ওয়েবক্যাম কেনার আগে জেনে নিতে হবে

রেজুলেশন: ওয়েবক্যাম কেনার আগে জেনে নিতে হবে এর রেজুলেশন কত। অধিকাংশ ওয়েবক্যামের রেজুলেশন ৩২০দ্ধ২৪০ হয়ে থাকে। সাধারণ কাজের জন্য এটাই যথেষ্ট।সংযোগ: ইউএসবি কানেক্টিভিটি আছে কি না, দেখে নিতে হবে। এটি থাকলে খুব সহজেই ওয়েবক্যাম সংযুক্ত করা যায়। এফপিএস সমর্থর্ন: ফ্রেমরেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্তত ২৫ এফপিএস (৩২০দ্ধ২৪০) ফ্রেম রেট মানসম্মত ভিডিওর জন্য অপরিহার্য।সফটওয়্যার ও ড্রাইভার: ওয়েব ক্যামেরা কেনার আগে দেখে নিতে হবে এতে সফটওয়্যার ড্রাইভার ও প্রয়োজনীয় এপ্লিকেশন আছে কি না।

জনপ্রিয় কিছু অনলাইন ওয়েবক্যাম
>> http://dsc.discovery.com/cams.html একটি ডিসকভারি চ্যানেলের ওয়েবক্যাম। এর মাধ্যমে মনিটরে বসেই নিরাপদে দেখা যেতে পারে বন্য জীবজন্তু ও তাদের পরিবেশ।
>> http://www.earthcam.com-এ আউটডোর ক্যামগুলোর তালিকা বর্ণনানুক্রমে সাজানো আছে।
>> http://cn003461.phidji.com/wow/index.asp- এ ক্লিক করে সেখানে যতগুলো ওয়েবক্যাম আছে তার সবগুলোতে এক্সেস করতে পারবেন।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template