাম ওজনের চিঠিতে এই সার্ভিসটি পরীক্ষামূলকভাবে চালু হবার কথা থাকলেও পরবর্তীতে ২ কেজি ওজনের পার্সেলের ক্ষেত্রেও এটি চালু হবে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মোবাইল পোস্টেজ সার্ভিসে স্ট্যাম্পের দাম মোবাইল ব্যালান্স থেকে কেটে নেয়া হবে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template