কম্পিউটারে গুগল আর্থ

গুগল আর্থ গুগলের অন্যতম জনপ্রিয় একটি সেবা। যে কেউ বিনা মূল্যে এই সফটওয়্যার নিজের কম্পিউটারে নামিয়ে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহার করে কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) থেকে তোলা সম্পূর্ণ পৃথিবীর ছবি দেখা যায়। ঠিকানা লিখে খুঁজে বের করা যায় পৃথিবীর যেকোনো স্থানের ছবি। নিয়মিত এসব ছবি হালনাগাদ করা ছাড়াও সফটওয়্যারটিতে যুক্ত করা হচ্ছে নুতন নতুন সুবিধা। যেমন একেবারে শুরুতে এটিতে শুধু স্যাটেলাইট থেকে তোলা ছবি দেখা যেত। পরবর্তী সময়ে যুক্ত করা হয় বিশেষ বিশেষ স্থানের ত্রিমাত্রিক মডেল। এর পরপরই চালু করা হয় ‘স্ট্রিট ভিউ’ সুবিধাটি, যেখানে বিভিন্ন এলাকার ছবি যুক্ত করা হয়। বড় ধরনের এই পরিবর্তন ছাড়াও ছোট ছোট বিভিন্ন ধরনের সুবিধা যুক্ত করা হচ্ছে নিয়মিতভাবে।
সফটওয়্যারটি বিনামূল্যে সংগ্রহ করা গেলেও এটি ইনস্টল করার পদ্ধতিটি কিছুটা আলাদা ধরনের। সাধারণভাবে ডাউনলোড করা হলে খুব ছোট আকারের একটি ইনস্টলার ডাউনলোড হয়। সেটি ব্যবহার করে ইনস্টল শুরু করার পর মূল সফটওয়্যারের বাকি অংশ ডাউলোড হয়ে থাকে এবং প্রতিবার নতুন করে ডাউলোড করা হলে এমন ওয়েব থেকে বাকি অংশ ডাউলোড হয়। তবে নিচে দেখানো পদ্ধতিতে ডাউলোড করা হলে সেই ইনস্টলারটি দিয়ে, সফটওয়্যারটি দিয়ে সম্পূর্ণরূপে ইনস্টল করা যাবে এবং এই পদ্ধতিতে ইনস্টলের সময় অতিরিক্ত অংশ সরাসরি ইন্টারনেট থেকে ডাউলোড করতে হবে না।
পদ্ধতি হলো:
১. গুগল আর্থ ডাউনলোড করার জন্য http://earth.google.com খুলেকরে Download Google Earth বাটনে ক্লিক করতে হবে।
২. এবার নতুন যে পাতাটি ওপেন হবে, সেটির একেবারে শেষের অংশে Agree and download বাটনের নিচে ছোট অক্ষরে Customize your installation with advanced setup. লিংটি দেখা যাবে। সেখানে advanced setup লিংকে ক্লিক করতে হবে।
৩. নতুন ওপেন হওয়া পাতা থেকে অফলাইন ইনস্টলারের জন্য বিভিন্ন অপশন নির্ধারণ করে দিতে হয়। Agree and download বাটনে ক্লিক করার আগে”Allow Google Earth to automatically install recommended updates.-এর পাশের টিক চিহ্নটি উঠিয়ে দিতে হবে। অন্যান্য অপশন আপনার প্রয়োজন অনুযায়ী চালু বা বন্ধ রাখা যাবে।
৪. এবার ডাউনলোড বাটনটিতে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে।
উইন্ডোজ ব্যবহারকারীরা সরাসরি ডাউনলোড করতে পারবেন এই ঠিকানা থেকে http://dl.google.com/earth/ client/advanced/current/GoogleEarthWin.exe।

কম্পিউটারে গুগল আর্থ

গুগল আর্থ গুগলের অন্যতম জনপ্রিয় একটি সেবা। যে কেউ বিনা মূল্যে এই সফটওয়্যার নিজের কম্পিউটারে নামিয়ে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহার করে কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) থেকে তোলা সম্পূর্ণ পৃথিবীর ছবি দেখা যায়। ঠিকানা লিখে খুঁজে বের করা যায় পৃথিবীর যেকোনো স্থানের ছবি। নিয়মিত এসব ছবি হালনাগাদ করা ছাড়াও সফটওয়্যারটিতে যুক্ত করা হচ্ছে নুতন নতুন সুবিধা। যেমন একেবারে শুরুতে এটিতে শুধু স্যাটেলাইট থেকে তোলা ছবি দেখা যেত। পরবর্তী সময়ে যুক্ত করা হয় বিশেষ বিশেষ স্থানের ত্রিমাত্রিক মডেল। এর পরপরই চালু করা হয় ‘স্ট্রিট ভিউ’ সুবিধাটি, যেখানে বিভিন্ন এলাকার ছবি যুক্ত করা হয়। বড় ধরনের এই পরিবর্তন ছাড়াও ছোট ছোট বিভিন্ন ধরনের সুবিধা যুক্ত করা হচ্ছে নিয়মিতভাবে।
সফটওয়্যারটি বিনামূল্যে সংগ্রহ করা গেলেও এটি ইনস্টল করার পদ্ধতিটি কিছুটা আলাদা ধরনের। সাধারণভাবে ডাউনলোড করা হলে খুব ছোট আকারের একটি ইনস্টলার ডাউনলোড হয়। সেটি ব্যবহার করে ইনস্টল শুরু করার পর মূল সফটওয়্যারের বাকি অংশ ডাউলোড হয়ে থাকে এবং প্রতিবার নতুন করে ডাউলোড করা হলে এমন ওয়েব থেকে বাকি অংশ ডাউলোড হয়। তবে নিচে দেখানো পদ্ধতিতে ডাউলোড করা হলে সেই ইনস্টলারটি দিয়ে, সফটওয়্যারটি দিয়ে সম্পূর্ণরূপে ইনস্টল করা যাবে এবং এই পদ্ধতিতে ইনস্টলের সময় অতিরিক্ত অংশ সরাসরি ইন্টারনেট থেকে ডাউলোড করতে হবে না।
পদ্ধতি হলো:
১. গুগল আর্থ ডাউনলোড করার জন্য http://earth.google.com খুলেকরে Download Google Earth বাটনে ক্লিক করতে হবে।
২. এবার নতুন যে পাতাটি ওপেন হবে, সেটির একেবারে শেষের অংশে Agree and download বাটনের নিচে ছোট অক্ষরে Customize your installation with advanced setup. লিংটি দেখা যাবে। সেখানে advanced setup লিংকে ক্লিক করতে হবে।
৩. নতুন ওপেন হওয়া পাতা থেকে অফলাইন ইনস্টলারের জন্য বিভিন্ন অপশন নির্ধারণ করে দিতে হয়। Agree and download বাটনে ক্লিক করার আগে”Allow Google Earth to automatically install recommended updates.-এর পাশের টিক চিহ্নটি উঠিয়ে দিতে হবে। অন্যান্য অপশন আপনার প্রয়োজন অনুযায়ী চালু বা বন্ধ রাখা যাবে।
৪. এবার ডাউনলোড বাটনটিতে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে।
উইন্ডোজ ব্যবহারকারীরা সরাসরি ডাউনলোড করতে পারবেন এই ঠিকানা থেকে http://dl.google.com/earth/ client/advanced/current/GoogleEarthWin.exe।

সফটওয়্যারের কারুকাজ

গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার


গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার করতে নিচের নিয়ম অনুসরন করুন।

নিয়ম ১ :

গ্রামীনফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software হতে
Tools > Options > Profile Management
Select করুন ।

By Default Profile Name : GP-INTERNET Select করা আছে।

এখন অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার করতে নতুন Profile Create করতে ডান পাশের প্যানেল হতে New Select করুন ।

একটেলের জন্য Profile Name : AKTEL-INTERNET type করুন। APN Static Select করে internet লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে মেনু হতে বাহির হন।

এখন মোডেমে একটেল সিম দিয়ে গ্রামীনফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software এর প্রথম Form (Connection) হতে Profile Name :
AKTEL-INTERNET Select করে Connect Click করুন ।

একই ভাবে ওয়ারিরেদ জন্য Profile Name : WARID-INTERNET type করুন। APN Static Select করে internet লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে মেনু হতে বাহির হন।

এখন মোডেমে ওয়ারিদ সিম দিয়ে গ্রামীনফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software এর প্রথম Form (Connection) হতে Profile Name :
WARID-INTERNET Select করে Connect Click করুন ।

বাংলালিংকের জন্য Profile Name : Banglalink-WEB type করুন। APN Static Select করে blweb লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে মেনু হতে বাহির হন।

এখন মোডেমে বাংলালিংকের সিম দিয়ে গ্রামীনফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software এর প্রথম Form (Connection) হতে Profile Name :
Banglalink-WEB Select করে Connect Click করুন ।

Source : http://bdrajubd.blogspot.com/2009/09/blog-post_7685.html

৫০ গিগাবাইটের ওয়েব ড্রাইভ

ফ্রি ওয়েব সাইটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফাইল আপলোডের সীমাবদ্ধতা। এছাড়াও যায়গা কম থাকে। এসমস্য সমাধানে রয়েছে অনেকগুলো অনলাইন ড্রাইভ। কিন্তু এগুলোতেও যায়গা তেমন একটা বেশী দেয় না। ১/২/৫ গিগাবাইটে যদি আপনার না হয় তাহলে একাধিক একাউন্ট খুলেতে হয়। এসমস্যা সমাধান দেবে এড্রাইভ। এখানে ৫০ গিগাবাইট যায়গা পাওয়া যাবে বিনামূল্যে। ফলে ওয়েবে বড় বড় ফাইল হোষ্টিং এর সমাধানের পাশপাশি নিজের গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিরাপদে রাখা যাবে। এজন্য www.adrive.com সাইটে ঢুকে রেজিষ্ট্রেশন করে নিতে হবে। আপনি চাইলে এখানে ফোল্ডার তৈরী করে নিতে পারেন, আর একসাথে একাধিক ফাইল আপলোড করা যাবে। এছাড়া ফোল্ডার ধরেও আপলোড করতে পারবেন। আপনার আপলোড করা ফাইলগুলো (এপলিকেশন, মিউজিক, ভিডিও, ফটো, ডকুমেন্ট ইত্যাদি) আপনি শেয়ার দিতে পারেন এছাড়াও ব্যাক্তিগতভাবে রাখা যাবে।

এক ঠিকানা থেকে অন্য ঠিকানাতে মেইল ইমপোর্ট করা

বিভিন্ন কারণে এক ইমেইলের মেইল অন্য মেইলে নেবার প্রয়োজন হয়। জনপ্রিয় মেইল সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু, জিমেইল, হটমেইল ইত্যাদির মধ্যে মেইল ট্রান্সফারের উপায় দিবো।
অন্য মেইল থেকে জিমেইলে: পপ৩ সমর্থিত মেইল ঠিকানাগুলো থেকে জিমেইলে মেইল আনা যায়। এজন্য যে ঠিকানা থেকে মেইল আনতে চান সেই মেইলে লগইন করে পপ সক্রিয় করুন। এবার জিমেইল লগইন করে Settings থেকে Accounts ট্যাবে গিয়ে Add a mail account you own এ ক্লিক করুন। এবার টেক্সট বক্সে পুরাতন ইমেইল ঠিকানা লিখে Next Step বাটনে ক্লিক করুন। এখানে ইউজার, পাসওয়ার্ড, পপ সার্ভার, পোর্ট ঠিকমত লিখে (সয়ংক্রিয়বাবে চলে আসবে) Add Account এ ক্লিক করুন। এবার Yes, I want to be able to send mail as.... অপশন চেক রেখে Next Steps বাটনে ক্লিক করুন। এখানে একাউন্টের নাম লিখে Next Steps বাটনে ক্লিক করুন। এবার Send Verification বাটনে ক্লিক করলে পুরাতন মেইল ঠিকানাতে ভেরিফিকেশন কোড মেইল আসবে। উক্ত ভেরিফিকেশন কোড এখানে লিখে Verify বাটনে ক্লিক করলে একাউন্টটি উক্ত যুক্ত হবে এবং আগের মেইলের মেইলগুলো চলে আসবে। এভাবে আপনি আরো পপ৩ সমর্থিত মেইল ঠিকানার মেইল জিমেইলে আনতে পারবেন। এভাবে মেইল ঠিকানা যুক্ত হবার ফলে জিমেইল থেকে উক্ত ঠিকানা ব্যবহার করে মেইল পাঠাতেও পারবেন।
নতুন জিমইলে: সমপ্রতি খোলা জিমেইলেগুলোতে মেইল এবং ঠিকানা ইমপোর্ট করার সুবিধা রয়েছে যা পুরাতন জিমেইলগুলোতে নেই। এজন্য জিমেইলে লগইন করে Settings থেকে Accounts and Import ট্যাবে যান। এবার Import mail and contacts বাটনে ক্লিক করে Step 1 এ যে মেইল থেকে মেইল এবং ঠিকানা আনতে চান তা লিখে Continue বাটনে ক্লিক করুন। পরবর্তি উইন্ডোতে ইমইেলের পাসওয়ার্ড লিখে Continue বাটনে ক্লিক করুন। এবার Step 2 তে অপশন নির্বাচন করে Start Import বাটনে ক্লিক করুন। এখন Step 3 তে OK করুন পরবর্তি ২৪-৪৮ ঘন্টার মধ্যে উক্ত মেইলের সকল মেইল নতুন ঠিকানাতে চলে আসবে। এভাবে আপনি পপ৩ সমর্থিত Yahoo!, Hotmail, AOL থেকে মেইল আনতে পারবেন।
সাধারণত ইয়াহু প্লাসে পপ৩ সুবিধা থাকে সেক্ষেত্রে সাধারণ ইয়াহু ব্যবহারকারীরা জিমেইলে মেইল ট্রান্সফার করতে পারবেন না। সেক্ষেত্রে নতুন একটি হটমেইল একাউন্ট খুলে নিন্মাক্ত পদ্ধতিতে ইয়াহু থেকে হটমেইলে এবং পরে হটমেইল থেকে জিমেইলে মেইল ট্রান্সফার করা যাবে।
জিমেইলের মেইল কম্পিউটারে ব্যাকআপ এবং রিস্টোর করা: জিমেইলের মেইল ব্যাকআপ বা রিস্টোর করা যাবে জিমেইল-ব্যাকআপ সফটওয়্যারের সাহায্যে। ৪.৩৫ মেগাবাইটের ফ্রি এই সফটওয়্যারটি http://www.gmail-backup.com থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে জিমেইলের ঠিকানা এবং পাসওয়ার্ড দিন এবং কোথায় ব্যাকআপ রাখবেন তা Directory বাটনে ক্লিক করে নির্দিষ্ট ফোল্ডার দেখিয়ে দিন। এখন Backup বাটনে ক্লিক করলে (Newest emails only চেক করা থাকলে) নতুন আসা মেইলগুলো ডাউনলোড হতে থাকবে। আপনি চাইলে Newest emails only চেক তুলে নির্দিষ্ট তারিখের রেঞ্জ নির্ধারণ করে দিতে পারেন। আপনি যদি কোন ঠিকানা থেকে ডাউনলোড করা মেইল আপলোড বা রিষ্টোর করতে চান তাহলে জিমেইলের ঠিকানা, পাসওয়ার্ড এবং ব্যাকআপ ফোল্ডার দেখিয়ে Restore বাটনে ক্লিক করলেই হবে।
আউটলুক এবং থান্ডারবার্ড থেকে গুগল এ্যাপসে: নিজস্ব ডোমেইনে গুগল এ্যাপসের মেইলে Google Email Uploader সফটওয়্যার দ্বারা মেইল ক্লাইন্ট আউটলুক এবং থান্ডারবার্ডের মেইল সহজেই আপলোড করা যায়। এজন্য Click This Link থেকে ৫৩৪ কিলোবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। সফটওয়্যারটি চালাতে মাইক্রোসফট ডটনেট ২.০ প্রয়োজন হবে। এবার সফটওয়্যারটি চালু করে গুগল এ্যাপসের ইউজার-পাসওয়ার্ড দ্বারা লগইন করুন তাহলে আপনার কম্পিউটারে ইনস্টল থাকা আউটলুক এবং থান্ডারবার্ডের মেইল সংখ্যা দেখাবে। এখন মেইল (ফোল্ডার) নির্বাচন করে Next করুন। এবার ফোল্ডারের নামে লেবেল হিসাবে মেইলগুলো রাখতে চান কি না তার জন্য Create Labels from Folder Name চেক অথবা আনচেক করে Upload বাটনে ক্লিক করুন। তাহলে কিছুক্ষণের মধ্যে মেইলগুলো আপলোড হবে। যদি কোন কারনে মেইল আপলোড বন্ধ করেন বা বন্ধ হয়ে যায় পরবর্তিতে চালু করলের বন্ধ হওয়া পর্যন্ত যে মেইলগুলো আপলোড করা হয়েছিলো তার পর থেকে আপলোড হবে। আপনি যদি পপ৩ মেইলগুলো আউটলুক বা থান্ডারবার্ডে ডাউনলোড করেন তাহলে এভাবে সেগুলোও আপলোড করতে পারবেন।
অন্য মেইল থেকে ইয়াহুতে: অন্যকোন মেইল (Windows Live/Hotmail Gmail, AOL ইত্যাদি) থেকে ইয়াহু! মেইলে মেইল আনা যায়। এজন্য https://secure5.trueswitch.com/yahoo এই ঠিকানাতে যান এবং যে ইয়াহুতে মেইলগুলো আনতে চান তার আইডি এবং পাসওয়ার্ড দ্বারা লগইন করুন। এবার পরবর্তি পেজে I Agree বাটনে ক্লিক করে পরবর্তি পেজে যে মেইল থেকে মেইলগুলো আনতে চান তা লিখে ডোমেইন নির্বাচন করে পাসওয়ার্ড দিন এবং চাইলে অনান্য অপশন নির্বাচন করে Start Transfer বাটনে ক্লিক করুন। তাহলে ভেরিফিকেশন শুরু হবে এবং শেষ হলে পরবর্তি ২৪ ঘন্টার ভিতরে সমস্তকিছু ট্রান্সফার হবে মর্মে ম্যাসেজ দেবে।
অন্য মেইল থেকে উইন্ডোজ লাইভে (হটমেইল/লাইভ): অন্যকোন মেইল (Yahoo!, Gmail, AOL ইত্যাদি) থেকে মেইল আনতে হলে https://secure5.trueswitch.com/winlive এই ঠিকানাতে যান এবং I have read, understand and agree বাটন চেক করে Begin বাটনে ক্লিক করুন। এবার COPY FROM থেকে যে মেইলের মেইল আনতে চান তা নির্বাচন করে ইমেইল ঠিকানা এবং পাসওয়ার্ড দিন। এবার ডানে COPY TO WINDOWS LIVE HOTMAIL অংশে লাইভ/হটমেইলের ঠিকানা এবং পাসওয়ার্ড লিখে Continue বাটনে ক্লিক করুন। এবার প্রয়োজনীয় অপশন বাটনগুলো নির্বাচন করে Submit বাটনে ক্লিক করুন। তাহলে পরবর্তি ২৪ ঘন্টার মধ্যে পুরানো মেইলের মেইলগুলো মেইল ঠিকানাসহ আপনার নতুন মেইলে চলে আসবে। এছাড়াও পূর্বের মেইলে থাকা মেইল ঠিকানাগুলোতে নতুন মেইল ঠিকানা খোলের ঘোষণা সয়ংক্রিয়ভাবে চলে যাবে।

Source : http://www.shamokaldarpon.com/?p=1344

বাংলাদেশে ফ্রি টেলিফোন কল !

অবিশ্বাস্য হলেও সত্যি যে গিজমো তার নতুন সার্ভিস নিয়ে এসেছে যেখানে আপনি প্রতিদিন ফ্রি ১০ মিনিট ফোন কল করতে পারবেন। সার্ভিসটি হল যে কোন দেশে কল করার সুযোগ আর তার মধ্যে বাংলাদেশের নামও আছে। আমরা দুদিন ব্যবহার করে দেখলাম, সত্যি সত্যিই তারা প্রতিদিন ১০ মিনিট ফ্রি কল দিচ্ছি। আর এই জন্য আপনাকে কোন সফট ইন্সটল করা লাগবেনা। ওয়েবব্রাউজার (ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, ফায়ারফক্স দিয়ে) করতে পারবেন। এটা একটি বড় সুবিধা বলা যায়। অবশ্য ফ্লাশ ইন্সটল ও একটি বিশেষ প্লাগিন ইন্সটল করতে হবে এবং আপনার ব্রাউজার তা অটোমেটিক করে ফেলবে।

ইদানিং বাংলাদেশের কলিং কার্ডগুলি অবৈধ হওয়ায় আমেরিকা সহ অন্যান্য দেশ থেকে কলিং কার্ডের মাধ্যেমে বাংলাদেশে ফোন করা যাচ্ছেনা।কিন্তু এই সার্ভিসটি ব্যবহার করে বাংলাদেশে আমরা কথা বলতে পারলাম। বাংলাদেশের ল্যান্ড ও মোবাইল দুটিতেই যাচ্ছে।

প্রতিদিন ১০ মিনিট মন্দ কি?

তবে একাউন্ট রেজিস্ট্রেশন না করলে ফ্রি ৫ মিনিট দেয়। তাই রেজিস্ট্রেশন করে উপভোগ করুন এই সুযোগ।
Download

elephants dream - একটি মুক্ত চলচ্চিত্র

চলচ্চিত্র জগতে এনিমেটেড চলচ্চিত্রের এখন জয়জয়কার । যার প্রমান মিলেছে শ্রেক , ফাইন্ডিং নিমো , শার্কটেল এর মত এনিমেটেড চলচ্চিত্রের জনপ্রিয়তার দ্বারা ।ত্রিমাত্রিক চলচ্চিত্র গুলো মূলত সফওয়্যার ও হার্ডওয়্যারের সমন্বয় প্রস্তুত করা হয় । এই সফটওয়্যার গুলো আন্তর্জাতিক মানের এবং এগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে । মনে করুন এ্যানিমেশন তৈরী করার মত সৃজনশীলতা আপনার আছে । তবে দামি এ্যানিমেশন সফটওয়্যারগুলো কিনতে সক্ষম নন , তবে কি করবেন ?

ভাবুন তো এমন একটি সফটওয়্যার যেটি দিয়ে আপনি মডেলিং , টেক্সচারিং , এ্যানিমেশন , রেন্ডারিং সব কিছুই করতে পারবেন । কিন্তু সফটওয়্যারটি পেতে পারেন বিনামূল্যে ।
হ্যাঁ এমনই একটি সফটওয়্যার আছে যার নাম ব্লেন্ডার । এর প্রস্তুতকারক Blender Foundation (http://www.blender.org/) । এর মাধ্যমে যে আন্তর্জাতিক মানের এনিমেশন চলচ্চিত্র প্রস্তুত করা সম্ভব তা elephants dream এর দ্বারা প্রমানিত হয়েছে ।

এবার আসি মূল আলোচনায় elephants dream চলচ্চিত্রটির প্রযোজক Ton Roosendaal । যিনি ব্লেন্ডার সফটওয়্যারটির মূল ডেভলপার এবং Blender Foundation এর চেয়ারম্যান , নির্দেশক Bassam Kurdali , আর্ট ডিরেক্টর Andreas Goralczyk যারা এই প্রজেক্টের উল্লেখযোগ্য নাম । এই প্রজেক্টটি ছিল কমিউনিটি ভিত্তিক একটি প্রজেক্ট । প্রজেক্টটির নাম দেয়া হয় " Orange Open Movie Project" ।

প্রযোজক Ton Roosendaal প্রথমে এই প্রজেক্টটির প্রি-প্রোডাকশন কালে প্রজেক্টটিতে যুক্ত হবার জন্য কমিউনিটি থেকে আমন্ত্রন জানান Bassam Kurdali এবং Andreas Goralczyk কে । এরপর প্রজেক্টটির কাজ কিছুটা গুছিয়ে আনার পর তারা এই প্রজেক্টটির জন্য কমিউনিটিতে Public Application প্রকাশ করেন । যাতে অন্যরা এই প্রজেক্টটিতে যুক্ত হবার জন্য Lead Artist বা Technical Artist বা অন্য পদে আবেদন করতে পারেন । পরবর্তীতে অসংখ্য আবেদনকারী দেখে প্রযোজক নির্দেশকগন অভিভূত হয়েছিলেন । তাদের মধ্যে বেশ কয়েকজন অত্যন্ত দক্ষ ছিলেন । তবে দক্ষতার ভিত্তিতে তিন জন Lead Artist একজন Technical Director ও একজন Music/Sound Designer ডিজাইনার নেয়া হয় । এই প্রজেক্টের পেছনে আর কারা ছিলেন তা জানতে ভিজিট করুন (http://orange.blender.org/theteam ) । প্রথমদিকে তাদের কোন ধারনা ছিলনা যে এই প্রজেক্টটি কি করে সম্পূর্ন হবে । তবে পারস্পরিক সহযোগিতায় প্রজেক্টটির কাজ এগুতেথাকে । কাজ শুরুর জন্য প্রথমে প্রয়োজন ছিল একটি স্টুডিও এবং কম্পিউটার । লিনাক্স ওএস এবং ম্যাক কম্পিউটারের সমন্বয় গড়ে তোলা হয় স্টুডিও । এই মুভিটি তৈরীর কাজে পুরোপুরি ভাবে ব্যবহৃত হয়েছে ওপেনসোর্স সফটওয়্যার Blender , ইমেজ এডিটিং এবং টেক্সচারিং এর কাজে ব্যবহার হরা হয়েছে ওপেনসোর্স ইমেজ এডিটিং সফটওয়্যার Gimp । ক্যারেকটার ডিজাইন , মডেলিং টেক্সচারিং ইত্যাদি করা তাদের জন্য খুব একটা কঠিন হয়নি । কারণ কমিউনিটির সদস্যগণ এ ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করেছেন । কেউ ক্যারেকটার সম্পর্কে আইডিয়া দিয়ে , কেউ টেক্সচার / ম্যাটেরিয়াল দিয়ে সহায়তা করেছেন ।



ফিল্মটি হচ্ছে দুটি চরিত্রের উপর ভিত্তি করে Emo এবং Proog এবং তাদের আলাদা দৃষ্টিভঙ্গি সেই বিশ্বকে দেখার যেখানে তারা বাস করছে । দর্শক এখানে এমন একটি বিশ্বে ভ্রমন করবেন যা যান্ত্রিক এবং প্রযুক্তির বিস্ময়ে ভরা যাদের রয়েছে নিজেস্ব জীবন । ছবিটি সম্পর্কে আর বলে দেখার মজা নষ্ট করতে চাইনা ছবিটি দেখতে হলে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন ।


এবার বলি কেন এটিকে বলা হচ্ছে Open Movie বা মুক্ত চলচ্চিত্র । সাধারণত যে এ্যনিমেশন চলচ্চিত্রগুলো তৈরী করা হয় সেগুলো কিভাবে তৈরী করা হয় তা জানা সম্ভবপর নয় । তবে এই চলচ্চিত্রটি কিভাবে তৈরী করা হয়েছে তা আপনি জানতে পারবেন এবং এর প্রোডাকশন ফাইল , ম্যাটেরিয়াল সবকিছুই পেতে পারেন বিনাম্যূল্যে । যা ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আওতায় রয়েছে । বিস্তারিত জানতে দেখুন :

http://www.creativecommons.org/
http://orange.blender.org/blog/creative-commons-license-2/

এগুলো ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আওতায় ব্যবহার করতে পারেন বা শেখার কাজে ব্যবহার করতে পারেন ।
আর এই চলচ্চিত্রটি আপনি বিনামূল্যে ডাউনলোড করতে পারেন এখান থেকে :

http://www.elephantsdream.org/download

http://orange.blender.org/download


ডাউনলোড করার জন্য আপনি অসংখ্য ভিডিও ফরমেটে ও রেজুলেশনে পাবেন । যেমন ধরুন AVI , MPEG4 , QuickTime , এমনকি PlayStation Portable, iPod video and মোবাইলের জন্য 3gp ফরমেট ও পাওয়া যাবে । এছাড়া আপনি টরেন্ট এর মাধ্যমেও ডাউনলোড করতে পারেন তবে এর জন্য বিটটরেন্ট ক্লায়েন্টটির প্রয়োজন হবে । এখান থেকে প্রোডাকশন ফাইলগুলোও ডাউনলোড করতে পারবেন ।


আশা করি বুঝতে পেরেছেন কি এই Open Film বা মুক্ত চলচ্চিত্র এটি চলচ্চিত্র জগতে এক নতুন ধারা । তবে এই চলচ্চিত্রটি শুধু ডাউনলোডের জন্যই নয় ডিভডি আকারেও পাওয়া যাবে বিস্তারিত জানতে ভিজিট করুন :

http://www.blender3d.org/e-shop/product_info.php?products_id=84

http://www.blender.org/e-shop/


এ জাতীয় চলচ্চিত্র এ্যনিমেটরদের জন্য নতুন দরজা খুলে দিয়েছে । এ্যনিমেটর বা এ্যনিমেশন শিক্ষার্থীগণ চলচ্চিত্রটির প্রোডাকশন ফাইল সংগ্রহ করে শিখতে পারে । একটি এ্যানিমেশন চলচ্চিত্র কিভাবে তৈরী করা যায় আর এটি সংরক্ষন , কাউকে দেয়া বা কেউ যদি এটি নিজ ভাষায় ডাবিং করতে সক্ষম তবে তা করতে পারেন অনুমতি ব্যাতিত তবে ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আওতায় :
http://orange.blender.org/blog/creative-commons-license-2/

যা মূলধারার চলচ্চিত্রগুলো তে কপিরাইট আইনের কারণে আইনসম্মত ভাবে করা সম্ভব নয় ।

তথ্যের উৎসঃ
http://orange.blender.org/
http://www.elephantsdream.org/
http://www.blender.org/

ইন্টারনেটে আমার ভাষা

ভাষা টিকে থাকবে−গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কারের আগে এ প্রশ্নের উত্তরটা ছিল সহজ। বলা হতো, সেসব ভাষাই টিকে থাকবে, যেগুলোর লিখিত রূপ আছে। যে যে ভাষা কেবল ‘কথাবার্তায়’ চলে, তা বিবর্তিত হয়ে একসময় হারিয়ে যাবে। ছাপাখানা আবিষ্কারের পর, ব্যাপারটা অনেকখানি পাল্টে গেল। তখন বোঝা গেল, ভাষাকে বাঁচিয়ে রাখতে হলে দরকার তার ‘মুদ্রণরূপ’। পরের ইতিহাস অনেক দ্রুত এগিয়েছে। যে ভাষাগুলো তাদের অক্ষরের ছাপ পায়নি, সিসাতে তারা হারিয়ে যেতে শুরু করল। বলা যায়, ভাষার ওপর প্রযুক্তির ছড়ি ঘোরানো সেই থেকে। এরপর এল টাইপরাইটার, ফটোটাইপ সেটিং−ক্রমশ উন্নত প্রযুক্তি!

বিশ শতকে কম্পিউটার, কম্পিউটারের নিজের ভাষা কিন্তু সহজ−জলবৎ তরলং, কেবল ‘১’ আর ‘০’। তা সে ভাষা তো মানুষ ‘সেভাবে’ বোঝে না, তাই তৈরি করা হলো নিয়মকানুন, অনুবাদক। আমাদের ভাষাকে কম্পিউটারের ভাষায় প্রকাশের জন্য একটা মোর্সকোডের মতো ম্যাপ বানানো হলো [মোর্সকোড হলো ড্যাশ আর ডটের মাধ্যমে ইংরেজি বর্ণমালা বোঝানোর সংকেতলিপি। টেলিগ্রাফে ব্যবহূত হয়]। সেটির একটি গালভরা নামও হলো−আসকি (ASCII)। এগুলো কিন্তু মুশকিল নয়, বরং প্রযুক্তির ধারাবাহিক ক্রমবিকাশ। মুশকিলটা হয়েছে অন্য। শিল্প ও জ্ঞান-বিজ্ঞানের বিকাশ এই পৃথিবীর সবখানে একসঙ্গে হয়নি। ফলে কম্পিউটার নামের যন্ত্রটির বিকাশের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের সবাই ছিলেন ইংরেজি ভাষাভাষী। ফলে তাঁরা কেবল তাঁদের ভাষার (ইংরেজি) কথা ভেবে যাবতীয় কল-কব্জা, নীতিমালা বানিয়েছেন। কম্পিউটারের ব্যাপারটা এমন যে অচিরে সেটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। অন্য ভাষার লোকেরা সেটিকে তাদের মতো করে, তাদের ভাষায় ব্যবহার করতে চাইল। কম্পিউটারবিদেরা পড়লেন বিপদে। কারণ, সব তো বানানো হয়েছে ইংরেজিকে কেন্দ্র করে। ‘যত মুশকিল তত আসান’ কাজে সবাই রাস্তাও বের করে ফেললেন। দুটো রাস্তা−প্রথমটিও ইংরেজির সঙ্গে সহাবস্থান, আশু করণীয় হিসেবে। অর্থাৎ ‘আসকি’র ইংরেজি ছাড়া অংশগুলো নিজেদের ভাষার জন্য ব্যবহার করা, একটি মধ্যবর্তী প্রক্রিয়া ব্যবহার করা ইত্যাদি। ফলে ইংরেজি কম্পিউটারে জাপানি, আরবি এমনকি বাংলা ভাষায় কাজ করা সহজ হয়ে গেল। এ কাজটা করার সময় কয়েকটি জাতি প্রথমেই ম্যাপের ব্যাপারে একমত হয়েছে। যেমন ভারতীয়রা, তারা আসকি থেকে ইসকি (ISCII) বানিয়ে নিয়ে সবাই সেটা মেনে চলেছে। আবার অনেক দেশে আসকির খালি জায়গাগুলো ‘যে যেমন খুশি’ তেমনই ব্যবহার করেছে। যেমন−আমরা। ফলে আমরা কম্পিউটারে বাংলা লিখতে পারলাম বটে, তবে আমার লেখা আর আপনার কম্পিউটারে ‘পড়া’ যায় না! এভাবে কম্পিউটারে ভাষার ‘স্থানীয়’ সমাধানের পাশাপাশি কাজ হলো ‘আন্তর্জাতিক’ সমাধানের। ফলাফল হিসেবে পাওয়া গেল ‘ইউনিকোড’−বলা যায়, ‘আসকিরই শতপুত্র’। আসকিতে ছিল মোটে ২৫৬টি সংকেত। ইউনিকোডে হলো ৬৫ হাজারেরও বেশি! অর্থাৎ কি না পৃথিবীতে যত ভাষা চালু আছে, তার যত প্রতীক আছে, সবই সেখানে রাখা যাবে (ম্যাপিং)।

পৃথিবীর আর দশটি ভাষার মতো আমার মায়ের ভাষাও ঢুকে গেল ইউনিকোডে। অর্থাৎ ইউনিকোডে নির্ধারিত হয়ে গেল বাংলা ভাষার ‘ক’-কে কম্পিউটার কোন সংকেত হিসেবে চিনবে। যে সফটওয়্যারগুলো ইউনিকোড মেনে চলে তাদের বেলায় সব ‘ক’ একই সংকেতে চেনা যাবে। অর্থাৎ আমার আর আপনার কম্পিউটারে বাংলা লেখার পদ্ধতি যদি ইউনিকোড সমর্থিত হয়, তাহলে কারও কোনো বিভ্রান্তি হবে না!
এভাবে আমাদের কম্পিউটারে বাংলা লেখার একটি দীর্ঘদিনের সমস্যার আন্তর্জাতিক সমাধান হয়ে গেল। এখন সেটা মেনে নিলেই হয়। ইতিমধ্যে দেশে ও দেশের বাইরের অগুনতি বাংলাপ্রেমী তাদের চেষ্টা ও অধ্যবসায়ে ইউনিকোডে বাংলা লেখার নানা উপকরণ হাজির করে ফেলেছে। ফলে ধীরে ধীরে হলেও কম্পিউটারে বাংলা ভাষা একটা প্রমিতমানের দিকে এগোতে শুরু করল।

তবে ইউনিকোডে বাংলার এই প্রচলন কেবল যে লেখালেখির সমস্যার সমাধান করেছে, তা কিন্তু নয়। আগে যেহেতু আমরা কেবল কম্পিউটারে লেখালেখি বা হিসাব-নিকাশ করতাম, সেহেতু আমাদের সব ‘বাংলা সমাধান’ ছিল প্রোগ্রাম-নির্ভর। ইউনিকোড এসে আমাদের প্রোগ্রাম-নির্ভরতা থেকে মুক্তি দিয়েছে। অর্থাৎ এখন আপনার কম্পিউটারে যদি ইউনিকোড সমর্থিত বাংলা চালু থাকে, তাহলে আপনি বাংলায় যেমন লেখালেখি বা হিসাব করতে পারবেন তা-ই নয়, আপনি পারবেন আপনার মায়ের ভাষায় ই-মেইল লিখতে, ফেসবুকে স্ট্যাটাস লাইনটি বাংলায় লিখতে, ওয়েবসাইটটি বাংলায় সাজাতে, দিনপঞ্জি বাংলার লিখতে কিংবা বাংলাতেই তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান করতে!
বলা যায়, একবারেই সব সমস্যার সমাধান।

ইউনিকোডের প্রচলনে ব্যক্তি ও বেসরকারি উদ্যোগের যতটা বিকাশ আমরা গত কয়েক বছরে দেখেছি, সরকারি ক্ষেত্রে ততটা দেখা যায়নি। তবে ২০০৮ সালে ভোটার তালিকা করতে গিয়ে নির্বাচন কমিশন প্রবলভাবে সরকারি কর্মকাণ্ডকে ইউনিকোডে ফিরিয়ে নিয়েছে। দেশের সবচেয়ে বড় তথ্যভাণ্ডারটি (ডেটাবেইস) বাংলা ভাষায়, ইউনিকোডেই হয়েছে। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে পাওয়া গেছে ‘নিকস’ নামের একগুচ্ছ বাংলা ফন্ট এবং পুরোনো দলিল-দস্তাবেজ ইউনিকোডে রূপান্তরের জন্য রূপান্তরক (কনভার্টার)। শুনেছি এবারের বইমেলায় একটি বইও প্রকাশিত হয়েছে ইউনিকোডে, নিকস ফন্টে। কাজেই শুরুর প্রশ্নের একটা উত্তর আমরা পেয়ে যাচ্ছি। ইউনিকোডে সমর্থিত হলে একটি ভাষা টিকে যাবে কম্পিউটার জগতে এবং এর পাশাপাশি বস্তু জগতেও। তবে খটকা একটা থেকেই যাচ্ছে। কেবল ইউনিকোডে ম্যাপিং, কি-বোর্ড আর সফটওয়্যার থাকলেই সাইবার জগতে বাংলা ভাষা টিকে যাবে? উত্তর খুঁজতে হবে আমাদের দ্বিতীয় দুনিয়ায়, ইন্টারনেটে। উনিশ শতকের সত্তরের দশকের শেষভাগে গবেষণাকাজের সহযোগিতার জন্য যে নেটওয়ার্কের জন্ন, ডব্লিউ ডব্লিউ ডব্লিউ বা ওয়াল্র্ড ওয়াইড ওয়েবের জোয়ারে সেটি এখন ঢুকে পড়েছে আমাদের ঘরেও। ইন্টারনেটের এক বিশাল জাল ক্রমেই মানব জাতিকে এক সুতায় গেঁথে ফেলছে সাইবার জগতের সূত্রে। সেই ইন্টারনেটেই তাহলে টিকে থাকতে হবে ভাষাকে! কেমন করে?
ইন্টারনেটে কেন মানুষ ঢোকে? সহজ জবাব তথ্য খুঁজতে, জানতে। এখন পর্যন্ত ইন্টারনেটে যা কিছু পাওয়া যায়, তার বেশির ভাগ ঠিক করে বললে ৮০-৯০ শতাংশ হলো ইংরেজি ভাষায়। ফলে ইংরেজি না জানলে সেখান থেকে কিছু বের করে আনা মুশকিল। আমাদের মতো দেশগুলোর তাতে আবার সমস্যা (আসকির মতো)! এখন আমাদের দুটো পথ। নিজের মায়ের মুখে ইংরেজি ভাষা বসিয়ে দেওয়া, প্রথমটা। অনেকেই আছে যারা এই মতবাদে বিশ্বাসী। গ্লোবাল ভিলেজের দোহাই দিয়ে তারা আমাদের ভাষা, কৃষ্টি ও ঐতিহ্যকে বিসর্জন দিতে চায়।

আমরা চাই না। ১৯৫২ সালে যে কারণে মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করতে চেয়েছি, ঠিক সে কারণেই আমরা ইন্টারনেটে মায়ের ভাষা চায়। বায়ান্নর সঙ্গে পার্থক্য হলো, তখন আমাদের ‘চাওয়ার’ দিন ছিল, এখন আমাদের ‘করার’ দিন। ইন্টারনেটে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার সব উপকরণই আমাদের আছে। দেশে এমনকি গড়ে উঠেছে স্বেচ্ছাসেবকদের এক বড় বাহিনীও। অনেকেই হয়তো জানে, ইন্টারনেটে বাংলা ভাষার সবচেয়ে বড় তথ্যভাণ্ডার বাংলা উইকিপিডিয়া। গড়ে তুলেছে একদল স্বেচ্ছাসেবী। রয়েছে বাংলা ভাষায় দিনপঞ্জি লেখার অনেক সাইট। বেশ কিছু ওয়েবসাইট এখন সম্পূর্ণ বাংলায়! এসবই আমাদের ভাষায় পতাকা উড়িয়েছে ইন্টারনেটে। তবে সেটিকে এগিয়ে নেওয়ার জন্য দরকার সরকারি-বেসরকারি, স্বেচ্ছাসেবী, পারিশ্রমিকভিত্তিক−সব ধরনের উদ্যোগ। বাংলা ভাষার সব সেরা সম্পদ, যা ইতিমধ্যে পাবলিক ডোমেইনে চলে এসেছে, সেগুলোকে ইন্টারনেটে উন্নুক্ত করা যায়। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, মীর মশাররফ হোসেন, বেগম রোকেয়াসহ সব মনীষীর সৃষ্টিকর্ম ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হোক। সরকারের কাছে গচ্ছিত মহান মুক্তিযুদ্ধের সব ঐতিহাসিক দলিল-দস্তাবেজ, ছবি, চলচ্চিত্রকে জনগণের সম্পদ (পাবলিক ডোমেইন) হিসেবে ঘোষণা করে সেগুলো ইন্টারনেটে প্রকাশ করা হোক। সরকারি পাঠ্যপুস্তকগুলোও ছড়িয়ে দেওয়া হোক সাইবার জগতে।

সব সরকারি ওয়েবসাইটে বাংলাকে বাধ্যতামূলক করে, বাংলা ভাষায় যেন ক্রেডিটকার্ডের লেনদেন করা যায়, এর আয়োজনও করা হোক। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা এও জানি, ইন্টারনেটে আমার মায়ের ভাষাকে সগৌরবে প্রতিষ্ঠা করার লড়াইটা করতে হবে, বদলে দেওয়ার প্রত্যাশী তরুণ প্রজন্নকে বাংলা ভাষায় ই-মেইল লিখে (রোমান হরফে নয়) তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান করে। ব্লগসাইটসহ নানা ফোরামে সক্রিয় হয়ে তাদের বদলে ফেলতে হবে নিজেদের। তাতেই বাড়বে বদলে দেওয়ার শক্তি। ইতিহাসে পরিবর্তনের জন্য রুখে দাঁড়াতে হয়েছে তরুণদেরই। কখনো কলম হাতে, কখনো বন্দুক হাতে। এখন সেটা করতে হবে ইউনিকোড সমর্থিত কিবোর্ডে ঝুঁকে, উইকিপিডিয়া কিংবা ফেসবুকে, মনের আনন্দে কিন্তু দিনবদলের প্রত্যাশায়!

ওপেনসোর্স কি ও কেন? সহজ ভাষায়…

ওপেনসোর্স কি, কেন?

একটি অ্যাপ্লিকেশন তৈরী করা হয় প্রোগ্রামিং কোডের উপর ভিত্তিকরে । প্রোপ্রাইটরি সফটওয়্যার কোম্পানী গুলো তাদের তৈরীকৃত সফটওয়্যার এর প্রোগ্রামিং কোড বা সোর্সকোড তাদের কাছেই সংরক্ষিত রাখে । অর্থাৎ সর্বসাধারণের এটি দেখার অনুমতি নেই । ওপেনসোর্স হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত । ওপেনসোর্স সফটওয়্যারের প্রোগ্রামিং সোর্সকোড সকলের জন্য উন্মুক্ত থাকে । এখন কথা হচ্ছে কী লাভ এতে ?
লাভ দুপক্ষেরদই রয়েছে সফটওয়্যারটির প্রস্তুতকারকের ও তার ব্যবহারকারীরঃ
প্রস্তুতকারকের লাভ :

যেহেতু সকলেই এর সোর্সকোড দেখতে পারে তাই যে কেউ সফটওয়্যারটিকে আরো উন্নত করতে পারে । কারণ সারাবিশ্বে ছড়িয়ে আছে অসংখ্য প্রোগ্রামার একজন আরেকজন থেকেও দক্ষ । তারা সেই সফটওয়্যারটিকে আরো উন্নত করে তোলার ক্ষেত্রে সহায়তা করতে পারে (প্রোপ্রাইটরী সফটওয়্যার কোম্পানীর ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের প্রোগ্রামারদের মধ্যে তা সীমাবদ্ধ থাকে )। সফটওয়্যারে কোন ত্রুটি থাকলে সেটি প্রকাশ পাবার সাথেসাথেই সমাধান পাওয়া সম্ভব ( প্রোপ্রাইটরী সফটওয়্যার কোম্পানীর ক্ষেত্রে তাদের উপর নির্ভর করে বসে থাকতে হয় কখন তারা এটির সমাধান করবে )
ব্যবহারকারীর লাভ :

ব্যবহারকারীর চাহিদার গুরুত্ব : ওপেনসোর্স এ্যাপ্লিকেশনে আপনি যদি কোনকিছু বা কোন ফিচারের অভাব বোধ করেন তবে সেটি ডেভলপারদের জানালে আপনার চাহিদা গুরুত্ব সহকারে দেখা হবে এবং এপ্লিকেশনে উক্ত ফিচার যুক্ত ও করে দেয়া হবে। এমনকি মূল ডেভেলপার না করলেও অন্য যে কোন প্রোগ্রামার এ্যাডঅন/প্লাগইন হিসেবে উক্ত ফিচার যুক্ত করতে পারেন।
উন্মুক্ত সোর্সকোডের সুফল :

আপনি যদি প্রোগ্রামার হন বা শেখা শেষ করেছেন তবে ওপেনসোর্স এ্যাপলিকেশন ও তার সোর্সকোড আপনার জন্য মূল্যবান । কেন ?
ধরুন আপনার আগ্রহ বা ইচ্ছা হচ্ছে ইমেজ এডিটিং এ্যাপলিকেশন তৈরী করবেন । তবে এটি সম্পর্কে ধারণা পাবেন কিভাবে ? তখন আপনি সে ধরনের ওপেনসোর্স সফটওয়্যার খুঁজে বের করে বা http://www.sourceforge.net/ থেকে এ্যাপলিকেশন এর সোর্সকোড ডাউনলোড করে বা GIMP (http://www.gimp.org/) এর সোর্সকোড ডাউনলোড করে তা স্টাডি করতে পারেন এবং শিখতে পারেন কিভাবে সে জাতীয় এ্যাপলিকেশন তৈরী করা যায় । এটাইতো ওপেনসোর্সের লক্ষ্য/উদ্দেশ্য আপনাকে এ্যাপলিকেশন তৈরী শেখা ও মডিফিকেশনের সুযোগ দেয়া । যেটা প্রোপাইটারী এ্যাপলিকেশনে সম্ভব নয় ।
ব্যয় হ্রাসের ক্ষেত্রে ওপেনসোর্সঃ

বেশীর ভাগ ওপেনসোর্স সফটওয়্যার বিনামূল্যে হওয়ায় আপনি উচ্চমূল্যের সফটওয়্যার না কিনে ফ্রি ওপেনসোর্স সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের ব্যায় হ্রাস করতে পারেন। আপনি যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ক্রয় করেন তখন তাতে ছোটখাটো কিছু সফটওয়্যার দেয়া থাকে কিন্তু বাকিগুলো আপনাকে কিনতে হচ্ছে, অন্যদিকে আপনি যদি লিনাক্স ওএস ব্যবহার করেন তাহলে আপনি আপনার প্রয়োজনীয় বিভিন্ন সফটওয়্যার এর সাথেই পাচ্ছেন যেমন Openoffice (মাইক্রোসফট অফিসের বিকল্প), Gimp (ফটোশপের বিকল্প),Firefox (ওয়েব ব্রাউজার) এছাড়াও আরও নানান সফটওয়্যার আপনি একদম বিনামূল্যে পাচ্ছেন।
স্বচ্ছতাঃ

ওপেনসোর্স সফটওয়্যারের ক্ষেত্রে সফটওয়্যারের স্বচ্ছতা বজায় থাকে। যেমন আপনি একটি সফটওয়্যার ক্রয় করলেন যেটির সোর্সকোড উন্মুক্ত নয়। এখন সেই সফটওয়্যারে যদি কোন গোপন কোড থাকে যেটি আপনার গোপন তথ্য পাচার করে দিতে পারে এমন কিছু থাকলে তা আপনার বোঝার কোন উপায় থাকবেনা। কিন্তু ওপেনসোর্স ব্যাপারটি পুরোপুরি স্বচ্ছ কারণ আপনি সফটওয়্যারটির প্রোগ্রামিং কোডগুলো দেখতে পাচ্ছেন এবং অনাকাঙ্খিত কোড এর উপস্থিতি সহজেই বের করতে পারছেন।

আর ওপেনসোর্স মানেই ফ্রি সফটওয়্যার নয় । এটি বিক্রয় ও করা যাবে সোর্সকোড উন্মুক্ত রেখে (বেশিরভাগ ক্ষেত্রে ওপেনসোর্স জগতে পণ্য বা অ্যাপ্লিকেশন বিক্রির বদলে উন্নত সেবা বিক্রয় করা হয়)। প্রোপাইটারি বা বাণিজ্যিক সফটওয়্যারের ক্ষেত্রে অর্থ দিয়ে সেই অ্যাপ্লিকেশন কেনা সত্ত্বেও ক্রেতাকে অ্যাপ্লিকেশনটির সোর্সকোড দেয়া হয়না । সফটওয়্যার কোম্পানী এটি তাদের কাছে সংরক্ষিত রাখে ।

কাজের যত মুক্ত সফটওয়্যার

একটা সময় ছিল যখন উন্নুক্ত সফটওয়্যার মানেই ছিল সার্ভার সফটওয়্যার, কেবল কম্পিউটার পন্ডিতেরা যা ব্যবহার করেন। সার্ভার জগতে ব্যাপারটি এখনো সত্য। কারণ ইন্টারনেটের বেশির ভাগ সফটওয়্যার কিন্তু মুক্ত সফটওয়্যার। বিশ্বের ৬০ শতাংশের বেশি ওয়েবসাইট চলে এপাচি নামের সফটওয়্যারে। সংখ্যার পরিবর্তে আমরা www.prothom-alo.com লিখতে পারি, কারণ বাইন্ড নামের একটি উন্নুক্ত সফটওয়্যার সেখানে কাজ করছে। আমাদের ই-মেইলগুলো তার প্রাপকের কাছে পৌঁছে, কারণ সেন্ডমেইল নামের এসএমটিপি সার্ভারগুলো কার্যকর। কিন্তু কেবল সার্ভারে নয়, সাধারণ ব্যবহারকারীদের জন্যও রয়েছে অনেক কাজের উন্নুক্ত সফটওয়্যার। বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ব্রাউজার মজিলা ফায়ারফক্স বা ইয়াহু, হটমেইল কিংবা জিমেইলের সঙ্গে যুগপৎ কাজ করে এমন তাৎক্ষণিক বার্তাপ্রেরণের সফটওয়্যার পিজিন ছাড়িয়ে এগুলোর বিস্তৃতি এখন সর্বব্যাপী। লেখালেখি, উপস্থাপনা

কম্পিউটারে কাজের কথা বললে প্রথমেই আসে লেখালেখি, টুকটাক হিসাব-নিকাশ আর উপস্থাপনার কথা। একটা সময় ছিল যখন ওয়ার্ডস্টার, ওয়ার্ড পারফেক্ট প্রভৃতি প্রোগ্রামের মাধ্যমে ডকুমেন্ট প্রসেসিংয়ের কাজ করা হতো। মুক্ত সফটওয়্যার ব্যবহাকারীদের জন্য লেখালেখি, স্প্রেডশিট আর উপস্থাপনার সবচেয়ে কার্যকরী গুচ্ছ সফটওয়্যার হলো ওপেন অফিস। উন্নুক্ত প্রোগ্রামিং সংকেতের এই গুচ্ছ সফটওয়্যারকে অনেক সময় ওপেন অফিস ডট অর্গও বলা হয়, এর ইন্টারনেট ঠিকানার কারণে। এই গুচ্ছ সফটওয়্যারে ওয়ার্ড প্রসেসর হলো রাইটার, স্প্রেডশিট প্রোগ্রামের নাম ক্যাল্ক ও উপস্থাপনার প্রোগ্রামের নাম ইমপ্রেস। প্রত্যেকটি প্রোগ্রামই দৈনন্দিন এবং বিশেষায়িত চাহিদাগুলো পূরণ করে। আমাদের দেশের সাধারণ ব্যবহারকারীদের জন্য বাড়তি পাওয়া হলো, এই সফটওয়্যার বাংলা ভাষায়ও পাওয়া যায়। তা ছাড়া এগুলো থেকে সরাসরি পিডিএফ ফাইল বানানো যায়। এটি বিনা মূল্যে সংগ্রহ করা যাবে http://www.openoffice.org এই ঠিকানা থেকে।

ব্যবসা ও ব্যক্তিগত হিসাব−নু ক্যাশ

টাকা-পয়সার হিসাব রাখতে হয় না, এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। কম্পিউটার ব্যবহারকারীদের অনেকে স্প্রেডশিট প্রোগ্রামে ব্যক্তিগত হিসাব সংরক্ষণ করেন। তবে যাঁরা কম্পিউটারে হিসাব রাখার কাজটি স্বয়ংক্রিয়ভাবে করতে চান, তাঁদের প্রথম পছন্দের সফটওয়্যার হবে নু ক্যাশ (GNU Cash)। এটি একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার। এর বৈশিষ্ট্য হলো−এটি ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম রীতি মেনে চলে। সফটওয়্যারে একাধিক মুদ্রা ব্যবহার করা যায়, ফলে টাকায় হিসাব করা যায়। ব্যক্তি বা ক্ষুদ্র উদ্যোক্তাদের সব দেনা-পাওনার হিসাব সংরক্ষণ, সাধারণ লেজার, লাভ-ক্ষতি ও ক্যাশ ফ্লো বিবরণী, ট্রানজেকশন লগ এবং তা খুঁজে বের করা ইত্যাদি কার্যাবলি এতে সম্পন্ন করা যায়। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বাড়তি হলো এর মাধ্যমে ইনভয়েস তৈরি করার ব্যবস্থা রয়েছে। যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তির ঋণ ও বন্ধকি হিসাব রয়েছে সেগুলোও আলাদাভাবে সংরক্ষণ করা যায়। রয়েছে, নির্ধারিত তারিখে কোনো আদায়ের ব্যাপার থাকলে তার স্বয়ংক্রিয় ঘোষণার ব্যবস্থা। সঞ্চয়ী ও চলতি একাধিক ব্যাংক অ্যাকাউন্টও এর মাধ্যমে ম্যানেজ করা সম্ভব। শেয়ারবাজারের বিনিয়োগকারীরা এর মাধ্যমে তাঁদের শেয়ারবাজারের হিসাব-নিকাশও সংরক্ষণ করতে পারবেন। http://www.gnucash.org থেকে এটি বিনা মূল্যে সংগ্রহ করা যাবে।

সহজে তথ্যভান্ডার ব্যবস্থাপনা

বর্তমানে একটি ওয়েবসাইট থাকা যেকোনো প্রতিষ্ঠানের জন্যই অপরিহার্য। একটা সময় ছিল, ওয়েবসাইটে তথ্য প্রকাশ ও ব্যবস্থাপনা এবং ওয়েবসাইটের কারিগরি ব্যবস্থাপনা সমার্থক ছিল। ফলে, প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের জন্য হয় অন্য কোনো প্রতিষ্ঠানের সহায়তা নিতে হতো অথবা নিজস্ব কারিগরি লোকবলের প্রয়োজন হতো। বর্তমানে ওয়েবসাইটের কারিগরি দিক এবং এর মাধ্যমে প্রকাশযোগ্য তথ্যের ব্যবস্থাপনা দুটিকে পৃথক করে ফেলা হয়েছে। জন্ন হয়েছে তথ্যভান্ডার ব্যবস্থাপনা সিস্টেম (CMS)। এই ব্যবস্থাপনায় একটি ফ্রেমওয়ার্কের আওতায় প্রথমে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। আর এর তথ্যব্যবস্থাপনায় বিষয়টি থাকে ভিন্ন। সারা বিশ্বে এ রকম যে কয়টি তথ্যব্যবস্থাপনা ব্যবস্থা বর্তমানে সবচেয়ে বেশি সমাদৃত, তার প্রায় সবই উন্নুক্ত প্রোগ্রামিং সংকেতের যেমন জুমলা, দ্রুপল ইত্যাদি। এর মধ্যে জুমলা বেশি জনপ্রিয়। জুমলার সাহায্যে একজন ওয়েবসাইট উন্নয়নকর্মী অত্যন্ত কম সময়ের মধ্যে একটি কার্যকরী ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারে। সাধারণভাবে করপোরেট প্রতিষ্ঠানের ইন্টারনেট ও ইন্ট্রানেট দুই-ই এর মাধ্যমে পূরণ করা যায়; রয়েছে অনলাইন বুলেটিন, ম্যাগাজিন প্রকাশের সুবিধা। ওয়েবসাইটটিকে সহজে ম্যানেজ করা যায় এমন কয়েকটি ভাগে ভাগ করে সেগুলোকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। রয়েছে শক্তিশালী ব্যবহারকারী ব্যবস্থাপনা। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের বিপণনকর্মী আর হিসাব শাখার কর্মীর তথ্য আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। যেসব তথ্যপ্রযুক্তি কর্মী ওয়েবসাইট উন্নয়নের সঙ্গে জড়িত, জুমলার দক্ষতা তাঁদের ব্যবসায় প্রসার ঘটাতে পারে সহজে। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট জুমলা ব্যবহার করে তৈরি করা হয়, তাদের জন্য ওয়েবসাইট হালনাগাদ করা খুবই সহজ। কেননা, জুমলাভিত্তিক ওয়েবসাইটে তথ্য যোগ বা হালনাগাদ করা, ছবি যোগ বা মুছে ফেলা খুবই সোজা। যে কেউ কম্পিউটারে টাইপ করতে পারলেই এ কাজগুলো করতে পারবেন। তবে ওয়েবসাইট উন্নয়নের কাজটি কোনো প্রতিষ্ঠান বা দক্ষ তথ্যপ্রযুক্তি ব্যক্তির মাধ্যমে করে নেওয়া ভালো। জুমলার ওয়েব ঠিকানা: http://www.joomla.org

ইন্টারনেটে বেচাকেনা

জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বই বিক্রেতা আমাজন স্টোরের বিক্রি অনেক বেড়েছে। সম্প্রতি এক বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে। বিশ্লেষকেরা বলছেন, অনেকেই এখন ইন্টারনেটে বেচাকেনার কাজটি সেরে ফেলতে চান। যেসব প্রতিষ্ঠান অনলাইনে বা ইন্টারনেটে পণ্য বিক্রি করতে চায়, তাদের অবশ্যই ই-কমার্স সুবিধাযুক্ত ওয়েবসাইটের প্রয়োজন। ই-কমার্স সাইটের দুটি বিশেষ বৈশিষ্ট্য থাকে। একটি হলো এতে ক্রেতার কাছ থেকে ‘অনলাইন পেমেন্ট’ নেওয়ার ব্যবস্থা থাকতে হয়। ডিপার্টমেন্ট স্টোরগুলোতে যে রকম শপিং ট্রলি থাকে, এসব সাইটে সে রকম শপিং কার্টের ব্যবস্থা থাকতে হয়। যেহেতু ক্রেতা সরাসরি ‘তাক’ থেকে মাল নিতে পারে। সে জন্য মজুদের হিসাব থাকতে হবে তাৎক্ষণিক ভিত্তিতে। এসব বিবেচনা করে গড়ে তুলতে হয় ই-কমার্সভিত্তিক ওয়েবসাইট। নির্মাতা সরাসরি বিক্রি করতে চান, এমন প্রতিষ্ঠানের ই-কমার্স ওয়েবসাইট বানানোর একটি কার্যকর সফটওয়্যার হলো জেনকার্ট। উন্নুক্ত প্রোগ্রামিং সংকেতভিত্তিক জেনকার্টে রয়েছে একাধিক পেমেন্ট-ব্যবস্থা। এক্সএইচটিএমএলভিত্তিক টেমপ্লেট, অসংখ্য ক্যাটাগরি রাখার ব্যবস্থা, একাধিক ডিসপ্লের সুযোগ। এ ছাড়া রয়েছে নিয়মিত গ্রাহকদের ই-মেইলে নতুন পণ্যের খবর জানানো, নিউজ লেটার পাঠানোর ব্যবস্থা। যেসব প্রতিষ্ঠানের ‘গিফট ভাউচার’ ব্যবস্থা রয়েছে, তারা সেগুলোও সহজে করতে পারে। এত সব সুবিধা সংবলিত জেনকার্টের ব্যবস্থাপনা খুবই সহজ। খুবই স্বল্প সময়ে এর সাহায্যে ই-দোকান চালু করা যায়। জেনকার্টভিত্তিক ই-দোকানের কর্মীদের তথ্যপ্রযুক্তিতে ‘বিশেষজ্ঞ’ হতে হয় না। সাধারণ কর্মীরা সহজেই এটির মাধ্যমে দোকান ব্যবস্থাপনা শিখে ফেলতে পারে। বিনা মূল্যে জেনকার্ট সংগ্রহ করা যাবে http://www.zen-cart.com এই ঠিকানা থেকে।

কাজ যখন সবাই মিলে

করপোরেট প্রতিষ্ঠানগুলোতে কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগের চাহিদা একদিকে যেমন বাড়ছে, তেমনি তাদের ভৌগোলিক দুরত্বও বাড়ছে। কাজেই ‘কোলাবরেটিভ’ কাজের মাধ্যম হয়ে পড়েছে এখন কম্পিউটার নেটওয়ার্ক। উন্নত বিশ্ব তো বটেই, এমনকি আমাদের দেশেও এখন অনেক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের একমাত্র মাধ্যম ই-মেইল, আলাপন হয় তাৎক্ষণিক বার্তায়। যেসব প্রতিষ্ঠান এর থেকে আর একটু এগিয়ে যেতে চায়, তাদের ব্যবহার করতে হয় কোনো না কোনো কোলাবরেটিভ সফটওয়্যার। উন্নুক্ত সোর্সকোড-ভিত্তিক এমন একটি সফটওয়্যার হলো ইগ্রুপওয়্যার। এটি একটি ওয়েবভিত্তিক সফটওয়্যার। ইন্টারনেটে বা প্রতিষ্ঠানের নিজস্ব নেটওয়ার্কে এটি সংস্থাপন করা যায়। এর সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে−ফাইল যা ডকুমেন্ট ম্যানেজার যাতে ডকুমেন্টগুলোর ভার্সনও আলাদাভাবে সংরক্ষণ করা যায়। প্রত্যেক দলিলকে আলাদাভাবে ব্যক্তি বিশেষ, দল বিশেষের জন্য উন্নুক্ত করা যায়। নোটিফিকেশন: যেকোনো বিষয়ে সফটওয়্যারে অন্তর্ভুক্ত সবাইকে খুব সহজে ই-মেইলের মাধ্যমে কোনো বিষয়ে অবহিত করা যায়। ম্যানেজ করা যায় একাধিক ই-মেইল ঠিকানাও। ক্যালেন্ডার: প্রত্যেক কর্মী আলাদাভাবে বা দলীয়ভাবে নিজেদের কর্মসুচি রক্ষণাবেক্ষণ করতে পারেন। যেমন কোনো বিপণনকর্মী কোনো গ্রাহকের সঙ্গে মিটিং ঠিক করার আগে সংশ্লিষ্ট সবাইকে পাওয়া যাবে কি না তা দেখে নিতে পারেন। পুনরাবৃত্তিমূলক অনুষ্ঠান সহজে ম্যানেজ করা যায়। প্রকল্প ও কাজের ব্যবস্থাপনা: রয়েছে প্রজেক্ট ও টাস্ক ম্যানেজার। দলীয় কাজের অগ্রগতি মনিটর করা সহজ।
উপরিউক্ত মডিউল ছাড়াও কোলাবরেটিভ কাজের অন্য সব উপাদানই রয়েছে এই সফটওয়্যারে। কোনো প্রতিষ্ঠানে এই সফটওয়্যারটি ব্যবহার করতে হলে কমপক্ষে একজন দক্ষ কর্মী থাকলে ভালো। ওয়েব ঠিকানা: http://www.egroupware.org.

প্রতিষ্ঠানজুড়ে পরিকল্পনা ও বাস্তবায়ন

ব্যবসা এখন অনেক জটিল হয়ে পড়েছে। প্রতিষ্ঠানে বিভাগের সংখ্যাও বেড়ে যাচ্ছে। মানবসম্পদ, বিপণন, আদায়, হিসাব, ব্যবস্থাপনা প্রভৃতি বিভাগ এবং তার অনুবিভাগে এখন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিভক্ত। সবার কাজের মধ্যে সমন্বয় সাধন করা এখন যেকোনো প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে জরুরি। বর্তমানে এ সফল কাজের জন্য ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) সফটওয়্যারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ রকম একটি সফটওয়্যার হলো ওপেনইআরপি। এটি উন্নুক্ত প্রোগ্রামিং সংকেতভিত্তিক সফটওয়্যার। একটি করপোরেট অফিস ব্যবস্থাপনায় সফল মডিউল তথা−অ্যাকাউন্টিং, মানবসম্পদ, বিক্রি, গ্রাহক ব্যবস্থাপনা, কেনাকাটা, ইনভেন্টরি, উৎপাদন, সেবা ব্যবস্থাপনা−অর্থাৎ সব কিছুই এর অন্তর্ভুক্ত। এ পর্যন্ত এর ২৪৩টি মডিউল লেখা হয়েছে নানা রকম প্রতিষ্ঠানের জন্য। এই মডিউলগুলো থেকে একটি প্রতিষ্ঠান তাদের জন্য প্রয়োজনীয় মডিউল বাছাই করে নিতে পারে। দুই বা ততধিক মডিউল দিয়ে শুরু করে, ক্রমশ অন্যান্য মডিউল যোগ করা যায়। প্রোপাইটরি ইআরপি সলিউশনের দাম শুনে যাঁরা ইআরপিকে চিন্তা থেকে বাদ রেখেছেন, তাঁরা বিনা মূল্যের ওপেনইআরপি দিয়ে শুরু করতে পারেন তাঁদের প্রচেষ্টা। http://openerp.com

হার্ডডিস্কে সম্পুর্ণ ওয়েবসাইট

আমাদের দেশে ইন্টারনেট এখনো অনেক খরুচে। তদুপরি বিদ্যুতের রয়েছে ব্যাপক আনাগোনা। ফলে ইন্টারনেটে ব্রাউজ করতে গিয়ে সময় ও অর্থ−দুটোর প্রতি মনোযোগ দিতে হয়। এর একটি চমৎকার সমাধান রয়েছে উন্নুক্ত সফটওয়্যারের মাধ্যমে। এইচটিট্র্যাক নামের একটি সফটওয়্যারের মাধ্যমে যেকোনো ওয়েবসাইটের একটি সম্পুর্ণ কপি ডাউনলোড করে নেওয়া যায় নিজের কম্পিউটারে। অর্থাৎ যখন আপনার ইন্টারনেট সংযোগ থাকবে তখন আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি হার্ডডিস্কে কপি করে রাখতে পারবেন। পরবর্তী সময়ে আপনি আপনার কম্পিউটার থেকেই ওই ওয়েবসাইটটি দেখতে পারবেন। এটি সংগ্রহ করা যাবে http://httrack.com থেকে।

বিএসডি প্রযুক্তি

আধুনিক কম্পিউটিং এর অনেক প্রযুক্তির পথ প্রদর্শক বিএসডি। বার্কেলের উইনিক্সে সর্বপ্রথম ইন্টারনেট প্রটোকল স্ট্যাক: বার্কলে সকেট এর মাধ্যমে লাইব্রেরী তৈরী করে। উইনিক্স অপারেটিং সিস্টেমের ফাইল ডিসক্রপটরে এ ধরনের সকেট ব্যবহারের ফলে একই নেটওয়ার্কের অধিনে কম্পিউটারগুলি থেকে তথ্য আদান-প্রদান হার্ডডিস্ক থেকে আদান-প্রদানের মতই সহজ হয়ে গেল। AT&T ল্যাবরেটরি অবশেষে তাদের নিজেদের STREAMS লাইব্রেরী তৈরী করে, যেখানে একটি উন্নত আর্কিটেকচারের মাধ্যমে সফটওয়্যার স্ট্যাক এর প্রায় সব বৈশিষ্ট একত্রিত করা হয়। বিদ্যমান সকেট লাইব্রেরী বৃহত্তর পরিসরে বিতরনের সময়, এবং বার্কলে লাইব্রেরীর select ফাংশনটির সমতুল্য একটি ফাংশনের দুর্ভাগ্যজনক কিছু ত্রুই-বিচ্যুতির কারণে নতুন এই এপিআই জনপ্রিয়তা অর্জনে ব্যার্থ হয়। Sun Microsystems এর তৈরী করা সান অপারেটিং সিস্টেম এর মত জনপ্রিয় ইউনিক্স ওয়ার্কস্টেশনগুলি বিএসডি এর প্রথম দিকের ভার্সনগুলির উপর ভিত্তি করে তৈরী করা হয়েছিল।

বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য বিএসডিকে পরীক্ষামূলক অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করে । এছাড়াও বিভিন্ন বানিজ্যিক ও মুক্ত সফটওয়্যার বা যন্ত্র,বিশেষ করে এমবেডেড ডিভাইস প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলি এটি বেশী ব্যবহার করে। এটির সোর্স কোড ও ডকুমেনটেশনগুলি (বিশেষত এটির সহায়িকাগুলি ইউনিক্সের তথ্যসূত্র হিসাবে ব্যবহার করা হয়) বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়।

বিএসডি লাইসেন্স অনুমোদন করে, বিএসডি থেকে তৈরী করা সফটওয়্যার বা ডিভাইসগুলি মালিকানাধিন হিসাবে তৈরী করা যায় সোর্সকোড বা অভ্যন্তরীন কোন বিষয় প্রকাশ করা ছাড়াই। সফটওয়্যার বা ডিভাইসের ডকুমেন্টেশন, বাইনারি ফাইল বা রম অথবা সফটওয়্যারের বিভিন্ন অংশে "University of California, Berkeley" কথাটি খুজে পাওয়া যায়। এই অনুমোদনগুলির কারণে বিএসডি মুক্ত সফটওয়্যার তৈরীর কাজেও ব্যবহার করা যায় এবং বিএসডি লাইসেন্স অন্যান্য ওপেনসোর্স লাইসেন্সের সাথে সঙ্গতিপূর্ণ।

বিএসডি অপারেটিং সিস্টেমগুলি অন্যান্য অপারেটিং সিস্টেমের নিজেস্ব সফটওয়্যারগুলি একই আর্কিটেকচারে খুব সহজেই চালাতে পারে, এই কাজটি করার জন্য এটি একটি সঙ্গতিপূর্ণ লেয়ার তৈরী করে নেয়। এমুলেয়নের থেকে এটি অনেক সহজে ও দ্রুত কাজ করে; এটি লিনাক্সের জন্য তৈরী করা বিশেষ ধরনের অ্যাপলিকেশনগুলিও কার্যকর এবং দ্রুতগতিতে চালাতে পারে। এই কারনে এটি কম্পিউটার সার্ভারগুলি সাথেসাথে ডেক্সটপ ওয়ার্ক স্টেশনগুলিতেও সঠিকভাবে কাজ করে। এর মাধ্যমে সহজেই বানিজ্যিক ও মুক্ত নয় এমন সফটওয়্যারগুলির লিনাক্স সংস্করণ দ্রুত তৈরী করা যাচ্ছে। অনেক আগে তৈরী করা বিভিন্ন অ্যাপলিকেশন যেগুলিতে কেবলমাত্র বানিজ্যিক ইউনিক্সের সাথে পাওয়া যেত সেগুলি বিএসডি এর মাধ্যমে আরও উন্নত সংস্করণ বা পরবর্তী প্রজন্মের জন্য তৈরী করা সফটওয়্যারটির সকল বৈশিষ্ট অক্ষুন্ন রেখেই।


বর্তমানে বিএসডি অপারেটিং সিস্টেম IEEE, ANSI, ISO এবং POSIX এর মত বিভিন্ন মাননিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান সমর্থন করে, বিএসডি এর ঐতিহ্যবাহী বৈশিষ্ট অক্ষুন্ন রেখেই। যেমন AT&T Unix , বিএসডি কার্নেল মনোলিথিক, এর অর্থ হচ্ছে ডিভাইস ড্রাইভারগুলি মূল কার্নেলের অধীনে একটি বিশেষ ব্যবস্থায় চালানো হয়

সফটওয়্যার রিভিউ : ভিএলসি মিডিয়া প্লেয়ার

ভিএলসি মডিয়া প্লেয়ার একটি ওপেন সোর্স প্রজেক্ট। খুবই সাধারন চেহারার এই মিডিয়া প্লেয়ারের একটি নতুন সংস্করন বের হয়েছে। এই মিডিয়া প্লেয়ারটি বলতে গেলে সব ধরনের মিডিয়াই চালাতে পারে। এটি ভিডিও ল্যান এর অন্তর্গত একটি প্রজেক্ট যা লাখ লাখ স্বেচ্ছাসেবী দ্বারা পরিচালিত। এটি সম্পূর্ণ নিজস্ব কোডেক দ্বারা চলে। ল্যান এর মিডিয়া দেখতে সফটওয়্যারটির জুড়ি নেই। খুব সাধারণ দেখতে বলে একে অনেকেই অপছন্দ করেন। কিন্তু সাধারণ চেহারার বলেই এ প্রোগ্রামটি বিগড়ায় খুবই কম। তবে আপনি চাইলেই ওয়েবসাইট থেকে স্কিন ডাউনলোড করে এর চেহারা পালটে নিতে পারেন। এ মিডিয়া প্লেয়ারটির ১.০.১ ভার্সনটি রিলিজ হওয়ার দু মাসে প্রায় ২৭০ লাখ বার ডাউনলোড হয়েছে। এরই মধ্যে রিলিজ হয়েছে ১.০.২। এই সর্বশেষ ভার্সনে কিছু ভুল সংশোধন এবং নতুন দুটি ভাষা যোগ করা হয়েছে। এতে বাংলা আগে থেকেই আছে। এ সফটওয়্যারটি ওপেন সোর্স হওয়ার এর কোনো প্রিমিয়াম ভার্সন নেই। একটিই ভার্সন এবং সেটি পূর্ণাঙ্গ। তাই আপনি নিশ্চিন্ত মনে এটি ডাউনলোড করতে পারেন। অন্যান্য মিডিয়া প্লেয়ারগুলোর বড় একটা সমস্যা হচ্ছে এগুলো নিজস্ব কোডেক ব্যবহার করে না, ফলে মাঝেমাঝেই এগুলো বিগড়ে যায় অর্থাৎ Unresponsive হয়ে যায়। ভিএলসি'র ক্ষেত্রে এই সমস্যা নেই বললেই চলে। সাধারণত ওপেন সোর্স সফটওয়্যার গুলো sourceforge.com নামক একটি ওয়েবসাইটে থাকে যেটি খুবই ধীর, তাই ডাউনলোড করতে খুব সমস্যা হয়। কিন্তু ভিএলসি নিজস্ব মিরর ওয়েবসাইট থেকে ডাউনলোড হয়, তাই এটি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় না। তাই আপনি যদি একটি শক্তিশালী মিডিয়া প্লেয়ার চান যেটি সব ধরনের ফরম্যাট সাপোর্ট করে, তাহলে এখনি ডাউনলোড করুন এখান থেকে।

সফটওয়্যার রিভিউ : পিকাসা ৩.৫

আমরা সাধারনত ছবি দেখার জন্য Windows Picture & Fax Viewer অথবা ACDSee ব্যবহার করি। যার মাঝে Windows Picture & Fax Viewer উইন্ডোজের সাথে বিনামূল্যে দেয়া থাকে এবং ACDSee টাকা দিয়ে কিনতে হয়। Windows Picture & Fax Viewer এর আউটলুক খুবই নিম্নমানের এবং বলা বাহুল্য আমরা ACDSee এর পাইরেটেড সংস্করন ব্যবহার করি। আজ আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি Picasa নামে একটি ছবি দেখার সফটওয়্যার যা তৈরি করেছে Google। এটি সম্পূর্ন ফ্রি একটি সফটওয়্যার । সম্প্রতি এর ৩.৫ সংস্করন বের হয়েছে। যারা আগে এর ৩ সংস্করনটি ব্যবহার করেছেন, তাদের জন্য তো চমক রয়েছেই আর যারা নতুন ব্যবহার করবেন তাদের জন্যও রয়েছে অনেক চমক। আগে দেখে নেয়া যাক এর ৩ সংস্করনে কি ছিলো। প্রথমেই বলতে হয় এর সুন্দর Interface এর কথা। এটা নিঃসন্দেহে বলা যায়, এর Interface দেখে আপনি মুগ্ধ হবেন। এর Interface খুবই আকর্ষনীয় এবং সহজ। আপনি দেখেই এর ব্যবহার বিধি বুঝতে পারবেন। এর রয়েছে নিজস্ব লাইব্রেরী যেখানে আপনি ঠিক করে দিতে পারেন আপনার কোন ছবিগুলো আপনি রাখতে চান বা চান না। এতে রয়েছে এডিট করার জন্য বেশ কিছু ফিচার, যেখানে আপনি প্রিভিউ দেখে দেখে ঠিক করে নিতে পারবেন কোনটি আপনি চান। আপনি চাইলে ফোল্ডার ভিত্তিক নিজের মতো গান দিয়ে ভিডিও তৈরি করে নিতে পারেন। এখান থেকে আপনি সরাসরি পিকাসা ওয়েবে ছবি আপলোড করতে পারবেন। এখন আসা যাক ৩.৫ এর কথায়। এর একটি নতুন ফিচার হচ্ছে Name Tags। মজার এবং অবাক করা ব্যাপার হচ্ছে এটি মুখ চিনতে পারে! আপনার ঠিক করা ফোল্ডারগুলো থেকে আপনাকে একেকজনের ছবি দেখাবে, আপনি সবার নাম দিয়ে দেবেন। ব্যস, হয়ে গেল! একজন ব্যক্তি কয়টি ছবিতে আছে বা একটি ছবিতে কে কে আছে তা সহজেই দেখে নিতে পারবেন। তৈরি করে নিতে পারবেন নিজের মতো Collag। আর তাই সফটওয়্যারটি নিজের চোখে দেখে নিতে চাইলে এখনই চলে যান এই লিংক এ।

মেইল বা মেসেজ পাঠাতে to,cc,bcc,reply,reply to all এর ব্যবহার

আমার লেখার টাইটেল দেখে অনেকেই হাসতে শুরু করতে পারেন এই ভেবে যে এমন উদ্ভট আর ফাউল বিষয় নিয়ে লেখার সময়ও পান ?
হ্যাঁ, এই মুহূর্তে আমার মেজাজ খুব খারাপ, কারণ অনেকেই অনেক দিন ধরে মেইল ব্যবহার করেন কিংবা ফোরাম, ব্লগ বা ফেসবুকের মতো সোস্যাল নেটওয়ার্ক সাইটে বার্তা আদান প্রদান করেন কিন্তু to, cc, bcc, reply, reply to all ইত্যাদি শব্দগুলো ভালো করে জানেন না বা জানার চেস্টা করেন না, মেইল সেন্ড করেই ক্লান্ত হয়ে পড়েন কিংবা মুচকি হেসে গোঁফে তা দেন, আর আমার মতো পাগলা টাইপ লোক যখন এক গাদা মেইল আইডির সাথে নিজের মেইল আইডি to or cc ফিল্ডে দেখে তখন রেগে নিজের মাথার চুল নিজেই ছিড়েন, আর ইচরে পাকা মেইল থেকে গন্ধ বের করা শুরু হয় তখনই যখন ঐ to or cc ফিল্ডের অন্য মেইলগুলো থেকে একটার পর একটা রিপ্লাই টু অল(reply to all) মেইল আসতে থাকে। কারণ reply to all থাকতে পাবলিক কেন reply তে ক্লিক করবে, কম হয়ে যাবে না :(

এখন আসি কাজের কথায়, mail or message আদান প্রদান এর জায়গায় to, cc, bcc ইত্যাদি ফিল্ডগুলো থাকে এবং সেগুলো ব্যবহার করার সময় সামান্য চিন্তা করা উচিৎ।

এক সাথে অনেককে মেইল পাঠাতে to ফিল্ড এ কমা দিয়ে মেইল এড্রেসগুলো লিখে দিলেই হয়ে যায়, আর এখনতো to ফিল্ড এ টাইপ করতে থাকলে auto complete ফিচার থাকার কারণে মেইল আইডি কাছাকাছি মিলে গেলেই সাজেস্টঁ চলে আসে। কিন্তু ব্যাপার হলো, অনেককে এক সাথে মেইল পাঠানোর জন্য আমরা ধুম করে To or CC ফিল্ডে লিখে দেবো না।

মেইল পাঠানোর আগে ও পরেঃ

To: সবাই সবাইকে দেখতে পারবে এবং রিপ্লাই দিতে পারবে

CC(carbon copy): To এর মতো কিন্তু To তে একজনের মেইল আইডি লিখে বাদ বাকী CC তে লিখা হয়। যেমন আমি ক ব্যক্তিকে মেইল পাঠাচ্ছি আর খ, গ ইত্যাদি ব্যক্তিকে এই মেইল এর ব্যাপারে জানিয়ে রাখছি যেখানে খ, গ এবং ক একে অপরকে চেনেন এবং এই মেইল এর ব্যাপারে তাদের সম্পৃক্ততা আছে

BCC(blind carbon copy): BCC আইডিগুলো To এবং CC আইডিগুলো দেখতে পারবে কিন্তু উল্টাটা হয় না, একাধিক BCC আইডি একে অপরকে দেখতে পারে না।



আসুন একটা উদাহরণ দেখিঃ
৫ জন,
কঃ একজন সাধারণ কর্মী
খঃ অন্য একজন সাধারণ কর্মী
গঃ একজন টিম লিড
ঘঃ একজন ম্যানেজার
ঞঃ একজন চিপ টেকনিক্যাল অফিসার

গ(একজন টিম লিড) ঘ(ম্যানেজার) কে মেইল করবে প্রজেক্ট এর স্ট্যাটাস জানিয়ে, তাহলে To ফিল্ডে দেবে ঘ এর মেইল আইডি, আর CC তে দেবে ক এবং খ এর মেইল আইডি। এখন ম্যানেজার যখন রিপ্লাই দেবে, তখন চাইলে রিপ্লাই দেবে reply or reply to all দিতে পারেন কারণ এখানে যাদের মেইল আইডি ব্যবহার করা সবাই সবাইকে চেনে. আবার ম্যানেজার রিপ্লাই দেওয়ার সময় BCC তে চিপ টেকনিক্যাল অফিসার এর আইডি দিতে পারেন। তাহলে ব্যবহার কি হবে ? টিম লিড বা অন্য সাধারণ কর্মী জানবে ম্যানেজার তদের রিপ্লাই দিয়েছে কিন্তু চিপ টেকনিক্যাল অফিসার যে একই রিপ্লাই পেয়েছে জানবে না। এটা অনেকটা প্রটোকল মেইনটেইন করা এবং cc, bcc এর বাস্তব ব্যবহার।

ধরুন , আপনার বিয়ে, মেইল খুলে সব বন্ধুদের মেইল আইডি To ফিল্ডে দিয়ে জানিয়ে দিলেন, দোস্তারা বিয়ে করছি অমুক দিন, একটা বড় গিফট সাথে করে এসে নির্দিষ্ট দিন এ খেয়ে যাস। ব্যাস সব ফ্রেন্ড মিলে রিপ্লাই টু অল দেয়া শুরু করবে। কিন্তু ধরি ক, খ, গ , ঘ আমার ভালো বন্ধু কিন্তু খ হয়তো ঘ কে চেনেই না। আবার খ হলো একটি মেয়ে বন্ধুর মেইল আইডি যে সহজে কারো সাথে মেইল আইডি শেয়ার করে না। এখন বলুন এভাবে গন মেইল করা কি ঠিক হলো। উচিৎ সব বন্ধুদের মেইল আইডি BCC তে দিয়ে মেইল করা।

মাঝে মাঝে দেখি অনেক সাইট থেকে বা অনেক বন্ধু দুই ঈদ, দূর্গা পুজা, বছরের বিশেষ জাতীয় দিবসে শুভেচ্ছা বানী পাঠিয়ে ধন্য করে এক সাথে গন মেইল করে আর কিছুক্ষন পর পর আবার কেউ না কেউ সেটার reply to all ঝেড়ে দেয়। হুম বলতে পারেন তাতে কি হয়েছে। আমার হয়। আমি প্রতিটি মেইল গুরুত্ব সহকারে পড়ি, উত্তর দেওয়ার চেস্টা করি কিন্তু যখন কাছের কারো কাছ থেকে এই ধরনের বোকামী দেখি মেজাজ খারাপ হয়ে যায়। শুধু গালিটা দিতে পারি না কারণ ভালো দেখাবে না।

আজকেই ফেসবুকে শুকান্তি নামে এক বন্ধু মেসেজ দিছে সবাইরে যে, সে ব্যাচেলার লাইফ শ্যাষ করতে যাচ্ছে। ভালো কথা। গন মেসেজ ফেসবুকের সব বন্ধুদের, তো কোন সমস্যা নাই। ফেসবুকে এ ধরনের ক্ষেত্রে মেসেজের ডান ডিকে 'reply' বাটন থাকে, আর নিচে বড় করে থাকে reply to all. তো আজকে কিছুক্ষন পর পর সবাই শুকান্তির মেসেজের জবাব দিচ্ছে "reply to all" চেপে কারণ শুকান্তির মূল মেসেজের পাশে যে একটা reply বাটন আছে সেটার দিকে খেয়াল দিবে কে, এতো খানি চিন্তা করার সময় কার আছে।


অনেকেই এই cc or bcc এর বিষয়গুলো জানেন না, কেউ কেউ জানার ইচ্ছাও কোন দিন পোষন করেননি, তাই বক বক করলাম। কারণ কাছের মানুষদের মনে মনে গালি আমি ঠিকই দেই যখন কেউ 'গনমেইল' করে। ইচ্ছা হয় সামনে পেলে যদি চুল ছিড়ে দিতে পারতাম, ঘুসি দিয়ে নাক ভচকায় দিতে পারলে কি শান্তি হতো... আহ।

এছাড়াও,

ধরুন, আপনি কাউকে মেইল করেছেন একটা বিষয় নিয়ে। এখন আপনার আবারো সেই বিষয় নিয়ে মেইল করা দরকার। বেশির ভাগ লোক যা করে নতুন করে আবার একটা মেইল করে। মানে সে মেইল রিসিভ করছে তার মেইল বক্সে একই বিষয়ে একই সেন্ডার থেকে দুইটা মেইল। কিন্তু চাইলেই সেন্ডার প্রথম মেইলটা sent item বা sent mails থেকে পেয়ে যেতো আর ওটার রিপ্লাই হিসাবে ২য় মেইলটা দিতে পারো। এখন ইয়াহু, গুগল সবাই একই মেইল এর রিপ্লাই একই মেইল এ(মানে ইনবক্সে একটাই এন্ট্র থাকে) রাখে থ্রেডেড(পর পর) হিসাবে।

এবার আসা যাক, বিভিন্ন গ্রুপ এর মেইল এর বিষয়ে। গ্রুপ এর মেইল দেখা যায় রিপ্লাই হতে হতে অনেক বড় হয়ে যায়। সবাই যেটা করে রেপ্লাই এর সংখ্যা যতই হোক পুরা ধরে রিপ্লাই দেয়(top posting) যা ঠিক নয়। যে অংশ এর রিপ্লাই দিবেন শুধু সেটি কোট করুন। এটা ব্লগ বা ফোরাম এর জন্যও প্রযোজ্য।


নোটঃ উপরের লেখাতে আমার ভুল হলে অবশ্যই শুধরে দেবেন কারণ আমি চাই এই বিষয়ে সবাই সচেতন হোক।

গাড়ী কেনার আগে ও পরে-১

গাড়ী বা যানবাহন আমাদের দৈনন্দিন জীবনে দিন দিন অপরিহার্য্য হয়ে উঠেছে। একটু বাড়তি পরিশ্রম করে অথবা ব্যাংক লোন নিয়ে একটা স্বপ্নের বাহনের মালিক হওয়া আজকাল কোন ব্যাপারই না। কিন্তু অনেকেই আমরা গাড়ী কেনার আগে কোন চিন্তা-ভাবনা করিনা। ঝোকের বশে কেনার পর একের পর এক খরচের তোড়ে বিরক্ত হয়ে বিক্রির চিন্তাটাও করে ফেলি! অথচ কেনার আগে কয়েকটি বিষয়ে নিশ্চিত হয়ে কিনলে পরে আর বিপদে পড়তে হবেনা।
* যখন কনফার্ম হব যে, আমার বাজেট এত, এবং আমি এর ভিতর একটি গাড়ী কিনব। তখন দুটি ব্যাপার সামনে আসবেঃ (ক) আমার বাজেট কত? (খ) এই বাজেটে নতুন বা সেকেন্ডহ্যান্ড কোনটা কেনা যাবে?
যদি বাজেট যথেষ্ঠ হয়, এবং নতুন গাড়ী কেনার মত হয়, তবে আপনি আপনার পছন্দমত ব্র্যান্ড নিউ অথবা রি-কন্ডিশন গাড়ী যে কোনও নির্ভরযোগ্য শো রুম থেকে কিনতে পারবেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন

ফায়ারফক্সের কিছু জসিলা এডন

ফায়ারফক্স ব্যাবহার না করলে জানতামও না একটা সফটওয়ারকে এমন ভাবে মনের মত রং দিয়া রাঙানো যায়! আসেন, ফায়ার ফক্সের কিছু দরকারী এডন গুলা চেখে দেখি।

বিস্তারিত জানতে ভিজিট করুন

প্রাক কথনঃ
বিশ্বজুড়ে লিনাক্স নামের শক্তিশালী এবং বিশ্বস্ত এই অপারেটিং সিস্টেমটিকে যেভাবে সবাই গ্রহণ করে নিয়েছে তা সত্যিই বিস্ময়কর। এখন ইন্টারনেট থেকে শুরু করে বড় বড় কোম্পানীর নেটওয়ার্ক সার্ভার সবই ইউনিক্স ও লিনাক্স সিস্টেমের উপরে এতোটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে উইন্ডোজ ছাড়া পৃথিবী চললেও লিনাক্স কিংবা ইউনিক্স ছাড়া পৃথিবী অচল!

অসম্ভব রিলায়াবিলিটি, স্ট্যাবিলিটি ও শক্তিশালী অপারেটিং সিস্টেম বলতে যা বুঝায় তার সবই আছে লিনাক্সের মাঝে, তাই এর এতো কদর। সবাই যাতে আগ্রহী হয় কিংবা অহেতুক ভয় কাটিয়ে সহজেই যেন চমৎকার এই অপারেটিং সিস্টেমটিকে ব্যবহার করতে পারে তর জন্যই এই লেখা।

লিনাক্সের সংক্ষিপ্ত ইতিহাসঃ
লিনাক্স হচ্ছে সোর্সকোড উন্মুক্ত সম্পূর্ণ ফ্রি একটি অপারেটং সিস্টেম। যারা কম্পিউটার বিজ্ঞানের ছাত্র অথবা পাইরেসিকে নীতিগতভাবে ঘৃণা করেন তারা জানেন যে একটি সোর্সকোড উন্মুক্ত অপারেটিং সিস্টেম কতটা আশীর্বাদ স্বরুপ! সোর্সকোড উন্মুক্ত, ফ্রি…এসব কথা শুনে যদি কেউ ভেবে থাকেন এটি সস্তাদরের সাধারণ অপারেটিং সিস্টেম, তাহলে বলব বোকার স্বর্গে বাস করছেন। সারা বিশ্ব লিনাক্স কে যেভাবে গ্রহণ করছে তা সত্যি চমকপ্রদ! এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এর প্রবল শক্তিমত্তা আর নির্ভরযোগ্যতার কারণে।
লিনাক্স তৈরী করেন লিনাস টোরভাল্ডস ১৯৯১ সালে আই ৩৮৬ প্রসেসর এর জন্য। লিনাক্স কে ইউনিক্স (http://www.unix.org/) এর ক্লোন বলা হলেও বর্তমান লিনাক্সের সাথে এর আকাশ-পাতাল ফারাক। যে ইউনিক্স থেকে লিনাক্সের জন্ম সেই ইউনিক্সের যাত্রা শুরু হয় ১৯৭১ সালে। রিচার্ড স্টলম্যান নামের এক মহামানব ১৯৮৫ সালের দিকে এন্টি কপিরাইট আন্দোলন শুরু করেন তার জিএনইউ এর মাধ্যমে এবং এর ফলেই আজকে ওপেনসোর্স এতো জনপ্রিয় বা লিনাক্সের ফ্রি ডিস্ট্রিবিউশন সম্ভব হচ্ছে।
তো লিনাস টোরভাল্ডস ১৯৯১ সালের সেপ্টেম্বরে লিনাক্সের প্রথম ভার্সন ০.০১ ইন্টারনেটে রিলিজ করেন। উৎসাহীরা ভিড় জমায়, কোডগুলো ডাউনলোড করে, টেস্ট করে পরিবর্ধন করে লিনাস টোরভাল্ডসের কাছে পাঠাতে থাকে। কাজ এগিয়ে চলে, লিনাক্সের ঘাঁটিতে আসতে থাকে হাজার হাজার ফ্যান, লিনাক্স ইউজার। সারা বিশ্বের ছাত্র এবং কম্পিউটার প্রোগ্রামাররা দারুণভাবে গ্রহণ করল লিনাক্স কে। সেই সাথে বের হতে থাকে লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন - রেডহ্যাট, ক্যালডেরা, ডেবিয়ান ইত্যাদি। এর পর পরই ঘটে চমকপ্রদ কিছু ঘটনা। রেডহ্যাট সফটওয়্যারের লিনাক্স ১৯৯৬ সালে সেরা অপারেটিং সিস্টেমের পুরস্কার লাভ করে ইনফোওয়ার্ল্ড ট্রেড ম্যাগাজিনের কাছ থেকে।
সে বছরের এপ্রিলেই রিসার্চাররা লস আলামাস ন্যাশনাল ল্যাবরেটরীতে লিনাক্স ব্যবহার করে ৬৮টি পিসিতে সিঙ্গেল প্যারালাল প্রসেসিং ব্যবহার করে এটমিক শকওয়েভ সিমিউলেট করে। এই নিজেদের তৈরি সুপার কম্পিউটারের দাম হয় কমার্সিয়াল সুপার কম্পিউটারের তুলনায় মাত্র ১০ ভাগের ১ ভাগ। এটি প্রতি সেকেন্ডে ১৯ বিলিয়ন ক্যালকুলেশন পর্যন্ত গতি লাভ করে। তিন মাস পরেও এটিকে কখনো রিবুট করতে হয়নি, যা উইন্ডোজের ক্ষেত্রে ভাবাটা চরম নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই না!!



টাক্স - লিনাক্সের লোগোঃ
লিনাক্স অপারেটিং সিস্টেমের লোগোটি হচ্ছে একটি পেঙ্গুইন যার নাম দেয়া হয়েছে টাক্স। একেঁছিলেন ল্যারি উইং। লিনাক্সের অফিসিয়াল মাসকট হিসেবে এটি পরিচিত। লোগোটা নির্বাচনে আছে এক মজার ইতিহাস । লিনাক্সের জনক লিনাস টোরভাল্ডস অবকাশ যাপনের জন্য southern hemisphere বেড়াতে যায়। তো সেখানে একটা পেঙ্গুইন দেখে আদর করতে গেলেই পেঙ্গুইনটি দেয় কামড় টোরভাল্ডস এর হাতে। সেই স্মৃতির জের ধরেই লোগো হিসেবে পেঙ্গুইনের আবির্ভাব। লিনাক্সের এই লোগো সম্পর্কে এর স্রষ্টা লিনাস টোরভাল্ডস এর বক্তব্য অনেকটা এরকম -“অন্যান্য লোগোগুলো ছিল খুবই বোরিং এবং আমার মনের মতো ছিল না মোটেও। লিনাক্স করপোরেট লোগোর জন্য আমি খুঁজছিলাম এমন কিছু যা হবে মজার এবং লিনাক্সের সাথে সামঞ্জস্যপূর্ণ। একটা মোটাসোটা পেঙ্গুইন খাওয়াদাওয়া শেষ করে বসে আছে এমন একটা ছবি। অনেকেই আমাকে বলে লিনাক্সের যে আভিজাত্য তার সাথে এটা ঠিক খাপ খায় না। তাদের জন্য বলছি, তারা সম্ভবত চুপচাপ পেঙ্গুইনই দেখেছে, কিন্তু দেখেনি রাগী পেঙ্গুইনের ঘন্টায় ১০০ মাইল বেগে দৌড়ে আসা আক্রমণ। দেখলে তারা এধরণের মন্তব্য করার সাহস পেত না।“

লিনাক্স ব্যবহারের কারণসমূহঃ
সারা বিশ্বে লিনাক্স এখন দারুণভাবে ব্যবহার হচ্ছে। অন্যতম কারণ হচ্ছে এর সিকিউরিটি। লিনাক্স প্রচন্ড রকমের সিকিউরড। ভাইরাস আক্রমণ, হ্যাক হয়ে যাওয়া এ কথাগুলো বোধহয় লিনাক্স ইউজাররা জীবনেও শুনে নি। আরও আছে, দীর্ঘদিনের ব্যবহারের ফলে উইন্ডোজ স্লো হয়ে যায় অথচ এক ইন্সটল দিয়েই আপনি লিনাক্স চালাতে পারবেন বছরের পর বছর। আর তাছাড়াও বাইরের দেশে যেখানে হাজার হাজার টাকা দিয়ে একটি অপারেটিং সিস্টেম কিনতে হয়, তার উপর রয়েছে অন্যান্য এপ্লিকেশন কেনার খরচ, সেখানে লিনাক্সে পুরো অপারেটিং সিস্টেমের সাথে হাজারখানেক এপ্লিকেশন পাবেন ফ্রীতে। এতো খরচের হাত থেকে বাঁচতে লিনাক্স কে তখন আপনার আশীর্বাদই মনে হবে। এছাড়াও হোম ইউজার থেকে শুরু করে নেটওয়ার্ক এনভায়রনমেন্টে লিনাক্স অপরিহার্য। লিনাক্সের কয়েকটি ব্যবহারের ভেতরে রয়েছে -
এপ্লিকেশন সার্ভার, ডেটাবেজ সার্ভার, ওয়ার্কস্টেশন, এক্স টার্মিনাল ক্লায়েন্ট, নেটওয়ার্ক সার্ভার, ইন্টারনেট সার্ভার, ক্লাস্টার কম্পিউটিং, এনবেডেড সিস্টেমস, ইউনিভার্সিটি সিস্টেম, বিভিন্ন কাস্টোমাইজেবল সলিউশন যেমনঃ হোটেল, মেডিক্যাল অফিস, রিজার্ভেসন সিস্টেম, লিগ্যাল অফিস, গর্ভমেন্ট, মিডিয়া টেলিকমিউনিকেশন, আইএসপি, রিসেলার, ফাইন্যান্সিয়াল ট্রেডার ওয়ার্কস্টেশন ইত্যাদি শত শত ক্ষেত্রেই লিনাক্সের প্রয়োগ হচ্ছে সফলতার সাথে।

লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশনঃ
কোরেল লিনাক্স, আর্মড লিনাক্সওয়ার্ক্স, ক্যালডেরা লিনাক্স, ডেবিয়ান, ডিএলএক্স, লিনাক্স ম্যানড্রেক, লিনাক্স পিপিসি ২০০০, লিনাক্সওয়্যার, প্লাগ এন্ড প্লে লিনাক্স, রেডহ্যাট লিনাক্স, স্ল্যাকওয়্যার, টার্বোলিনাক্স, স্টর্ম লিনাক্স, সুসে লিনাক্স, উবুন্টু লিনাক্স, ড্যাম স্মল লিনাক্স ইত্যাদি।
এর মধ্যে থেকে সার্ভার তথা নেটওয়ার্কের জন্য রেডহ্যাট এবং ডেস্কটপ কম্পিউটিং এর জন্য উবুন্টু অসম্ভব জনপ্রিয়। ইতোমধ্যেই অনেক ব্লগার উবুন্টু সম্পর্কে পোস্ট দিয়েছেন, উবুন্টু সম্পর্কে হয়তো অনেক কিছুই জেনে থাকবেন। তাই আর বিস্তারিত লিখলাম না। আর ড্যাম স্মল লিনাক্সের ব্যপারে বলবো, এটা এতোটাই ছোট একটা অপারেটিং সিস্টেম (৫০-৬০ মেগাবাইট) যে আপনি সহজেই পেন ড্রাইভে নিয়ে ঘুরতে পারবেন। যখন অপারেটিং সিস্টেম কোন কারণে নষ্ট থাকবে অথচ আপনার জরুরী কাজ করা দরকার, সেই দরকারী মুহূর্তে আপনি পেনড্রাইভ থেকে লিনাক্সের মাধ্যমে বুট করে সকল কাজই করতে পারবেন।



যেখানে পাবেন লিনাক্সঃ
এইলিঙ্কে (উবুন্টু শিপমেন্ট) ক্লিক করে অর্ডার দিলে কয়েক হপ্তার মধ্যই আপানার বাসায় এসে পৌছে যাবে লিনাক্সের সিডি। এর জন্য কোন টাকা পয়সা দিতে হবে না। এছাড়াও আপনার যদি নেট স্পিড ভাল থাকে তাহলে নেট থেকে আইএসও ইমেজটা ডাউনলোড করে রাইট করে নিলেই হবে।

ইন্সটলেশনঃ
এ ব্যাপারটা নিয়ে বিস্তারিত লেখার ইচ্ছা থাকলেও লেখার আকৃতি বড় হয়ে যাওয়ার ভয়ে লিখছি না। তবে নিচে ব্লগার ভাইদের পোস্ট করা কিছু কিছু পোস্ট দিলাম। চিত্র সহ বর্ণনা করা আছে। কম্পিউটিং এর বেসিক ধারণা থাকলেই যে কেউ সহজে ইন্সটল করতে পারবেন লিনাক্স। এখানে উবুন্টুকে ডিফল্ট ধরে কাজ

For More : http://www.somewhereinblog.net/blog/norokerpapiblog/28878838

বিশ্বের প্রথম প্রোগ্রামার এক মেয়ে'র কথা

দিনটির নাম, Ada Lovelace Day!

কে সেই বিশেষ নারী?
আপনারা কেউ কি চেনেন তাকে?
কেন আজ তার নামে বিশেষ দিবস?

তিনি অনেক কারণেই চেনার মতো একজন অসাধারণ নারী। আজ বলবো তাঁর কিছু কথা।

১০ ডিসেম্বর ১৮১৫ সালে তাঁর জন্ম হয় লন্ডনের সম্ভ্রান্ত পরিবারে কবি লর্ড বায়রনের কন্যা এবং একমাত্র সন্তান হিসেবে। ক্ষণজন্মা এই নারী যাপন করে গেছেন একটি ছোট্ট অথচ বিশেষত্বময় এক জীবন। মাত্র ৩৬ বছর বেঁচে ছিলেন। ১৮৫২ সালের ২৭ নভেম্বর তাঁর মৃত্যু হয়, জরায়ুর ক্যান্সার এবং অতিরিক্ত রক্তক্ষরণে।
পুরো নাম তাঁর অ্যাডা অগাস্টা কিং, আর ডাকা হতো কাউন্টেস অফ লাভলেস বা শুধুই অ্যাডা লাভলেস নামে।

আরেক বিশেষ স্মরণীয় ব্যক্তির বন্ধু ছিলেন তিনি, যিনি কম্পিউটারের জনক হিসেবে খ্যাত। স্যার চার্লস উইলিয়াম ব্যাবেজ যখন তার ডিফারেন্স মেশিন বা এনালিটিক্যাল এঞ্জিন নামক কম্পিউটার আবিষ্কারের নেশায় মত্ত, তখন এই তুখোড় প্রতিভাধর নারী ছিলেন তার পাশে। অ্যাডা তার গণিতবিষয়ক বিশ্লষণী ক্ষমতার দ্বারা বুঝতে পেরেছিলেন এই কম্পিউটারগুলোর নাম্বার ক্রাঞ্চিং এর অমিত সম্ভাবনা সম্পর্কে । সে সময় ইংল্যান্ড বিজ্ঞান থেকে কিছুটা দূরেই যেনো অবস্থান করছিল। চার্লস ব্যাবেজ তাই লিখে গেছেন তাঁর Decline of Science in England বইয়ে। আর এমন একটা সময়ে এই অসামান্যা নারী চার্লস ব্যাবেজকে যেসব সম্ভাবনার কথা জানান তা তার কাজকে আরো বেগবান করেছিল। অ্যাডা অগাস্টা'কে এখন বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার ধরা হয়!

বায়রনের সৎ-বোন অগাস্টা লেই এর নামে মেয়ের নাম রাখা হয়, আর বায়রন তাকে অ্যাডা নাম দেন। মাত্র একমাস যখন অ্যাডা'র বয়স তখন থেকে তার মা অ্যানাবেলা তাকে নিয়ে আলাদা হয়ে যান।

ছোট থেকেই অ্যাডা কিছুটা অসুস্থ্তায় ভূগছিলেন, প্রচণ্ড মাথাব্যথা হতো এবং দৃষ্টি প্রতিবন্ধকতা হতো। ১৮২৪ সালে তাঁর বাবা মারা যান, যদিও তিনি তার দায় বহন করতেন না। ১৮২৯ থেকে তিনি হাম এবং পক্ষাঘাতগ্রস্ততায় ভূগছিলেন। কিন্তু ক্র্যাচে ভর দিয়ে হলেও শিক্ষা চালিয়ে গিয়েছেন। ১৮৩২ এ যখন তাঁর বয়স ১৭ তখন তার বিশেষ গাণিতিক প্রতিভার স্ফুরণ ঘটে। তাঁর ছেলেবেলা থেকেই মা তাঁকে গণিতে দক্ষ করে তুলতে চাইতেন বাবার প্রভাব(কবিত্ব, মা কী জানতেন কোডিংও এক ধরণের কবিতা? ;)) যাতে কোনোভাবেই মেয়ের মধ্যে প্রতিফলিত না হয় এই ভেবে(১৮৪১ সালের আগে জানতেনই না লর্ড বায়রন তাঁর বাবা!)। বাসায় গৃহশিক্ষকেরা বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন তাঁকে। আমরা ডি-মরগ্যানের যুক্তির গণিত পড়ে থাকি, সেই ডি-মরগ্যান সাহেবও তাঁর শিক্ষক ছিলেন! :)

স্যার চার্লস ডিকেন্স, স্যার চার্লস হুইটস্টোন এবং বিজ্ঞানি মাইকেল ফ্যারাডে'র সাথেও তাঁর জানাশোনা ছিল। ১৮৩৩ সালের ৫ জুন তাঁর সাথে পরিচয় হয় বিশ্ববিখ্যাত স্যার চার্লস ব্যাবেজের সঙ্গে!

চার্লস ব্যাবেজের সঙ্গে তাঁর বেশ ঘনিষ্ঠ এবং রোম্যান্টিক সম্পর্কও গড়ে ওঠে। ব্যাবেজ অ্যাডার অসাধারণ ধীশক্তি, সাবলিল লেখনী এবং প্রতিভায় মুগ্ধ ছিলেন। ব্যাবেজ অ্যাডা সম্পর্কে নিজের লেখায় অ্যাডাকে The Enchantress of Numbers অাখ্যা দিয়েছেন।

Forget this world and all its troubles and if
possible its multitudinous Charlatans — every thing
in short but the Enchantress of Numbers.


চার্লস ব্যাবেজ, যিনি তাঁর সময়ের লোকদের কাছে অনেকটা পাগল হিসেবেই পরিচিত ছিলেন, তাঁর নতুন ধ্যান ধারণাকে মাত্র গুটিকয়েক যে ক'জন বুঝতে পেরেছিলেন তন্মধ্যে অ্যাডা অগ্রগণ্য। যদিও ইতিহাসবেত্তাদের গলদঘর্ম হতে হয়, অ্যাডা কতোটা প্রভাব বিস্তার করেছিলেন ব্যাবেজের উদ্ভাবনী কাজে তা খুঁজে পেতে। কেননা, ব্যাবেজ কারো প্রতি কৃতজ্ঞতা সচেতনভাবে স্বীকার করেননি।

অ্যাডা'র সম্পর্কে কিছু কুৎসা আছে যে, তিনি মদ্যপান করতেন, জুয়া খেলতেন, স্ক্যান্ডাল হতো তাকে নিয়ে.. কিন্তু খুব জোরালো প্রমাণ নেই সেসবের।

লেডি অ্যানি ব্লান্ট ছিলেন, তাঁর সুযোগ্যা কন্যা যিনি মধ্যপ্রাচ্য ভ্রমণ করেন এবং সেখানে উন্নত প্রজাতির ঘোড়ার সংকর ঘটান।

তাঁকে মর্যাদা দিতে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের প্রণিত প্রোগ্রামিং ভাষার নামও রাখা হয় Ada


অ্যাডা'র মতো সেজেছেন এক মডেল।

Conceiving Ada নামে তাঁকে নিয়ে একটি মুভিও আছে। মাইক্রোসফটের প্রোডাক্ট অথেনটিসিটি হলোগ্রামে তাঁর ছবিও আছে জানা যায় উইকিপিডিয়া থেকে।

Woolley, Benjamin (February 2002). The Bride of Science: Romance, Reason, and Byron's Daughter এ বইটি পড়ে দেখার খুব ইচ্ছে হচ্ছে।

আর হ্যাঁ তাঁর কম্পিউটিং এবং প্রোগ্রামিং এ বিশেষ অবদানের কারণে আজকের এই ২৪ মার্চকে Ada Lovelace Day হিসেবে বিশ্বব্যাপী উদযাপন করা হয়ে থাকে।


আর.. হ্যাঁ আমি কিন্তু অ্যাডার প্রেমে পড়ে গেছি.. ;)

Click This Link এখানে তাকে নিয়ে ব্লগ করার অনুরোধ করা হয়েছে। আমি অনুরোধটি দেখার আগেই পোস্টটি লিখেছি আর ওখানে লিঙ্ক করে দিয়েছি।



লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): Ada, প্রোগ্রামিং, বায়রন, চার্লস ব্যাবেজ, অ্যানালিটিক্যাল মেশিন, কম্পিউটার ;

বিশ্বের প্রথম প্রোগ্রামার এক মেয়ে'র কথা

দিনটির নাম, Ada Lovelace Day!

কে সেই বিশেষ নারী?
আপনারা কেউ কি চেনেন তাকে?
কেন আজ তার নামে বিশেষ দিবস?

তিনি অনেক কারণেই চেনার মতো একজন অসাধারণ নারী। আজ বলবো তাঁর কিছু কথা।

১০ ডিসেম্বর ১৮১৫ সালে তাঁর জন্ম হয় লন্ডনের সম্ভ্রান্ত পরিবারে কবি লর্ড বায়রনের কন্যা এবং একমাত্র সন্তান হিসেবে। ক্ষণজন্মা এই নারী যাপন করে গেছেন একটি ছোট্ট অথচ বিশেষত্বময় এক জীবন। মাত্র ৩৬ বছর বেঁচে ছিলেন। ১৮৫২ সালের ২৭ নভেম্বর তাঁর মৃত্যু হয়, জরায়ুর ক্যান্সার এবং অতিরিক্ত রক্তক্ষরণে।
পুরো নাম তাঁর অ্যাডা অগাস্টা কিং, আর ডাকা হতো কাউন্টেস অফ লাভলেস বা শুধুই অ্যাডা লাভলেস নামে।

আরেক বিশেষ স্মরণীয় ব্যক্তির বন্ধু ছিলেন তিনি, যিনি কম্পিউটারের জনক হিসেবে খ্যাত। স্যার চার্লস উইলিয়াম ব্যাবেজ যখন তার ডিফারেন্স মেশিন বা এনালিটিক্যাল এঞ্জিন নামক কম্পিউটার আবিষ্কারের নেশায় মত্ত, তখন এই তুখোড় প্রতিভাধর নারী ছিলেন তার পাশে। অ্যাডা তার গণিতবিষয়ক বিশ্লষণী ক্ষমতার দ্বারা বুঝতে পেরেছিলেন এই কম্পিউটারগুলোর নাম্বার ক্রাঞ্চিং এর অমিত সম্ভাবনা সম্পর্কে । সে সময় ইংল্যান্ড বিজ্ঞান থেকে কিছুটা দূরেই যেনো অবস্থান করছিল। চার্লস ব্যাবেজ তাই লিখে গেছেন তাঁর Decline of Science in England বইয়ে। আর এমন একটা সময়ে এই অসামান্যা নারী চার্লস ব্যাবেজকে যেসব সম্ভাবনার কথা জানান তা তার কাজকে আরো বেগবান করেছিল। অ্যাডা অগাস্টা'কে এখন বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার ধরা হয়!

বায়রনের সৎ-বোন অগাস্টা লেই এর নামে মেয়ের নাম রাখা হয়, আর বায়রন তাকে অ্যাডা নাম দেন। মাত্র একমাস যখন অ্যাডা'র বয়স তখন থেকে তার মা অ্যানাবেলা তাকে নিয়ে আলাদা হয়ে যান।

ছোট থেকেই অ্যাডা কিছুটা অসুস্থ্তায় ভূগছিলেন, প্রচণ্ড মাথাব্যথা হতো এবং দৃষ্টি প্রতিবন্ধকতা হতো। ১৮২৪ সালে তাঁর বাবা মারা যান, যদিও তিনি তার দায় বহন করতেন না। ১৮২৯ থেকে তিনি হাম এবং পক্ষাঘাতগ্রস্ততায় ভূগছিলেন। কিন্তু ক্র্যাচে ভর দিয়ে হলেও শিক্ষা চালিয়ে গিয়েছেন। ১৮৩২ এ যখন তাঁর বয়স ১৭ তখন তার বিশেষ গাণিতিক প্রতিভার স্ফুরণ ঘটে। তাঁর ছেলেবেলা থেকেই মা তাঁকে গণিতে দক্ষ করে তুলতে চাইতেন বাবার প্রভাব(কবিত্ব, মা কী জানতেন কোডিংও এক ধরণের কবিতা? ;)) যাতে কোনোভাবেই মেয়ের মধ্যে প্রতিফলিত না হয় এই ভেবে(১৮৪১ সালের আগে জানতেনই না লর্ড বায়রন তাঁর বাবা!)। বাসায় গৃহশিক্ষকেরা বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন তাঁকে। আমরা ডি-মরগ্যানের যুক্তির গণিত পড়ে থাকি, সেই ডি-মরগ্যান সাহেবও তাঁর শিক্ষক ছিলেন! :)

স্যার চার্লস ডিকেন্স, স্যার চার্লস হুইটস্টোন এবং বিজ্ঞানি মাইকেল ফ্যারাডে'র সাথেও তাঁর জানাশোনা ছিল। ১৮৩৩ সালের ৫ জুন তাঁর সাথে পরিচয় হয় বিশ্ববিখ্যাত স্যার চার্লস ব্যাবেজের সঙ্গে!

চার্লস ব্যাবেজের সঙ্গে তাঁর বেশ ঘনিষ্ঠ এবং রোম্যান্টিক সম্পর্কও গড়ে ওঠে। ব্যাবেজ অ্যাডার অসাধারণ ধীশক্তি, সাবলিল লেখনী এবং প্রতিভায় মুগ্ধ ছিলেন। ব্যাবেজ অ্যাডা সম্পর্কে নিজের লেখায় অ্যাডাকে The Enchantress of Numbers অাখ্যা দিয়েছেন।

Forget this world and all its troubles and if
possible its multitudinous Charlatans — every thing
in short but the Enchantress of Numbers.


চার্লস ব্যাবেজ, যিনি তাঁর সময়ের লোকদের কাছে অনেকটা পাগল হিসেবেই পরিচিত ছিলেন, তাঁর নতুন ধ্যান ধারণাকে মাত্র গুটিকয়েক যে ক'জন বুঝতে পেরেছিলেন তন্মধ্যে অ্যাডা অগ্রগণ্য। যদিও ইতিহাসবেত্তাদের গলদঘর্ম হতে হয়, অ্যাডা কতোটা প্রভাব বিস্তার করেছিলেন ব্যাবেজের উদ্ভাবনী কাজে তা খুঁজে পেতে। কেননা, ব্যাবেজ কারো প্রতি কৃতজ্ঞতা সচেতনভাবে স্বীকার করেননি।

অ্যাডা'র সম্পর্কে কিছু কুৎসা আছে যে, তিনি মদ্যপান করতেন, জুয়া খেলতেন, স্ক্যান্ডাল হতো তাকে নিয়ে.. কিন্তু খুব জোরালো প্রমাণ নেই সেসবের।

লেডি অ্যানি ব্লান্ট ছিলেন, তাঁর সুযোগ্যা কন্যা যিনি মধ্যপ্রাচ্য ভ্রমণ করেন এবং সেখানে উন্নত প্রজাতির ঘোড়ার সংকর ঘটান।

তাঁকে মর্যাদা দিতে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের প্রণিত প্রোগ্রামিং ভাষার নামও রাখা হয় Ada


অ্যাডা'র মতো সেজেছেন এক মডেল।

Conceiving Ada নামে তাঁকে নিয়ে একটি মুভিও আছে। মাইক্রোসফটের প্রোডাক্ট অথেনটিসিটি হলোগ্রামে তাঁর ছবিও আছে জানা যায় উইকিপিডিয়া থেকে।

Woolley, Benjamin (February 2002). The Bride of Science: Romance, Reason, and Byron's Daughter এ বইটি পড়ে দেখার খুব ইচ্ছে হচ্ছে।

আর হ্যাঁ তাঁর কম্পিউটিং এবং প্রোগ্রামিং এ বিশেষ অবদানের কারণে আজকের এই ২৪ মার্চকে Ada Lovelace Day হিসেবে বিশ্বব্যাপী উদযাপন করা হয়ে থাকে।


আর.. হ্যাঁ আমি কিন্তু অ্যাডার প্রেমে পড়ে গেছি.. ;)

Click This Link এখানে তাকে নিয়ে ব্লগ করার অনুরোধ করা হয়েছে। আমি অনুরোধটি দেখার আগেই পোস্টটি লিখেছি আর ওখানে লিঙ্ক করে দিয়েছি।



লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): Ada, প্রোগ্রামিং, বায়রন, চার্লস ব্যাবেজ, অ্যানালিটিক্যাল মেশিন, কম্পিউটার ;

http://www.somewhereinblog.net/blog/ninel/28928751

নতুন ডিজিটাল ক্যামেরা মালিকের প্রথম ছয়টি ভুল

আমরা যারা অনেক সাধ্য সাধনা করে ডিজিটাল ক্যামেরার মালিক হই তাদের সবারই একটি কমন স্বপ্ন থাকে। ক্যামেরা হাতে পাওয়ার আগে ধৈর্যের পরীক্ষা দিয়ে অপেক্ষা করি এবং মনে মনে ভাবি, ক্যামেরাটি আগে হাতে আসুক- ফাটিয়ে দেবো!
একটু বেশি আবেগপ্রবন যারা, তারাই এই ফাটিয়ে দেয়ার আগেই করে বসি কয়েকটি ভুল। ভুল থেকে শিক্ষা নেয়া ভালো, আরো ভালো ভুল করার আগেই শিক্ষাটি নিতে পারা। আসুন তবে আজ দেখা যাক নতুন ডিজিটাল ক্যামেরা মালিকের ভুলগুলো কি কি-

এক· ঢাউস সাইজের ইমেজ ফাইল ই-মেইল করে পাঠানো
নতুন ক্যামেরাটি হাতে পাওয়ার পর পরই আমাদের ইচ্ছে হয় ক্যামেরাটির স্মার্টনেস এবং নিজের ফটোগ্রাফি প্রতিভার খবর বন্ধুদের জানানো। ফটোগ্রাফিতে নিজের প্রতিভা থাকলে তো খুবই ভালো, আর এটা অন্যকে জানানোতেও দোষের কিছু নেই। তবে সেই ইমেজ ফাইল অন্যকে ই-মেইল করে পাঠানোর আগে ফটোর সাইজটি ছেট করে নেয়া উচিত- যাতে করে এটা ডাউনলোড করতে আপনার বন্ধুর বেশি সময় না লাগে।

দুই· ইমেজ ফাইল ব্যাকআপ না করা
অনেকেই নিজের ফটোর নেগেটিভ যুগ যুগ ধরে সংরক্ষণ করেন। কিন্তু ডিজিটাল ফটোর বেলায় ওই আগ্রহটি কেন যেন থাকে না। আজ তোলা ছবিগুলো ডেস্কটপে রাখলেন, গতকালকের গুলো রেখেছিলেন জি ড্রাইভের ভেতর পিকনিক ফোল্ডারে, এতে করে দরকারের সময় কাঙ্ক্ষিত ছবি আপনি খুঁজে পাবেন এমন গ্যারান্টি আপনি নিজেই দিতে পারবেন না। মনে রাখবেন ডিজিটাল ক্যামেরা হাতে পেলেই আপনার প্রচুর ছবি তুলতে ইচ্ছে করবে। ফলে অল্প দিনেই আপনি প্রচুর ফটোর মালিক হয়ে যাবেন। এই ফটো গুছিয়ে রাখার অনেক উপায় আছে। তবে সবাই লাইব্রেরি সায়েন্স পড়বেন বা ক্যাটালগিং সিস্টেম জানবেন এমন কোনো কথা নেই- তার চেয়ে সহজ সরল ভাবে বছর ওয়ারি বা সাবজেক্ট ওয়ারি ফোল্ডার করে পিসিতে ফটো রাখুন। ধরা যাক ২০০৬ নামে একটি ফোল্ডার করলেন, তার মধ্যে আবার সাব ফোল্ডার করে রাখুন একেক ইভেন্টের ফটো।

তিন· ক্যামেরার ডিজিটাল জুম ব্যবহার
এটা একবারেই ভুয়া একটি অপশন। ক্রেতা টানার জন্যই ক্যামেরা কম্পানিগুলো এটা করে থাকে। বাস্তবে এর কোনো রেজাল্ট নেই। তাই কেবল ফটো তোলা নয়, ডিজিটাল কামেরা কেনার সময়েও ডিজিটাল জুমের অপশনে কোনো রকম গুরুত্ব দেয়ার দরকার নেই।

চার· কম রেজুলুশনে ফটো তোলা
অনেকেই ক্যামেরার মেমরি কার্ড বাঁচানোর জন্য কম রেজুলুশনে ফটো তোলেন। মনে করে দেখুন, যখন ফিল্ম ক্যামেরায় ফটো তুলতেন কতোটা হিসেব করে এক একটা ফ্রেম সেট করতেন। সে হিসেবে সবচেয়ে বড় সাইজে ফটো তুললেও আপনার ক্যামেরায় ফিল্মের চেয়ে বেশি ফটো তোলা যাবে। আজকের ফটো যদি আগামীর স্মৃতি হয়, তাহলে সেই স্মৃতিটি যেন বড় আর ডিটেইল হয় সেদিকে খেয়াল রাখুন।

পাচ· ক্যামেরার সঙ্গে পাওয়া সফটওয়্যারটিই ব্যবহার করা
প্রতিটি ডিজিটাল ক্যামেরার সঙ্গেই থাকে একটি সফটওয়্যার সিডি। এতে সাধারণত একটি ইমেজ এডিটিং সফটওয়্যার থাকে। অনেকেই কেবল এই সিডির সফটওয়্যারটিই ব্যবহার করেন। হ্যা, এগুলোতে ছবি এডিট করার কিছু শর্টকাট সিস্টেম দেয়া থাকে, তবে এগুলো কখনোই প্রফেশনাল স্ট্যান্ডার্ড টুল নয়। ফটো এডিট করার জন্য অ্যাডোবি ফটোশপ বা এ মানের কোনো এডিটিং সফটওয়্যার ব্যবহার করম্নন।

ছয়ঃ ক্যামেরটিকে বুঝতে একটু সময় দিন
অনেকে ক্যামেরাটি হাতে নিয়েই ফটো তুলতে শুরু করেন। এটা করার আগে ম্যানুয়ালটি ভালো করে পড়ে নিন। প্রতিটি যন্ত্রের নতুন মডেলই হয়ে থাকে আগেরটির চেয়ে আলাদা। ক্যামেরার বেলায় এই পরিবর্তনটি হয় বেশ অনেকখানি। তাই বেশিরভাগ সাধারণ নিয়মকানুন জানা থাকলেও ম্যানুয়ালটি আগে মনোযোগ দিয়ে পড়ে নিন। সম্ভব হলে ম্যানুয়ালটির একটি ফটোস্ট্যাট কপি করে রাখুন। কারণ ক্যামেরা মডেল অনেক বেশি হয় এবং কোনো ম্যানুয়াল একবার হারিয়ে গেলে দ্বিতীয় কপি আর সহজে খুজে পাবেন না।

৪০টি টিপস(সাথে বোনাস): PHP অপটিমাইজ করুন

1. কোনো মেথড যদি static করা যায় তাহলে তাই করুন, কারণ তাতে স্পীড ৪গুণ বাড়বে।
2. echo কনস্ট্রাক্টটি print এর চাইতে দ্রুততর। তবে print এর একটি রিটার্ন ভ্যালু আছে এবং এটি মাত্র একটি প্যারামিটার নেয়।
3. কনক্যাট করার চেয়ে echo এর একাধিক প্যারামিটার পদ্ধতি অর্থাৎ কমা ব্যবহার করে স্ট্রিং আর ভ্যারিয়েবল আলাদা করুন।
4. for লুপের maxvalue আগেই নির্ধারণ করুন, লুপের ভেতর সেটি করবেন না। অথাৎ ক্যালকুলেট করে লুপ চলাকালীন যাতে প্রতিবার বের করতে না হয়।
5. আপনার ব্যবহৃত ভ্যারিয়েবলগুলোকে আনসেট করে মেমোরি ফ্রি করুন, বিশেষ করে বড় বড় অ্যারে নিয়ে যখন কাজ করবেন, সেগুলোকে আনসেট করতে ভুলবেন না।
6. __get, __set, __autoload এজাতীয় ম্যাজিক মেথডগুলো এড়িয়ে চলতে পারলে ভালো। তবে আজকাল ফ্রেমওয়ার্কগুলোতে এগুলো ব্যবহার করা হয় অনেক বেশি পরিমাণে।
7. require_once() ফাংশনটি এক্সপেনসিভ, পারলে এটির ব্যবহার করবেন না।
8. যদি আপনার ফাইলসমূহের ইনক্লুড পাথ জানা থাকে তবে অ্যাবসোলিউট পাথ ব্যবহার করুন(প্রোগ্রাম এক্সিকিউশন অনেক দ্রুততর হবে)।
9. যদি আপনার স্ক্রিপ্টটি ঠিক কখন এক্সিকিশন শুরু করেছে জানতে চান, তাহলে $_SERVER[’REQUEST_TIME’] ব্যবহার করুন time() নয়।
10. যদি সম্ভব হয় তবে, strncasecmp, strpbrk এবং stripos প্রভৃতি ব্যবহার করুন regex এর বদলে। কারণ রেগুলার এক্সপ্রেশন এর এক্সিকিউশন মন্থর।
11. str_replace ফাংশনটি preg_replace এর চাইতেও দ্রুততর, কিন্তু strtr ফাংশনটি str_replace এর তুলনায়ও ৪গুণ দ্রুততর।
12. যদি কোনো ফাংশন যেমন স্ট্রিং রিপ্লেসমেন্ট ফাংশন অ্যারে এবং সিঙ্গল ক্যারেক্টার উভয়ই আরগুমেন্ট হিসেবে নেয়, আর আপনার আরগুমেন্ট লিস্ট যদি খুব বড়া না হয়। তাহলে হাতেই লিখেদিন কয়েকটি রিপ্লেসমেন্ট স্টেটমেন্ট(এক লাইনেই অ্যারেতে পুরো আরগুমেন্ট পাস করার বদলে), যাতে একটি একটি করে ক্যারেক্টার পাস করবেন।
13. যেখানেই সম্ভব if, else if এর জঙ্গলের চেয়ে switch-case ব্যবহার করুন। পিএইচপি ৬ এ goto স্টেটমেন্টটিও ফিরে আসছে!
14. Error suppression অপারেটর @ ব্যবহার করলে স্ক্রীপ্ট অনেক মন্থর চলবে। তাই যখন-তখন এটি ব্যবহার করবেন না। এমনকি ডিবাগিংও করা কঠিন হয়ে যায় এটি ব্যবহারে।
15. অ্যাপাচি'র mod_deflate অন করে দিন।
16. ডাটাবেজ কানেকশন নিয়ে কাজ করা হয়ে গেলেই তা ক্লোজ করে দিন।
17. $row[’id’] এভাবে লিখলে তা $row[id] এর চেয়ে ৭ গুণ দ্রুততর হবে। কারণ '' দিয়ে আগেই বলে দেয়া হচ্ছে কি করতে হবে, '' না দিলে গরু খোঁজা শেষ করে তারপর কাজ করে। :)
18. Error messages are expensive টেস্টিং এর সময় এরর মেসেজ রাখুন, প্রোডাকশনে এরর বাদ।
19. for লুপের ভেতরে ফাংশন ব্যবহার এড়িয়ে চলবেন, যেমন: for ($x=0; $x < count($array); $x) এখানে count() ফাংশনটি বারবার কল হবে। 4 নং পয়েন্ট দেখুন।
20. কোনো মেথডের লোকাল ভ্যারিয়েবলকে ইনক্রিমেন্ট করা অপেক্ষাকৃত দ্রুততর। যা কিনা কোনো ফাংশনের লোকাল ভ্যারিয়েবলকে কল করার মতোই সমগতির।

21. গ্লোবাল ভ্যারিয়েবল এর ইনক্রিমেন্ট একটি লোকাল ভ্যারিয়েবলের তুলনায় দ্বিগুণ মন্থর।
22. কোনো অবজেক্ট প্রোপার্টি'র ইনক্রিমেন্ট (যেমন $this->prop++) লোকাল ভ্যারিয়েবল ইক্রিমেন্ট থেকেও ৩গুন মন্থর।
23. ইনিশিয়ালাইজ না করা কোনো লোকাল ভ্যারিয়েবলের ইনক্রিমেন্ট ইনিশিয়ালাইজ করাটি তুলনায় ৯-১০গুণ মন্থর হবে।
24. কোনো গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন কিন্তু তার ব্যবহার করেননি, তবুও এটা এক্সিকিউশনকে মন্থর করে দেবে (মন্থরতার পরিমান কোনো লোকাল ভ্যারিয়েবলকে ইনক্রিমেন্ট করানোর সমান). PHP খুব সম্ভব এ সময় খুঁজে দেখে এই নামে কোনো গ্লোবাল ভ্যারিয়েবল আছে কিনা আগেই।
25. মেথড ইনভোক করলে তা ক্লাসের ভেতর কতগুলো মেথড রয়েছে তার উপর নির্ভরশীল নয়। পরীক্ষায় দেখা গেছে, একটি টেস্ট ক্লাসের কোনো মেথডের পূর্বে বা পরে ১০টি এক্সট্রা মেথড যোগ করেও পারফর্মেন্সের হেরফের পাওয়া যায়নি(এটি সরাসরি কোনো কাজে লাগবে বলে মনে হচ্ছেনা ;))।
26. ডিরাইভড ক্লাসের মেথডগুলো বেজ ক্লাসের মেথডগুলোর চেয়েও দ্রুত কাজ করে।
27. যদি এমন একটি ফাংশন কল করা হয় যার একটি প্যারামিটার আছে তবে ফাংশনের বডিতে কোনো কোড নেই, তবে তাও কিন্তু ৭/৮টি $localvar++ অপারেশনের সমান! আর তা যদি ফাংশ না হয়ে মেথড হয় তবে তা প্রায় ১৫টি $localvar++ অপারেশনের সমান!
28. আপনার স্ট্রিং গুলোকে ' দিয়ে কোট করুন " দিয়ে নয়, এতে এক্সিকিউশন কিঞ্চিত হইলেও দ্রুততর হবে, কারণ পিএইচপি "..." এর ভেতরে ভ্যারিয়েবল খুঁজে বেড়ায়। কিন্তু '...' এর ভেতরে খোঁজে না। অবশ্য যদি ভ্যরিয়েবল রাখতে চান তবে "..." এর ভেতরেই ব্যবহার করতে হবে।
29. স্ট্রীং ইকো করার সময় ডট এর বদলে কমা দিয়ে সেগুলো পৃথক করলে তা দ্রুততর হবে। তবে মনে রাখবেন এটি ইকো'র বেলায়ই খাটে কেননা কমা দিয়ে আসলে একাধিক প্যারামিটার নিচ্ছে সে। ২নং পয়েন্টেই এই কথা বলা আছে আবার এইখানে বললো কেনু? :X
30. কোনো PHP স্ক্রীপ্ট কোনো HTML পেজের চেয়ে কম করেও ২থেকে ১০ গুণ মন্থরতায় রান করবে অ্যাপাচিতে। তাই HTML বেশি ব্যবহার করে স্ক্রীপ্টের ব্যবহার সীমিত রাখুন। মানে মাথাব্যথা করলে মাথা কেটে ফেলুন। :P
31. আপনার পিএইচপি কোড বারবার রিকম্পাইল হবে যদি না তা ক্যাশিং করা থাকে। কোনো ক্যাশিং সফটওয়্যার কাজে লাগান আপনার সার্ভারে তা ২৫ থেকে ১০০% পর্যন্ত বেশি দ্রুততা নিশ্চিত করতে পারে। বড় কোনো সাইট করতে গেলে এসব অবশ্যই খেয়াল করা দরকার।
32. যতো ক্যাশ করা যায় করুন। memcached ব্যবহার করুন। মেমক্যাশড একটি হাই পারফর্ম্যান্স মেমোরি অবজেক্ট ক্যাশিং সিস্টেম। এটি ডাটাবেজ লোড কমিয়ে ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক। অপকোড ক্যাশ করাও জরুরী, তাহলে আপনার পিএইচপি কোডকে বার বার কম্পাইল করতে হচ্ছেনা।
33. যখন কোনো স্ট্রিং নিয়ে কাজ করছেন তখন আপনি যদি এর লেংথ চেক করতে চান, নিশ্চয়ই প্রথমে মনে আসবে strlen() ফাংশনটির কথা। ফাংশনটি বেশ দ্রুত কাজ করে কারণ এটির অপারেশনে কোনো ক্যালকুলেশন থাকেনা, বরং অলরেডি জানা লেংথটিই রিটার্ন করে zval নামক স্ট্রাকচার থেকে(এটি অভ্যন্তরীন সি স্টাক্ট যার মধ্যে পিএইচপি'র ভ্যারিয়েবলগুলো থাকে)। তবে যেহেতু strlen() একটি ফাংশন তাই এটি কিছুটা হলেও মন্থর, কারণ এটি আরো কয়েকটি ফাংশন কলের উপর নির্ভরশীল যেমন lowercase বা hashtable lookup ইত্যাদি। আপনি কিছু কিছু ক্ষেত্রে এটাকে অপটিমাইজ করে নিতে পারেন isset() কনস্ট্রাক্ট ব্যবহার করে দেখুন:

Ex. if (strlen($foo) < 5) { echo "Foo is too short"; } vs. if (!isset($foo[5])) { echo "Foo is too short"; } খুবই মজার ব্যাপার!

কনস্ট্রাক্ট হওয়াতে isset() দ্রুত রান করে কারণ এতে ফাংশন লুকআপ তো নেই'ই লোয়ারকেস বা হ্যাশটেবলও দেখতে হচ্ছেনা। এধরণের চালাকি ঠিকমতো কাজে লাগাতে পারলে বেশ মজা পাবেন নি:সন্দেহে।

34. ভ্যারিয়েবলের মান কমানো বাড়ানোর সময় $i++ সবসময়ই ++$i থেকে মন্থরতর। এটা সম্পর্কে বলা হয়েছে এটা পুরোটাই PHP নির্ভর তাই আপনার C বা Java কোডেও এই বুদ্ধি কাজে লাগাতে গেলে তেমন ফায়দা হবেনা(আগে সিতে এই অপটিমাইজেশনের কথা বলা হতো এখন কম্পাইলারেই অপটিমাইজড হবে হয়তো)। ++$i এটি PHPতে দ্রুততর কারণ $i++ এ ৪টি অপকোড ব্যবহৃত হয়েছে কিন্তু প্রি-ইনক্রিমেন্টে মাত্র ৩টি। সবারই জানা আছে পোস্ট ইনক্রিমেন্ট একটি টেম্পোরারি ভ্যারিয়েবল তৈরি করে এরপর তা ইনক্রিমেন্ট করে। কিন্তু প্রি-ইনক্রিমেন্ট মানটি সরাসরি ইনক্রিমেন্ট করে। Zend এর পিএইচপি অপটিমাইজারও এধরণের অপকোড অপটিমাইজ করে। তবুও এধরণের প্রাকটিস রাখা ভালো কেননা অনেক হোস্টিংয়েই কিন্তু অপকোড অপটিমাইজার ব্যবহার করা হয়না।
35. সবকিছুকেই OOP করতে হবে এমন কথা নেই, অনেক বেশি ওভারহেড তৈরি করে এবং প্রতিটি মেথড এবং অবজেক্ট কল করা হলে অনেক মেমোরি দখল হয়ে যায়। সবসময়ই ঢাল, সড়কি লাগবে না, প্রয়োজনে একটি চড়ই যথেষ্ট। ;)
36. সবধরণের ডাটা স্ট্রাকচারকেই class এ পরিণত করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই arrayও কিন্তু অনেক কাজের।
37. মেথডকে অযথাই অনেকগুলো স্প্লিট করে করার দরকার নেই। আগেই ভেবে নিন ঠিক কোন কোডগুলো বারবার আপনার ব্যবহার করার প্রয়োজন হবে।
38. যদি দেখেন যে মেথডের কোনো বিশেষ অংশ আলাদা করা দরকার, রি-ফ্যাক্টরিং এর সময় তা পরেও করতে পারবেন।
39. অসংখ্য প্রিডিফাইনড ফাংশন আছে পিএইচপিতে সেগুলোর ব্যবহারে প্রাধাণ্য দিন। অনেক সময়ই সেগুলোর ব্যবহারই অনেকে জানেন না, এগুলো নিজের লেখা ফাংশনের চেয়ে দ্রুত রান করার সম্ভাবনা বেশি।
40. এটা অ্যাডভান্সড লেভেলের জন্য। আপনার কোনো ফাংশন যদি অনেক সময় সাপেক্ষ এক্সিকিউট করে তবে তা C এক্সটেনশন(PECL) হিসেবে তৈরি করে নিতে পারেন।
41. কোড প্রোফাইলিং করুন। প্রোফাইলারের মাধ্যমে আপনি জানতে পারবেন কোন কোড বেশি রান হচ্ছে, কোন অংশ বেশি সময় নিচ্ছে ইত্যাদি। সুতরাং সেইভাবে অপটিমাইজ করতে পারবেন। Xdebug এর একটি প্রোফাইলার আছে। আরো নতুন নতুন কি কি বের হচ্ছে খোঁজ রাখুন।
42. mod_gzip নামে একটি অ্যাপাচি মডিউল আছে। যা আপনার ডাটাকে অন দ্য ফ্লাই কম্প্রেস/সংকোচন করতে পারে এবং ডাটা ট্রান্সফার প্রায় ৮০% কমিয়ে দিতে সক্ষম।

গুগল ডক্সের ফাইল কম্পিউটারে ব্যাকআপ নেওয়া

যারা জিমেইল ব্যবহার করেন তাদের বেশীর ভাগই ফাইল সংরক্ষণ বা ব্যবহারের জন্য গুগল ডক্স ব্যবহার করে থাকেন। গুগল ডক্সের ফাইলগুলো সহজেই ডাউনলোড করা যায় জিডক্সব্যাকআপ সফটওয়্যার দ্বারা। মাত্র ১৯০ কিলোবাইটের ফ্রি এই সফটওয়্যারটি http://code.google.com/p/gdocbackup/ বা http://gs.fhtino.it/gdocbackup থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন (এজন্য অবশ্য ডট নেট ২.০ প্রয়োজন হবে)। এই সফটওয়্যারটি উইন্ডোজের পাশাপাশি লিনাক্সেও চলবে। এবার সফটওয়্যাটি চালু করে জিমেইলের ইউজার, পাসওয়ার্ড দিন এবং কোথায় সেভ করবেন না নির্ধারণ করে সেভ বাটনে ক্লিক করে Exec বাটনে ক্লিক করুন। তাহলে উক্ত একাউন্টের ডক্সে থাকা সকল ফাইল (ফোল্ডারসহ) সেভ হবে।

গুগল ডক্সের ফাইল কম্পিউটারে ব্যাকআপ নেওয়া

যারা জিমেইল ব্যবহার করেন তাদের বেশীর ভাগই ফাইল সংরক্ষণ বা ব্যবহারের জন্য গুগল ডক্স ব্যবহার করে থাকেন। গুগল ডক্সের ফাইলগুলো সহজেই ডাউনলোড করা যায় জিডক্সব্যাকআপ সফটওয়্যার দ্বারা। মাত্র ১৯০ কিলোবাইটের ফ্রি এই সফটওয়্যারটি http://code.google.com/p/gdocbackup/ বা http://gs.fhtino.it/gdocbackup থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন (এজন্য অবশ্য ডট নেট ২.০ প্রয়োজন হবে)। এই সফটওয়্যারটি উইন্ডোজের পাশাপাশি লিনাক্সেও চলবে। এবার সফটওয়্যাটি চালু করে জিমেইলের ইউজার, পাসওয়ার্ড দিন এবং কোথায় সেভ করবেন না নির্ধারণ করে সেভ বাটনে ক্লিক করে Exec বাটনে ক্লিক করুন। তাহলে উক্ত একাউন্টের ডক্সে থাকা সকল ফাইল (ফোল্ডারসহ) সেভ হবে।

পাওয়ারপয়েন্ট থেকে ফ্লাশে রূপান্তর

উপস্থাপনা বা প্রেজেন্টেশনরে জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিকল্প নেই। জনপ্রিয় এই প্রেজেন্টেশন সফটওয়্যারের স্লাইডগুলোকে ফ্লাশ (.swf ফরম্যাটের) রূপান্তর করতে পারলে ওয়েব সাইটসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কাজে দেবে। অথোর পয়েন্ট লাইট (www.authorgen.com) সফটওয়্যার দ্বারা পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো ফ্লাশে রূপান্তর করা যায়। তবে এর চেয়ে আইসিপ্রন্ট কনভার্টার বেশী উপযোগী। আইসিপ্রন্ট কনভার্টার ইনস্টল করলে পাওয়ার পয়েন্টে আইসিপ্রন্ট কনভার্টার টুলবার আসবে। এখানে Quick Publish বাটন দ্বারা আপনি চলতি ডকুমেন্টের স্লাইডগুলোকে .swf ফরম্যাটে ওয়েবপেজসহ তৈরী করতে পারবেন। এবং Publish বাটনে ক্লিক করে কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও স্লাইডে পূর্বের তৈরী করা ফ্লাশ ফাইল যুক্ত করা যাবে। স্লাইডে সকল এ্যানিমেশন, শব্দ বা অনান্য তথ্য অপরিবর্তিত থাকবে। ব্যানার, ই-কার্ড বা স্লাইডশো তৈরীতে এটা বেশ কাজে আসবে। আইসিপ্রন্ট কনভার্টার সফটওয়্যারটি পাওয়ার পযেন্টের সকল সংস্করণেই চলবে। ৭.১১ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.ispringsolutions.com থেকে ডাউনলোড করে ইনস্টল করুন আর উপভোগ করুন ফ্লাশের নতুন স্বাদ।

পাওয়ারপয়েন্ট থেকে ফ্লাশে রূপান্তর

উপস্থাপনা বা প্রেজেন্টেশনরে জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিকল্প নেই। জনপ্রিয় এই প্রেজেন্টেশন সফটওয়্যারের স্লাইডগুলোকে ফ্লাশ (.swf ফরম্যাটের) রূপান্তর করতে পারলে ওয়েব সাইটসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কাজে দেবে। অথোর পয়েন্ট লাইট (www.authorgen.com) সফটওয়্যার দ্বারা পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো ফ্লাশে রূপান্তর করা যায়। তবে এর চেয়ে আইসিপ্রন্ট কনভার্টার বেশী উপযোগী। আইসিপ্রন্ট কনভার্টার ইনস্টল করলে পাওয়ার পয়েন্টে আইসিপ্রন্ট কনভার্টার টুলবার আসবে। এখানে Quick Publish বাটন দ্বারা আপনি চলতি ডকুমেন্টের স্লাইডগুলোকে .swf ফরম্যাটে ওয়েবপেজসহ তৈরী করতে পারবেন। এবং Publish বাটনে ক্লিক করে কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও স্লাইডে পূর্বের তৈরী করা ফ্লাশ ফাইল যুক্ত করা যাবে। স্লাইডে সকল এ্যানিমেশন, শব্দ বা অনান্য তথ্য অপরিবর্তিত থাকবে। ব্যানার, ই-কার্ড বা স্লাইডশো তৈরীতে এটা বেশ কাজে আসবে। আইসিপ্রন্ট কনভার্টার সফটওয়্যারটি পাওয়ার পযেন্টের সকল সংস্করণেই চলবে। ৭.১১ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.ispringsolutions.com থেকে ডাউনলোড করে ইনস্টল করুন আর উপভোগ করুন ফ্লাশের নতুন স্বাদ।

গুগলে ওয়েবসাইট যুক্ত করা

আপনি গুগল খুলে আপনার নাম mehdi akram/মেহেদী আকরাম(ইউনিকোডে) বা মোবাইল নং (01552333272 /০১৫৫২৩৩৩২৭২) লিখলেন এবং সার্চ বাটনে ক্লিক করে দেখলেন আপনার ওয়েবসাইট সম্পের্ক তথ্য দিচ্ছে গুগল। তাহলে কেমন লাগবে! আপনার শখের বসে বা প্রয়োজনে তৈরী করা ওয়েবসাইট আপনি গুগলে যুক্ত করতে পারেন কোন খরচ বা ঝামেলা ছাড়াই। তাতে অন্য কেউ আপনার ওয়েবসাইটের বিষয় অনুসারে খুঁজে পাবে। অর্থাৎ গুগলে আপনার দেওয়া পছন্দের কীওয়ার্ড দ্বারা সার্চ করলে আপনার ওয়েবসাইটের তথ্যসহ ওয়েবসাইটের ঠিকানা চলে আসবে। আপনি ইংরেজীর পাশাপাশি বাংলাতে কীওয়ার্ড লিখতে পারেন তাতে বাংলাতে আপনার ওয়েব সাইট খুঁজে পাওয়া যাবে।যেভাবে যুক্ত করবেন: এজন্য প্রথমে গুগলের এই www.google.com/addurl সাইটে ঢুকুন। এবার URL: অংশে আপনার ওয়েব ঠিকানা দিন। আপনার ওয়েব ঠিকানা যদি www.mehdi-akram.tk হয় তাহলে আপনাকে http://www.mehdi-akram.tk লিখতে হবে। এবার Comments: অংশে কীওয়ার্ড লিখুন। এখানে আপনি আপনার নাম এবং ওয়েবসাইট সম্পের্ক (বিষয় এবং আনুসাঙ্গিক) তথ্য দিনে পারেন। এরপরে Optional: অংশের ছবিতে থাকা টেক্সট নিচের টেক্সট বক্সে লিখে Add URL বাটনে ক্লিক করলে আপনার সাইট যুক্ত হয়েছে নিশ্চিত করবে।এ মূহুর্তে আপনি সার্চ করলে আপনার সাইট পাবেন না। অন্ততঃ কয়েক দিন পরে সার্চ করে দেখুন, কি অপেক্ষা করছে গুগলে আপনার জন্য।

ডেক্সটপে রাখুন উইডগেট

উইডগেট ব্যবহার করে ডেক্সটপকে আরো আর্কশনীয় করতে পারেন। এর সাহায্যে ডেক্সটপ থেকেই আরএসএস সাইটের খবর ব্রাউজ ছাড়ায় দেখা যাবে। এছাড়াও রয়েছে, এনালগ ঘড়ি, ব্রাউজার ছাড়াই মেইল চেক করা, সার্চ করা এবং আরো বিভিন্ন দরকারী সুবিধা। উইন্ডোজ ভিসতাতে নিজস্ব উইডগেট থাকলেও অনান্য অপারেটিং সিস্টেমের জন্য উইডগেট রয়েছে বিভিন্ন সাইটের। জনপ্রিয় এবং আকর্শনীয় ছয়টি উইডগেটের ঠিকানা এবং সামান্য তথ্য দেওয়া হলো।
ইয়াহু উইডগেট: উইন্ডোজ এবং ম্যাকের উপযোগী ইয়াহু! উইডগেট এক কথায় অসাধারণ। http://widgets.yahoo.com সাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
গুগল উইডগেট: লিনাক্স প্লাটফরমসহ এটি উইন্ডোজ এবং ম্যাকে চলবে। গুগল ডেক্সটপ নামে পরিচিত এই উইডগেটে ব্যাক্তিগত তথ্য যোগ করা যায়। এছাড়াও আইগুগল www.google.com/ig নামে অনলাইনে গুগলের আরেকটি সেবা রয়েছে। http://desktop.google.com সাইট থেকে গুগল উইডগেট ডাউনলোড করা যাবে।
অপেরা উইডগেট: এটিও উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকে চলবে। অপেরা উইডগেট ব্যবহার করতে হলে অপেরা ওয়েব ব্রাউজার ৯ বার এর পরের সংস্করণ (www.opera.com/download) লাগবে। http://widgets.opera.com সাইট থেকে অপেরা উইডগেট ডাউনলোড করা যাবে।
এডোবি এয়ার: এটি উইন্ডোজ এবং ম্যাকে চলবে। এটি www.yourminis.com/minis সাইট ছাড়াও ডেক্সটপে চলবে। http://labs.adobe.com/downloads/air.html সাইট থেকে গুগল উইডগেট ডাউনলোড করা যাবে।
ক্লিপফলিও: শুধুমাত্র উইন্ডোজের উপযোগী এই উইডগেট www.klipfolio.com সাইট থেকে ডাউনলোড করা যাবে।
এমনেষ্টি জেনারেটর: এই উইডগেট শুধুমাত্র ম্যাক ওএক্স এবং উইন্ডোজ ভিসতাতে চলবে। http://amnesty.mesadynamics.com/GeneratorWin.html থেকে ডাউনলোড করা যাবে। এটি ব্লগে এমবেট করে ব্যবহার করা যাবে।

গুগলে ওয়েবসাইট যুক্ত করা

আপনি গুগল খুলে আপনার নাম mehdi akram/মেহেদী আকরাম(ইউনিকোডে) বা মোবাইল নং (01552333272 /০১৫৫২৩৩৩২৭২) লিখলেন এবং সার্চ বাটনে ক্লিক করে দেখলেন আপনার ওয়েবসাইট সম্পের্ক তথ্য দিচ্ছে গুগল। তাহলে কেমন লাগবে! আপনার শখের বসে বা প্রয়োজনে তৈরী করা ওয়েবসাইট আপনি গুগলে যুক্ত করতে পারেন কোন খরচ বা ঝামেলা ছাড়াই। তাতে অন্য কেউ আপনার ওয়েবসাইটের বিষয় অনুসারে খুঁজে পাবে। অর্থাৎ গুগলে আপনার দেওয়া পছন্দের কীওয়ার্ড দ্বারা সার্চ করলে আপনার ওয়েবসাইটের তথ্যসহ ওয়েবসাইটের ঠিকানা চলে আসবে। আপনি ইংরেজীর পাশাপাশি বাংলাতে কীওয়ার্ড লিখতে পারেন তাতে বাংলাতে আপনার ওয়েব সাইট খুঁজে পাওয়া যাবে।যেভাবে যুক্ত করবেন: এজন্য প্রথমে গুগলের এই www.google.com/addurl সাইটে ঢুকুন। এবার URL: অংশে আপনার ওয়েব ঠিকানা দিন। আপনার ওয়েব ঠিকানা যদি www.mehdi-akram.tk হয় তাহলে আপনাকে http://www.mehdi-akram.tk লিখতে হবে। এবার Comments: অংশে কীওয়ার্ড লিখুন। এখানে আপনি আপনার নাম এবং ওয়েবসাইট সম্পের্ক (বিষয় এবং আনুসাঙ্গিক) তথ্য দিনে পারেন। এরপরে Optional: অংশের ছবিতে থাকা টেক্সট নিচের টেক্সট বক্সে লিখে Add URL বাটনে ক্লিক করলে আপনার সাইট যুক্ত হয়েছে নিশ্চিত করবে।এ মূহুর্তে আপনি সার্চ করলে আপনার সাইট পাবেন না। অন্ততঃ কয়েক দিন পরে সার্চ করে দেখুন, কি অপেক্ষা করছে গুগলে আপনার জন্য।

ডেক্সটপে রাখুন উইডগেট

উইডগেট ব্যবহার করে ডেক্সটপকে আরো আর্কশনীয় করতে পারেন। এর সাহায্যে ডেক্সটপ থেকেই আরএসএস সাইটের খবর ব্রাউজ ছাড়ায় দেখা যাবে। এছাড়াও রয়েছে, এনালগ ঘড়ি, ব্রাউজার ছাড়াই মেইল চেক করা, সার্চ করা এবং আরো বিভিন্ন দরকারী সুবিধা। উইন্ডোজ ভিসতাতে নিজস্ব উইডগেট থাকলেও অনান্য অপারেটিং সিস্টেমের জন্য উইডগেট রয়েছে বিভিন্ন সাইটের। জনপ্রিয় এবং আকর্শনীয় ছয়টি উইডগেটের ঠিকানা এবং সামান্য তথ্য দেওয়া হলো।
ইয়াহু উইডগেট: উইন্ডোজ এবং ম্যাকের উপযোগী ইয়াহু! উইডগেট এক কথায় অসাধারণ। http://widgets.yahoo.com সাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
গুগল উইডগেট: লিনাক্স প্লাটফরমসহ এটি উইন্ডোজ এবং ম্যাকে চলবে। গুগল ডেক্সটপ নামে পরিচিত এই উইডগেটে ব্যাক্তিগত তথ্য যোগ করা যায়। এছাড়াও আইগুগল www.google.com/ig নামে অনলাইনে গুগলের আরেকটি সেবা রয়েছে। http://desktop.google.com সাইট থেকে গুগল উইডগেট ডাউনলোড করা যাবে।
অপেরা উইডগেট: এটিও উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকে চলবে। অপেরা উইডগেট ব্যবহার করতে হলে অপেরা ওয়েব ব্রাউজার ৯ বার এর পরের সংস্করণ (www.opera.com/download) লাগবে। http://widgets.opera.com সাইট থেকে অপেরা উইডগেট ডাউনলোড করা যাবে।
এডোবি এয়ার: এটি উইন্ডোজ এবং ম্যাকে চলবে। এটি www.yourminis.com/minis সাইট ছাড়াও ডেক্সটপে চলবে। http://labs.adobe.com/downloads/air.html সাইট থেকে গুগল উইডগেট ডাউনলোড করা যাবে।
ক্লিপফলিও: শুধুমাত্র উইন্ডোজের উপযোগী এই উইডগেট www.klipfolio.com সাইট থেকে ডাউনলোড করা যাবে।
এমনেষ্টি জেনারেটর: এই উইডগেট শুধুমাত্র ম্যাক ওএক্স এবং উইন্ডোজ ভিসতাতে চলবে। http://amnesty.mesadynamics.com/GeneratorWin.html থেকে ডাউনলোড করা যাবে। এটি ব্লগে এমবেট করে ব্যবহার করা যাবে।

গুগলে দেখুন ব্যক্তিগত সার্চগুলো

একটি বিষয়ের উপরে আপনি অনেকদিন আগে গুগলে সার্চ করেছেন কিন্তু এখন সে বিষয়টি মনে করতে পারছেন না অথচ আপনার উক্ত বিষয়টি জরুরী দরকার। আপনি যদি জিমেইল একাউন্ট খোলা রাখা অবস্থায় উক্ত বিষয়ে সার্চ করে থাকেন তাহলে আপনার কোন চিন্তা নেই, আপনার সার্চের বিষয়সহ কোন কোন ওয়েবসাইট খুলেছেন তার সমস্ত বিবরণ পাবেন গুগল পার্সনালাইজড সার্চে। আপনি নিশ্চয় খেয়াল করেছেন আপনার জিমেইল একাউন্ট খোলা অবস্থায় গুগলে সার্চ করলে আপনার মেইল ঠিকানা গুগলের হোম পেইজের উপরের দিকে দেখা যায়। এমতবস্থায় আপনি যত কিছু সার্চ করেন বা সার্চ করার পরে বিষয়ভিত্তিক ওয়েবসাইটগুলো খুলে থাকেন তার সবই মনে রাখবে গুগল পার্সনালাইজড সার্চ। অর্থাৎ আপনার একাউন্ট একটিভ অবস্থায় আপনার খোঁজাখুঁজির সব খবরই গুগল পার্সনালাইজড সার্চ রেখে দিচ্ছে। আপনি যদি সেসব দেখতে চান তাহলে www.google.com/psearch সাইট ঢুকুন। এবার আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন, তাহলে দেখবেন আপনার সকল সার্চিং এর তারিখ, বার, সময় এবং বিষয়সহ সার্চ করার পর কোন কোন ওয়েবসাইট খুলেছেন তার সব হিসেবই আছে। এখানে কিক করে আপনি পুনরায় আবার সার্চ করতে পারবেন বা পূর্বে খোলা ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইট খুলতে পারেন। এছাড়াও পছন্দের ওয়েবসাইটিকে এখানে বুকমার্ক করে রাখতে পারেন।

বিনামূল্যে পিকাসা ওয়েব এ্যালবাম

বিনামূল্যে অনলাইনে ফটো এ্যালবাম তৈরীর সুযোগ দিচ্ছে অনেক সেবামূলক সাইটই কিন্তু গুগল তাদের গ্রাহকদের জন্য একটু বাড়তি সুবিধা দিচ্ছে পিকাসা ওয়েব এ্যালবামের সাহায্যে। এই ওয়েব ফটো এ্যালবামে ১ গিগাবাইট (১০২৪ মেগাবাইট) পর্যন্ত ফটো আপলোড করা যাবে। অনলাইন থেকে সরাসরি ফটো আপলোড করতে হলে একটি একটি করে ব্রাউজ করে আপলোড করতে হয় সেটা সময় সাপেক্ষ এবং আপলোডেও ধীর গতিতে হয় কিন্তু পিকাসা ২.০ সফটওয়্যারের সাহায্যে সহজে একটি ফোল্ডারের কয়েকশত (সর্বচ্চো ৫০০) ফটো সহজে এবং অল্প সময়ে আপলোড করা যায়। এছাড়াও নোটিফেকেশনের (আর.এস.এস) মাধ্যমে অন্যের এ্যালবামে নতুন ফটো আপলোড করার খবর পাবেন। আরো সুবিধা হচ্ছে আপলোড করা ফটো এ্যালবাম থেকে যেকোন এ্যালবাম এমবেট করে বা পিকাসা ২.০ সফটওয়্যার থেকে মাইস্পেস বা ব্লগারে ফটো আপলোড করতে পারবেন। এখানে ইচ্ছামত ফটো সাজানো যায় এবং এ্যালবামের ফোল্ডার শেয়ার বা ব্যাক্তিগতভাবে রাখতে পারবেন। মোট কথা নিজের ছবিগুলোর নিরাপদ সংরক্ষণের যায়গা পিকাসা। http://picasa.google.com ওয়েবসাইট থেকে লগইন করে ফটো এ্যালবাম সক্রিয় করুন এবং পিকাসা ২.০ সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করে নিন। প্রথমত পিকাসা কম্পিউটারের থাকা সমস্ত ফটো কয়েক সেকেন্ডর মধ্যে গুছিয়ে দেবে। এবার পিকাসা ২.০ সফটওয়্যার থেকে লগইন করে ছবি ওয়েব এ্যালবামে বা ব্লগে পোষ্ট করুন।

গুগলে দেখুন ব্যক্তিগত সার্চগুলো

একটি বিষয়ের উপরে আপনি অনেকদিন আগে গুগলে সার্চ করেছেন কিন্তু এখন সে বিষয়টি মনে করতে পারছেন না অথচ আপনার উক্ত বিষয়টি জরুরী দরকার। আপনি যদি জিমেইল একাউন্ট খোলা রাখা অবস্থায় উক্ত বিষয়ে সার্চ করে থাকেন তাহলে আপনার কোন চিন্তা নেই, আপনার সার্চের বিষয়সহ কোন কোন ওয়েবসাইট খুলেছেন তার সমস্ত বিবরণ পাবেন গুগল পার্সনালাইজড সার্চে। আপনি নিশ্চয় খেয়াল করেছেন আপনার জিমেইল একাউন্ট খোলা অবস্থায় গুগলে সার্চ করলে আপনার মেইল ঠিকানা গুগলের হোম পেইজের উপরের দিকে দেখা যায়। এমতবস্থায় আপনি যত কিছু সার্চ করেন বা সার্চ করার পরে বিষয়ভিত্তিক ওয়েবসাইটগুলো খুলে থাকেন তার সবই মনে রাখবে গুগল পার্সনালাইজড সার্চ। অর্থাৎ আপনার একাউন্ট একটিভ অবস্থায় আপনার খোঁজাখুঁজির সব খবরই গুগল পার্সনালাইজড সার্চ রেখে দিচ্ছে। আপনি যদি সেসব দেখতে চান তাহলে www.google.com/psearch সাইট ঢুকুন। এবার আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন, তাহলে দেখবেন আপনার সকল সার্চিং এর তারিখ, বার, সময় এবং বিষয়সহ সার্চ করার পর কোন কোন ওয়েবসাইট খুলেছেন তার সব হিসেবই আছে। এখানে কিক করে আপনি পুনরায় আবার সার্চ করতে পারবেন বা পূর্বে খোলা ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইট খুলতে পারেন। এছাড়াও পছন্দের ওয়েবসাইটিকে এখানে বুকমার্ক করে রাখতে পারেন।

বিনামূল্যে পিকাসা ওয়েব এ্যালবাম

বিনামূল্যে অনলাইনে ফটো এ্যালবাম তৈরীর সুযোগ দিচ্ছে অনেক সেবামূলক সাইটই কিন্তু গুগল তাদের গ্রাহকদের জন্য একটু বাড়তি সুবিধা দিচ্ছে পিকাসা ওয়েব এ্যালবামের সাহায্যে। এই ওয়েব ফটো এ্যালবামে ১ গিগাবাইট (১০২৪ মেগাবাইট) পর্যন্ত ফটো আপলোড করা যাবে। অনলাইন থেকে সরাসরি ফটো আপলোড করতে হলে একটি একটি করে ব্রাউজ করে আপলোড করতে হয় সেটা সময় সাপেক্ষ এবং আপলোডেও ধীর গতিতে হয় কিন্তু পিকাসা ২.০ সফটওয়্যারের সাহায্যে সহজে একটি ফোল্ডারের কয়েকশত (সর্বচ্চো ৫০০) ফটো সহজে এবং অল্প সময়ে আপলোড করা যায়। এছাড়াও নোটিফেকেশনের (আর.এস.এস) মাধ্যমে অন্যের এ্যালবামে নতুন ফটো আপলোড করার খবর পাবেন। আরো সুবিধা হচ্ছে আপলোড করা ফটো এ্যালবাম থেকে যেকোন এ্যালবাম এমবেট করে বা পিকাসা ২.০ সফটওয়্যার থেকে মাইস্পেস বা ব্লগারে ফটো আপলোড করতে পারবেন। এখানে ইচ্ছামত ফটো সাজানো যায় এবং এ্যালবামের ফোল্ডার শেয়ার বা ব্যাক্তিগতভাবে রাখতে পারবেন। মোট কথা নিজের ছবিগুলোর নিরাপদ সংরক্ষণের যায়গা পিকাসা। http://picasa.google.com ওয়েবসাইট থেকে লগইন করে ফটো এ্যালবাম সক্রিয় করুন এবং পিকাসা ২.০ সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করে নিন। প্রথমত পিকাসা কম্পিউটারের থাকা সমস্ত ফটো কয়েক সেকেন্ডর মধ্যে গুছিয়ে দেবে। এবার পিকাসা ২.০ সফটওয়্যার থেকে লগইন করে ছবি ওয়েব এ্যালবামে বা ব্লগে পোষ্ট করুন।

যত খুশি ফ্রি এসএমএস করুন

ইন্টারনেট থেকে বিনামূল্যে এসএমএস করার অনেক ওয়েবসাইট আছে কিন্তু www.wadja.com তাদের থেকে একটু ব্যাতিক্রম। এখানে থেকে কোন প্রকারের বাধ্যবাধকতা ছাড়ায় যত খুশি এসএমএস করা যাবে যেকোন অপারেটরে। এছাড়াও এখানে রেজিষ্ট্রেশন করতে কোন মোবাইল নম্বরের প্রয়োজন হয়না। শুধুমাত্র ই-মেইলের ঠিকানাতে আসা লিংকে ক্লিক করে একাউন্ট একটিভ করা যাবে। ১১৭ ক্যারেক্টটারের এসএমএস পাঠানো যাবে এর সাথে আপনার প্রফাইলের ঠিকানাও যাবে। আপনার ইউজার যদি mehdiakram হয় তাহলে প্রফাইলের ঠিকানাও www.wadja.com/mehdiakram হবে। আপনার প্রফাইলে ছবি সহ বিভিন্ন তথ্য দিয়ে রাখতে পারেন।

বিনামূল্যে গুগল এ্যাপস

যাদের নিজম্ব ডোমেইন আছে তারা নিজম্ব ডোমইনে মেইল ঠিকানা ব্যবহার করে থাকেন। কিন্তু সীমিত হোস্টিং স্পেস কেনার ফলে ইমেইলে বেশী যায়গা পান না। আর ইমেইল ব্যবহারহারকারী যদি অনেক হয়ে থাকে তাহলে বছরে বেশ কিছু টাকা গুনতে হবে হোস্টিং স্পেস বাবদে। কিন্তু আপনি যদি গুগলের এ্যাপস ব্যবহার করেন তাহলে কয়েকশত মেইল ঠিকানা পাবেন যার ধারণক্ষমতা ৭ গিগাবাইটেরও বেশী যা জিমেইলের মত। এছাড়াও গুগলের অনান্য সেবা ক্যালেন্ডার, চ্যাটিং ডক্সসহ সবাই পাবেন। আর এসব সেবাই বিনামূল্যে পাওয়া যাবে।
রেজিস্ট্রেশন করা: এজন্য প্রথমে www.google.com/a এ যান। এবার ডানে See details and sign up বাটনে ক্লিক করে ডানের Not a business? Explore Standard Edition এ ক্লিক করুন। এবার Get Started বাটনে ক্লিক করুন। আপনার যেহেতু ডোমেইন কেনা আছে সেহেতু I want to use an existing domain name এর Administrator: I own or control this domain অপশন বাটন নির্বাচন করে নিচের বক্সে ডোমেইনের নাম (ধরি www.shamokaldarpon.com) লিখে Get Started বাটনে ক্লিক করুন। এবার ফরমের তথ্যগুলো পূরণ করে Continue বাটনে ক্লিক করুন। এখন administrator account এর ইমেইল পাসওয়ার্ড পূরণ করে I accept Continue with set up বাটনে ক্লিক করুন।
ভেরিফিকেশন করা: এবার ডোমেইন ভেরিফিকেশন করতে Verify domain ownership লিংকে ক্লিক করুন। এখন ড্রপডাউন থেকে Upload an HTML file নির্বাচন করে নিন্মাক্ত (অনেকটা এরকম google3abdfaaf6725f30c) কপি করে নোটপ্যাড খুলে পেস্ট করুন এবং googlehostedservice.html নামে সেভ করুন। এবার উক্ত এইচটিএমএল ফাইলটি (www.shamokaldarpon.com সাইটে) আপলোড করুন এবং ২নং এর লিংকে (www.shamokaldarpon.com/googlehostedservice.html) ক্লিক করুন। এবার Verify বাটনে ক্লিক করে ভেরিফিকেশন শেষ করুন। তাহলে কিছুক্ষণের (সর্বোচ্চ ৪৮ ঘন্টা) মধ্যে ভেরিফিকেশন শেষ হবে।
মেইল সক্রিয় করা: মেইলকে সক্রিয় করতে Mail Exchange (MX) records পরিবর্তন করতে হবে। তা না হলে উক্ত ঠিকানাতে মেইল আসবে বা যাবে না। এজন্য Dashboard থেকে Email এর Activate email ক্লিক করুন। এখানে (Set up email delivery) MX Server address এবং Priority দেয়া আছে। এবার shamokaldarpon.com এর cpanel এ লগইন করে MX Entry তে যান। এবং যেকোন MX Server address এবং Priority সেট করুন। এবার গুগল এ্যাপসের Set up email delivery এর I have completed these steps বাটনে ক্লিক করে মেইল সক্রিয় করুন।
নতুন ইমেইল ঠিকানা যোগ করা: নতুন ইমেইল ঠিকানা যুক্ত করতে Users and groups থেকে Create new user এ ক্লিক করে ইমেইল ঠিকানা তৈরী করতে পারবেন।
নিজস্ব আইকন যোগ করা: ইমেইলে বা লগইনের সময় গুগলের আইকনের পরিবর্তে নিজস্ব আইকন যোগ করার জন্য Domain settings এর Appearance এ যান। এখন Custom logo এবার নির্বাচন করে ১৪৩ x ৫৯ সাইজের আপলোড করুন। ব্যাস এথন থেকে গুগলের আইকনের পরিবর্তে নিজস্ব আইকন দেখা যাবে।
ভবিষ্যতে ইমেইল লগইন করতে http://mail.google.com/a/shamokaldarpon.com এই ঠিকানায় এবং সিপ্যানেলে লগইন করতে www.google.com/a/cpanel/shamokaldarpon.com এই ঠিকানায় লগইন করতে হবে।

যত খুশি ফ্রি এসএমএস করুন

ইন্টারনেট থেকে বিনামূল্যে এসএমএস করার অনেক ওয়েবসাইট আছে কিন্তু www.wadja.com তাদের থেকে একটু ব্যাতিক্রম। এখানে থেকে কোন প্রকারের বাধ্যবাধকতা ছাড়ায় যত খুশি এসএমএস করা যাবে যেকোন অপারেটরে। এছাড়াও এখানে রেজিষ্ট্রেশন করতে কোন মোবাইল নম্বরের প্রয়োজন হয়না। শুধুমাত্র ই-মেইলের ঠিকানাতে আসা লিংকে ক্লিক করে একাউন্ট একটিভ করা যাবে। ১১৭ ক্যারেক্টটারের এসএমএস পাঠানো যাবে এর সাথে আপনার প্রফাইলের ঠিকানাও যাবে। আপনার ইউজার যদি mehdiakram হয় তাহলে প্রফাইলের ঠিকানাও www.wadja.com/mehdiakram হবে। আপনার প্রফাইলে ছবি সহ বিভিন্ন তথ্য দিয়ে রাখতে পারেন।

বিনামূল্যে গুগল এ্যাপস

যাদের নিজম্ব ডোমেইন আছে তারা নিজম্ব ডোমইনে মেইল ঠিকানা ব্যবহার করে থাকেন। কিন্তু সীমিত হোস্টিং স্পেস কেনার ফলে ইমেইলে বেশী যায়গা পান না। আর ইমেইল ব্যবহারহারকারী যদি অনেক হয়ে থাকে তাহলে বছরে বেশ কিছু টাকা গুনতে হবে হোস্টিং স্পেস বাবদে। কিন্তু আপনি যদি গুগলের এ্যাপস ব্যবহার করেন তাহলে কয়েকশত মেইল ঠিকানা পাবেন যার ধারণক্ষমতা ৭ গিগাবাইটেরও বেশী যা জিমেইলের মত। এছাড়াও গুগলের অনান্য সেবা ক্যালেন্ডার, চ্যাটিং ডক্সসহ সবাই পাবেন। আর এসব সেবাই বিনামূল্যে পাওয়া যাবে।
রেজিস্ট্রেশন করা: এজন্য প্রথমে www.google.com/a এ যান। এবার ডানে See details and sign up বাটনে ক্লিক করে ডানের Not a business? Explore Standard Edition এ ক্লিক করুন। এবার Get Started বাটনে ক্লিক করুন। আপনার যেহেতু ডোমেইন কেনা আছে সেহেতু I want to use an existing domain name এর Administrator: I own or control this domain অপশন বাটন নির্বাচন করে নিচের বক্সে ডোমেইনের নাম (ধরি www.shamokaldarpon.com) লিখে Get Started বাটনে ক্লিক করুন। এবার ফরমের তথ্যগুলো পূরণ করে Continue বাটনে ক্লিক করুন। এখন administrator account এর ইমেইল পাসওয়ার্ড পূরণ করে I accept Continue with set up বাটনে ক্লিক করুন।
ভেরিফিকেশন করা: এবার ডোমেইন ভেরিফিকেশন করতে Verify domain ownership লিংকে ক্লিক করুন। এখন ড্রপডাউন থেকে Upload an HTML file নির্বাচন করে নিন্মাক্ত (অনেকটা এরকম google3abdfaaf6725f30c) কপি করে নোটপ্যাড খুলে পেস্ট করুন এবং googlehostedservice.html নামে সেভ করুন। এবার উক্ত এইচটিএমএল ফাইলটি (www.shamokaldarpon.com সাইটে) আপলোড করুন এবং ২নং এর লিংকে (www.shamokaldarpon.com/googlehostedservice.html) ক্লিক করুন। এবার Verify বাটনে ক্লিক করে ভেরিফিকেশন শেষ করুন। তাহলে কিছুক্ষণের (সর্বোচ্চ ৪৮ ঘন্টা) মধ্যে ভেরিফিকেশন শেষ হবে।
মেইল সক্রিয় করা: মেইলকে সক্রিয় করতে Mail Exchange (MX) records পরিবর্তন করতে হবে। তা না হলে উক্ত ঠিকানাতে মেইল আসবে বা যাবে না। এজন্য Dashboard থেকে Email এর Activate email ক্লিক করুন। এখানে (Set up email delivery) MX Server address এবং Priority দেয়া আছে। এবার shamokaldarpon.com এর cpanel এ লগইন করে MX Entry তে যান। এবং যেকোন MX Server address এবং Priority সেট করুন। এবার গুগল এ্যাপসের Set up email delivery এর I have completed these steps বাটনে ক্লিক করে মেইল সক্রিয় করুন।
নতুন ইমেইল ঠিকানা যোগ করা: নতুন ইমেইল ঠিকানা যুক্ত করতে Users and groups থেকে Create new user এ ক্লিক করে ইমেইল ঠিকানা তৈরী করতে পারবেন।
নিজস্ব আইকন যোগ করা: ইমেইলে বা লগইনের সময় গুগলের আইকনের পরিবর্তে নিজস্ব আইকন যোগ করার জন্য Domain settings এর Appearance এ যান। এখন Custom logo এবার নির্বাচন করে ১৪৩ x ৫৯ সাইজের আপলোড করুন। ব্যাস এথন থেকে গুগলের আইকনের পরিবর্তে নিজস্ব আইকন দেখা যাবে।
ভবিষ্যতে ইমেইল লগইন করতে http://mail.google.com/a/shamokaldarpon.com এই ঠিকানায় এবং সিপ্যানেলে লগইন করতে www.google.com/a/cpanel/shamokaldarpon.com এই ঠিকানায় লগইন করতে হবে।

দিনে ১টি ফ্রি এসএমএস

ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস করার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। কিছুদিন পরে এগুলো থেকে আর ঠিকমত এসএমএস করা যায় না। এসব সাইটগুলোর মধ্যে টক এসএমএস অন্যতম। এখান থেকে দিনে একটি ফ্রি এসএমএস করা যায়। বাংলাদেশের গ্রামীণফোন, ওয়ারিদ, বাংলালিংক এবং একটেল সমর্থন করে।
প্রথমে www.talksms.com গিয়ে মোবাইল নম্বর (দেশের কোড +৮৮ সহ) দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে, তাহলে মোবাইলে একটি এ্যকটিভিশন কোড আসবে যা দিয়ে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপরে লগইন করে Send SMS ট্যাবে গিয়ে ১৬০ অক্ষরের এসএমএস পাঠাতে পারেন। প্রাপকের কাছে প্রেরক হিসাবে আপনার রেজিষ্ট্রেশন করা মোবাইল নম্বর দেখাবে। আর এসএমএস এর নিচে ওয়েবসাইটের ঠিকানাও থাকবে।
এই সাইটে SMS Log এ প্রেরিত এসএমএস সংরক্ষিত থাকে তাছাড়া Contacts এ মোবাইল নম্বর সংরক্ষন করে রাখা যায়।

দিনে ১টি ফ্রি এসএমএস

ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস করার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। কিছুদিন পরে এগুলো থেকে আর ঠিকমত এসএমএস করা যায় না। এসব সাইটগুলোর মধ্যে টক এসএমএস অন্যতম। এখান থেকে দিনে একটি ফ্রি এসএমএস করা যায়। বাংলাদেশের গ্রামীণফোন, ওয়ারিদ, বাংলালিংক এবং একটেল সমর্থন করে।
প্রথমে www.talksms.com গিয়ে মোবাইল নম্বর (দেশের কোড +৮৮ সহ) দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে, তাহলে মোবাইলে একটি এ্যকটিভিশন কোড আসবে যা দিয়ে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপরে লগইন করে Send SMS ট্যাবে গিয়ে ১৬০ অক্ষরের এসএমএস পাঠাতে পারেন। প্রাপকের কাছে প্রেরক হিসাবে আপনার রেজিষ্ট্রেশন করা মোবাইল নম্বর দেখাবে। আর এসএমএস এর নিচে ওয়েবসাইটের ঠিকানাও থাকবে।
এই সাইটে SMS Log এ প্রেরিত এসএমএস সংরক্ষিত থাকে তাছাড়া Contacts এ মোবাইল নম্বর সংরক্ষন করে রাখা যায়।

মাইক্রোসফট অফিসে চলবে ওপেন অফিসের ফাইল

লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমে অফিস প্রোগ্রাম হিসাবে ব্যবহার করা হয় ওপেন অফিস। উন্মুক্ত এবং বিনামূল্যের এই ওপেন অফিস পাওয়া যায় www.openoffice.org এবং বহনযোগ্য সংস্করণ পাওয়া যায় www.portableapps.com এখানে।
ওপেন অফিসে মাইক্রোসফট অফিসের ফাইল সমর্থন করলেও ওপেন অফিসের ফাইলগুলো (.odf) মাইক্রোসফট অফিসে সমর্থন করে না। তবে একটি প্লাগইন ব্যবহার করলেই ওপেন অফিসের ফাইলগুলো যেমন মাইক্রোসফট অফিসে চলবে তেমনই মাইক্রোসফট অফিস থেকে ওপেন অফিসের ফরম্যাটে ফাইলগুলো সংরক্ষণ করা যাবে। প্লাগইনটি www.sun.com/software/star/odf_plugin/get.jsp থেকে ফ্রি রেজিস্ট্রেশন করে ডাউনলোড করা যাবে।

মাইক্রোসফট অফিসে চলবে ওপেন অফিসের ফাইল

লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমে অফিস প্রোগ্রাম হিসাবে ব্যবহার করা হয় ওপেন অফিস। উন্মুক্ত এবং বিনামূল্যের এই ওপেন অফিস পাওয়া যায় www.openoffice.org এবং বহনযোগ্য সংস্করণ পাওয়া যায় www.portableapps.com এখানে।
ওপেন অফিসে মাইক্রোসফট অফিসের ফাইল সমর্থন করলেও ওপেন অফিসের ফাইলগুলো (.odf) মাইক্রোসফট অফিসে সমর্থন করে না। তবে একটি প্লাগইন ব্যবহার করলেই ওপেন অফিসের ফাইলগুলো যেমন মাইক্রোসফট অফিসে চলবে তেমনই মাইক্রোসফট অফিস থেকে ওপেন অফিসের ফরম্যাটে ফাইলগুলো সংরক্ষণ করা যাবে। প্লাগইনটি www.sun.com/software/star/odf_plugin/get.jsp থেকে ফ্রি রেজিস্ট্রেশন করে ডাউনলোড করা যাবে।

পছন্দের ওয়েবসাইটগুলো রাখুন গুগল বুকমার্কে

আমার সাধারণত পছন্দের ওয়েবসাইটগুলো ব্রাউজারের বুকমার্কে (ফেভারিটে) রাখি। বিশেষ করে প্রয়োজনীয় এবং বেশী ব্যবহার করা হয় এমন এবং বড় ওয়েব লিংক। কিন্তু নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল করলে বুকমার্কের তথ্য হারিয়ে যায় বা ভিন্ন ভিন্ন ব্রাউজার ব্যবহার করলে সুবিধা পাওয়া যায় না। এছাড়াও ক্যাফে, বন্ধুর বাসার বা অন্য কারো কম্পিউটার ব্যবহার আপনার নিজের কম্পিউটারের বুকর্মাকের সুবিধা পাবেন না। আর আপনার কম্পিউটার অন্য কেউ ব্যবহার করলে আপনার গুরুত্বপূর্ণ বুকমার্কগুলো তার কাছে আর গোপন থাকবে না। এসব সমস্যার সমাধানে আপনি অনলাইনে বুকমার্ক করে রাখতে পারেন আপনার পছন্দের ওয়েবসাইট বা ওয়েব লিংকগুলো। বিভিন্ন অনলাইন বুকমার্কের ওয়েবসাইট আছে তবে গুগল বুকর্মাক বেশ সুবিধাজনক। অন্তত যারা জিমেইল ব্যবহার করেন তাদের জন্য নতুন করে লগইন করার প্রয়োজন হয় না। আপনার ব্রাউজারে যদি গুগল টুলবার ইনষ্টল করা থাকে তাহলে গুগলে লগইন করে বুকমার্ক বাটন থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও বুকমার্কের ওয়েবসাইট www.google.com/bookmarks থেকেও বুকমার্ক যোগ করা, মুছে ফেলা বা সম্পাদনা করতে পারবেন। এজন্য অবশ্য আপনার গুগল একাউন্ট থাকতে হবে এবং একাউন্টে লগইন করে আপনি এই সুবিধা পাবেন।

পছন্দের ওয়েবসাইটগুলো রাখুন গুগল বুকমার্কে

আমার সাধারণত পছন্দের ওয়েবসাইটগুলো ব্রাউজারের বুকমার্কে (ফেভারিটে) রাখি। বিশেষ করে প্রয়োজনীয় এবং বেশী ব্যবহার করা হয় এমন এবং বড় ওয়েব লিংক। কিন্তু নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল করলে বুকমার্কের তথ্য হারিয়ে যায় বা ভিন্ন ভিন্ন ব্রাউজার ব্যবহার করলে সুবিধা পাওয়া যায় না। এছাড়াও ক্যাফে, বন্ধুর বাসার বা অন্য কারো কম্পিউটার ব্যবহার আপনার নিজের কম্পিউটারের বুকর্মাকের সুবিধা পাবেন না। আর আপনার কম্পিউটার অন্য কেউ ব্যবহার করলে আপনার গুরুত্বপূর্ণ বুকমার্কগুলো তার কাছে আর গোপন থাকবে না। এসব সমস্যার সমাধানে আপনি অনলাইনে বুকমার্ক করে রাখতে পারেন আপনার পছন্দের ওয়েবসাইট বা ওয়েব লিংকগুলো। বিভিন্ন অনলাইন বুকমার্কের ওয়েবসাইট আছে তবে গুগল বুকর্মাক বেশ সুবিধাজনক। অন্তত যারা জিমেইল ব্যবহার করেন তাদের জন্য নতুন করে লগইন করার প্রয়োজন হয় না। আপনার ব্রাউজারে যদি গুগল টুলবার ইনষ্টল করা থাকে তাহলে গুগলে লগইন করে বুকমার্ক বাটন থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও বুকমার্কের ওয়েবসাইট www.google.com/bookmarks থেকেও বুকমার্ক যোগ করা, মুছে ফেলা বা সম্পাদনা করতে পারবেন। এজন্য অবশ্য আপনার গুগল একাউন্ট থাকতে হবে এবং একাউন্টে লগইন করে আপনি এই সুবিধা পাবেন।

বেড়েছে সাইবার অপরাধ

বিশ্বব্যাপী হ্যাকিং নিয়ে ব্যাপক হৈ চৈ। হ্যাকিং প্রবণতার আরও বিস্তার ঘটিয়েছে হ্যাকাররা আন্তর্জাতিক মেলার আয়োজন করে। হ্যাকিং-এর পাশাপাশি বর্তমান বিশ্বে বেড়েই চলেছে অনলাইন ক্রাইম বা সাইবার ক্রাইম। সাইবার অপরাধ কর্মকান্ডে জড়িতদের নেই কোন নির্দিষ্ট সীমারেখা। পুরো বিশ্বই তাদের অপরাধের বিশাল ক্ষেত্র, বিশ্বকে তারা সাইবার অপরাধের একক ক্ষেত্রে পরিণত করেছে। বিভিন্নভাবে এসব অপরাধী তাদের হীনকর কর্মকান্ড যথেচ্ছাই চালিয়ে যাচ্ছে। ক্ষতির সম্মুখীন হচ্ছে কোটি কোটি লোক। সাইবার অপরাধীরা এসব কর্মকান্ডকে তাদের আয় উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে এবং লাভজনকভাবে পুরো বিশ্বকে এক ভেবে ইন্টারনেটে অপরাধ করেই যাচ্ছে। সাইবার অপরাধ বর্তমানে যুক্তরাষ্ট্র হয়ে পশ্চিম ইউরোপ, পূর্ব ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং এসব অপরাধ মূলত ডিজিটাল অপরাধসমূহ আর্থিকভাবে খুবই লোভনীয় হওয়ার পাশাপাশি এসব অপরাধের দন্ড প্রদান ব্যবস্থাও অপ্রতুল। বর্তমানে যুক্তরাষ্ট্র বিচার বিভাগের সাইবার অপরাধের দেশীয় বা আন্তর্জাতিক পর্যায়ের কোন তথ্যপূর্ণ পরিসংখ্যান নেই। তবে তাদের অভিমত এই যে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন অঞ্চলে এ সমস্যা বেড়েই চলেছে। একটা ছোট্ট উদাহরণ হলো প্রতি ১ ঘন্টায় প্রায় ৩০০০০ স্প্যাম মেইল বিভিন্ন ইনবক্স আসে যার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফিশিং এর মাধ্যমে সাইবার অপরাধের ক্রমবর্ধনশীল অবস্থা যুক্তরাষ্ট্রসহ বহু দেশকে ভাবিয়ে তুলেছে। ইউএন আইন প্রয়োগকারী সংস্থা এ অপরাধে নিকোল রোমান নামে এক অপরাধীকে বুলগেরিয়া হতে ফিরিয়ে এনে ৫০ মাসের জেল দিয়েছে। যদিও হাজার হাজার অপরাধী এখনও ধরা ছোঁয়ার বাইরে। যুক্তরাষ্ট্র অবশ্য এসব সাইবার অপরাধ দমনে কার্যক্রম খুবই তোড়জোড় শুরু করেছে। হিলারী ক্লিনটন ও রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত মে মাসের ৮ তারিখে এ বিষয়ে নিজেদের মধ্যে সহযোগিতা চুক্তি করেছে। ফিশিং আইন প্রয়োগকারী সংস্থা মূলত গত বছর থেকে সাইবার অপরাধ দমন পুরোদমে কাজ শুরু করলেও বিশ্বের অনেক দেশ এখনও এসব বিষয়ে কোন অগ্রগতিই করতে পারেনি। এসব কার্যক্রমের ফলে ফিশিং অপরাধের কারণে যুক্তরাষ্ট্র প্রায় ৪০ জন অপরাধীকে ধরতে পেরেছে। গত বছর আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের অনুসন্ধান করে দেখা যায় যে ১০টিরও বেশি হ্যাকিং সংগঠন রয়েছে যেগুলোর অবস্থান ইউক্রেন, ইস্তোনিয়া, চীন ও বেলারুশ এ। বিশ্বব্যাপী প্রতি বছর কয়েক মিলিয়ন ক্রেডিট কার্ড হ্যাকিং হয় এবং ক্ষতিকারী ওয়েব মেক্‌কলু বন্ধ করার পর মেইলে স্পাম প্রেরণ প্রায় ৭৫ ভাগ কমলেও, সিমানটেক এর মে ’০৯ মাসের তথ্য থেকে দেখা যায় যে সকল মেইলের ৯০ ভাগই স্পাম এবং এপ্রিল হতে মে’তে বৃদ্ধি পেয়েছে ৫ ভাগ। বর্তমানে বিশ্বের সাইবার অপরাধ দমনে শুধু নিজ দেশ সচেষ্ট হলেই হবে না দেশী-বিদেশী সরকারি-বেসরকারি সকল খাতের সাথেই সমন্বয়ের মাধ্যমে অপরাধ মোকাবেলা করতে হবে।

বর্তমান সময়ের কয়েকটি ক্ষতিকর কুখ্যাত সাইবার ক্রাইম টুল

ফিশিং স্প্যাম

এর মাধ্যমে মূলত ব্যাংক নোটিশ, ট্রাংক নম্বর ইত্যাদি স্পামের মাধ্যমে প্রেরণ করে গ্রাহকদের আকৃষ্ট করে তাদের তথ্য লুট সহ ব্যাংক একাউন্ট হতে অর্থ লুট করা হয়। ফিশিং স্প্যাম মূলত মেইলের মাধ্যমে গ্রাহকের তথ্য চুরি করে অর্থ কামিয়ে নেয়।

স্টক স্প্যাম

বিগত কয়েক বছরে নতুন একধরনের স্প্যাম ওয়েব নিয়ে সাইবার অপরাধীরা ব্যাপক তৎপর তা হলো স্টক স্প্যাম। এর মাধ্যমে অপরাধীরা গ্রাহকদের বিভিন্ন কোম্পানির শেয়ার কিনতে অনুপ্রাণিত করে এবং নিজেরা এসব পয়সা হাতিয়ে নেয়। ৫২ বছর বয়স্ক এলওন গত এক বছরে চাইনিজ স্টকের নামে প্রায় মিলিয়ন মিলিয়ন স্পাম মেইল পাঠিয়ে গ্রাহকদের ঠকিয়েছে। সিকিউরিটি ও এক্সচেঞ্জ সংস্থা সমূহ এসব নিয়ে কাজ করলেও লক্ষ লক্ষ অপরাধী এখনও ধরা ছোঁয়ার বাইরে।

ডিডিওএস (ডিস্ট্রিবিউটেড ডেনিয়েল অব সার্ভিস)

ফিশার ও ডাটা চোররা যখন পারে তখন ডাটা চুরি করে। তাদের বহুল প্রচলিত ডিডিওএস এর মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার লুকিয়ে গ্রহকদের পিসিতে ঢুকিয়ে দেয়া হয় এবং এর মাধ্যমে তথ্য চুরি করে। মে মাসে ১৯ বছরের ফিমিত্রি গুজনার তার এহেন অপকর্মের স্বীকার করেন, সে কিভাবে বিভিন্ন সায়েন্স ওয়েব থেকে তথ্য লুট করে তা স্বীকার করেছে।

সটিং

সটিং হলো অপরাধীদের নির্ধারিত ব্যক্তিদের ফোনের একাউন্টে অনুপ্রেবেশ করে ফোন একাউন্টের তথ্য নিয়ে কোম্পানিসমূহের তথ্য ও কোম্পানির কর্মকর্তাদেরও তথ্য চুরি করা হয়। এর মাধ্যমে তারা গ্রাহক, ব্যক্তির ফোন ব্যবহার করে পুলিশকে ফোন দিয়ে বলা হয় যেন সোয়াত টিম পাঠিয়ে তার সমস্যা সমাধান করে এবং এতে আক্রান্ত ব্যক্তি অযথাই হেনস্তা হন।

অভ্যন্তরীণ ডাটা চুরি

অনেকেই ইউএসবির মাধ্যমে বিভিন্নভাবে পরিচিতজনদের তথ্য চুরি করে বিক্রি করে দেয় হ্যাকারদের কাছে। এর ফলে রিবুলো নামের একজন ধরা খেয়ে এখন ৫ বছরের সাজা প্রাপ্ত।

পরিচয় সংক্রান্ত তথ্য চুরি

পরিচয় ও ব্যক্তিগত তথ্য চুরির জন্য বেশি জ্ঞানী হতে হয় না। শুধু আগ্রহী হয়ে একটু গবেষণা করলেই হয়। মূলত জন ডাটাবেজ হতে তথ্য নিয়ে কোন এক ‘লক্ষ্য’ ব্যক্তির যাবতীয় তথ্য নিয়ে যেকোনো একটি নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর হ্যাকের মাধ্যমে প্রদান করে, ব্যাংকের কাছে আবেদন করে আক্রান্ত ব্যক্তির একাউন্ট হতে অর্থ তুলে লুট করা হয়।

এডওয়্যার

যদিও এডওয়্যার এখন তেমন ব্যাপক নয়, তবুও অপরাধীরা এখন এর মাধ্যমে করছে হাজার হাজার অপরাধ। লুটে নিচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার। এডওয়্যারের মাধ্যমে সহজে লক্ষ লক্ষ পিসি’তে ঢুকে সহজেই লক্ষ লক্ষ পিসি হ্যাক করা যায়। এ কাজ করে ৫ বছরের জেল হয়েছে ২১ বছরের বরার্ট মেথিউ-এর। অবশ্য এডওয়্যারে যারা ব্যাপক সংঘবদ্ধ এবং এ কাজ তারা একত্রিতভাবে টার্গেট করে, ফলে ব্যর্থতা কম, বরং ফলপ্রসূ।

নকল সফটওয়্যার

নকল সফটওয়্যার পরিবেশন ও বিক্রি একটি সাধারণ অপরাধ। যা সহজেই করা যায়। প্রতিদিন সফটওয়্যার নকল করার মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার লেনদেন হয় এবং এক্ষেত্রে আয়ও অন্যান্য যেকোন অপরাধের চেয়ে বেশি, ঝুঁকিও কম। বিশ্বের বহু দেশে এখন ব্র্যান্ডের আইটেম সমূহ নকল করে বিক্রি হয় এবং সবাই তা ব্যবহারও করছে। সাইবার অপরাধীদের ব্যাপ্তি এখন সর্বত্র। ডিজিটাল যুগের সাইবার অপরাধীরা হলো ডিজিটাল অপরাধী, এদের দমন সত্যিই কষ্টসাধ্য হবে।

পরিশেষে বলা যায় মানব কল্যাণের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির ধ্বংসের বিষদাঁতটাও কম ধাঁরালো নয়। আমাদের সর্বাধুনিক তথ্যপ্রযুক্তি এমনই এক ক্ষতিকর দিক হলো সাইবার বুলি। সাইবার বুলি সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে যখন কেউ তথ্য আদান-প্রদানের মাধ্যমকেও (যেমন : মোবাইল, মেসেজ রিসিভার, ইমেইল) ব্যবহার করে নানান হুমকি প্রদান করে। এটি আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর ছাপিয়ে আমাদের দেশেও কার্যকর। এই জন্য এখনই পদক্ষেপ নেয়া জরুরি।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template